০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পাংশা পৌর নির্বাচনে খেলাপীর দায়ে নৌকার প্রার্থী ওয়াজেদ আলীর মনোনয়নপত্র বাতিল

মোক্তার হোসেন, পাংশাঃ তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য রাজবাড়ীর পাংশা পৌরসভা নির্বাচনে রোববার মনোনয়নপত্র যাচাই বাছাইতে ঋণখেলাপীর দায়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী পৌর আ.লীগ সভাপতি মো. ওয়াজেদ আলীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে জেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মো. মাসুদুর রহমান।

একই সাথে ঋণখেলাপীর দায়ে ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুল মোতালেব মোল্লা ও মনোনয়নপত্রে ত্রুটির কারণে ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী খোন্দকার ফরিদ উদ্দিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

জানা যায়, রোববার (৩ জানুয়ারী) সকালে পাংশা উপজেলা পরিষদের হলরুমে পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিনক্ষণ নির্ধারিত ছিল। বেলা ১১টায় যাচাই বাছাই অনুষ্ঠানে রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার ও পাংশা পৌরসভা সাধারণ নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মাসুদুর রহমান, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলী ও পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত আলী বক্তব্য রাখেন।

পরে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই বছাই কার্যক্রম পরিচালনা করেন জেলা নির্বাচন অফিসার ও পৌরসভা সাধারণ নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মাসুদুর রহমান। তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের সিআইবি ডাটাবেইজে সংরক্ষিত হালনাগাদ তথ্যের ভিত্তিতে পাংশা পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিলকারী সর্বমোট ৬১জন প্রার্থীর মধ্যে মেয়র প্রার্থী মো. ওয়াজেদ আলী পার্থ জুট মিলস লিমিটেডের পরিচালক হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঢাকার উত্তরা শাখার ঋণখেলাপী। এছাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল মোতালেব মোল্লা রূপালী ব্যাংক লিমিটেড, পাংশা শাখার ঋণখেলাপী। ঋণখেলাপীর কারণে তাদের এবং মনোনয়নপত্রে ত্রুটির কারণে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খোন্দকার ফরিদ হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বাতিলকৃত প্রার্থীরা ৩দিনের মধ্যে আপীল করতে পারবেন বলে জানান।

উল্লেখ্য, পাংশা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আ.লীগের মনোনীত প্রার্থী পাংশা পৌরসভা আ.লীগ সভাপতি মো. ওয়াজেদ আলী, বিএনপি মনোনীত পাংশা পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব রইচ উদ্দিন খান, স্বতন্ত্র প্রার্থী মো. ইদ্রিস আলী (আ.লীগ মনোনীত প্রার্থী ওয়াজেদ আলীর সহোদর) ও ফজলুল হক ফরহাদ (পাংশা উপজেলা যুবলীগ আহবায়ক) মনোনয়নপত্র দাখিল করেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

পাংশা পৌর নির্বাচনে খেলাপীর দায়ে নৌকার প্রার্থী ওয়াজেদ আলীর মনোনয়নপত্র বাতিল

পোস্ট হয়েছেঃ ০৯:৫৯:০৯ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১

মোক্তার হোসেন, পাংশাঃ তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য রাজবাড়ীর পাংশা পৌরসভা নির্বাচনে রোববার মনোনয়নপত্র যাচাই বাছাইতে ঋণখেলাপীর দায়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী পৌর আ.লীগ সভাপতি মো. ওয়াজেদ আলীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে জেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মো. মাসুদুর রহমান।

একই সাথে ঋণখেলাপীর দায়ে ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুল মোতালেব মোল্লা ও মনোনয়নপত্রে ত্রুটির কারণে ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী খোন্দকার ফরিদ উদ্দিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

জানা যায়, রোববার (৩ জানুয়ারী) সকালে পাংশা উপজেলা পরিষদের হলরুমে পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিনক্ষণ নির্ধারিত ছিল। বেলা ১১টায় যাচাই বাছাই অনুষ্ঠানে রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার ও পাংশা পৌরসভা সাধারণ নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মাসুদুর রহমান, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলী ও পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত আলী বক্তব্য রাখেন।

পরে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই বছাই কার্যক্রম পরিচালনা করেন জেলা নির্বাচন অফিসার ও পৌরসভা সাধারণ নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মাসুদুর রহমান। তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের সিআইবি ডাটাবেইজে সংরক্ষিত হালনাগাদ তথ্যের ভিত্তিতে পাংশা পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিলকারী সর্বমোট ৬১জন প্রার্থীর মধ্যে মেয়র প্রার্থী মো. ওয়াজেদ আলী পার্থ জুট মিলস লিমিটেডের পরিচালক হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঢাকার উত্তরা শাখার ঋণখেলাপী। এছাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল মোতালেব মোল্লা রূপালী ব্যাংক লিমিটেড, পাংশা শাখার ঋণখেলাপী। ঋণখেলাপীর কারণে তাদের এবং মনোনয়নপত্রে ত্রুটির কারণে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খোন্দকার ফরিদ হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বাতিলকৃত প্রার্থীরা ৩দিনের মধ্যে আপীল করতে পারবেন বলে জানান।

উল্লেখ্য, পাংশা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আ.লীগের মনোনীত প্রার্থী পাংশা পৌরসভা আ.লীগ সভাপতি মো. ওয়াজেদ আলী, বিএনপি মনোনীত পাংশা পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব রইচ উদ্দিন খান, স্বতন্ত্র প্রার্থী মো. ইদ্রিস আলী (আ.লীগ মনোনীত প্রার্থী ওয়াজেদ আলীর সহোদর) ও ফজলুল হক ফরহাদ (পাংশা উপজেলা যুবলীগ আহবায়ক) মনোনয়নপত্র দাখিল করেন।