Rajbarimail.com
ঢাকা, সোমবার , ২৭ অক্টোবর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. লাইফস্টাইল

চাঁদা বন্ধের দাবীতে গোয়ালন্দে অটোরিকশা চালকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

রাজবাড়ী মেইল ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৪, ৮:২৫ পূর্বাহ্ণ

Link Copied!

মইন মৃধাও ও ফিরোজ আহম্মেদ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে পৌর পার্কিং ও অটোরিকশা মালিক সমিতির নামে চাঁদা বন্ধের দাবীতে মঙ্গলবার সকাল থেকে ব্যাটারী চালিত তিন চাকার অটোরিকশা বন্ধ রেখে চালকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। চালকদের দাবী, পার্কিং না করেও পৌরসভায় পার্কিং চার্জ বাবদ টাকা আদায় এবং দৌলতদিয়া ঘাটে যতবার যাচ্ছে ততবারই তাদেরকে পার্কিং চার্জ বাবদ জোরপূর্বক টাকা আদায় করা হচ্ছে।

মঙ্গলবার দুই শতাধিক অটোরিকশা বন্ধ করে গোয়ালন্দ উপজেলা কোর্ট মাঠ চত্ত্বরে জড়ো হয়। এসময় কয়েকশ চালক থেমে থেমে বিক্ষোভ করতে থাকে। পরে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ পৌরসভার সামনেও সড়ক অবরোধ করে চালকরা বিক্ষোভ করে।

চালকদের দাবী, তাদের রোজগারের টাকা এভাবে দিতে পারবেনা। প্রতিদিন গড়ে প্রায় দুই কেজি চালের টাকা শুধু চাঁদা দিতে হয়। অনেকের অটোরিকশা ভাড়া করা, ভাড়া বাবদ টাকা দিতে হয়। প্রতিদিন ব্যাটারী চার্জ বাবদ টাকা দিতে হয়। এরপর নানা সময় নানা ধরেনর যান্ত্রিক ত্রুটিতো আছেই। সবমিলে প্রতিদিনের রোজগারের বেশিরভাগ টাকা খরচ হয়ে যায়। তাহলে বাকি টাকা দিয়ে এই বাজারে কিভাবে সংসার চালাবেন।

ঠান্ডু ফকির নামের এক চালক বলেন, পৌরসভায় ঢুকলেই ৩৫ টাকা, দৌলতদিয়ায় ঢুকলেই ২০ টাকা দিতে হয়। অনেকে যাত্রী নিয়ে রাজবাড়ী যায়। সেখানেও ৪০ টাকা দিতে হয়। প্রতিনিয়ত প্রায় ১০৫ টাকা শুধু চাঁদা দিতে হয়। প্রতিদিন ৫০০ থেকে ৬০০ টাকা রোজগার করা যায়। এরমধ্যে আড়াই কেজি চাউলের পয়সা চাঁদা বাবদ চলে যায়। এই চাঁদা না দিলে পরিবার নিয়ে আমরা বেঁচে যাই। আমরা নতুন সরকারের কাছে এই দাবী করছি।

কাওছার মৃধা নামের আরেক অটোচালক বলেন, আমরা ৪০০ থেকে ৫০০ টাকা কামাই করি। সরকার পতনের পর সারাদেশে চাঁদা দেয়া বন্ধ করে দিয়েছে। অথচ আমাদের গোয়ালন্দে এটা অব্যাহত রয়েছে। মাঝে কয়েকদিন বন্ধ ছিল। নতুন করে গত রোববার থেকে আবার নিচ্ছে। চাঁদা না দিলে পৌর এলাকায় পৌরসভার লোকজন এবং দৌলতদিয়ায় মোস্তফা মন্ডল এই টাকা আদায় করছেন। না দিলেই আমাদের ওপর নির্যাতন করা হয়।

কয়েকজন চালক অভিযোগ করেন, পৌর পার্কিং ও মালিক সমিতি ছাড়াও পুলিশ ডিউটিতে গেলে ভাড়া না দিয়ে তারা সারারাত গাড়ি নিয়ে ডিউটি করে। মহাসড়কে চালানোর সময় হাইওয়ে পুলিশ ধরে ২৫০০ থেকে ২৬০০ টাকা আদায় করে। না দিলেই মামলা দিয়ে দেয়। এসব হয়রানী বন্ধ করতে হবে।

গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, পৌরসভার প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জোতিশ্বর পাল এবং আমি অটোরিকশা চালকদের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করেছি। বিশেষ পরিস্থিতির কারনে আপাতত পৌর পার্কিং চার্জ বন্ধ থাকবে। রাজবাড়ী সহ অন্যান্য জায়গার মতো আলোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। তবে দৌলতদিয়া ঘাট যেহেতু বিআইডব্লিউটিএর। তাদের সঙ্গে কথা না বলে সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়নি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের দুইদিন পর মামলা দায়ের, তিন দিনেও গ্রেপ্তার বা উদ্ধার নেই

রাজবাড়ীতে মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশ কনস্টেবলকে হয়রানির অভিযোগ

রাজবাড়ীতে প্রতিবন্ধীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে চেকপোস্টে তল্লাশি, মুরগভির্তি গাড়ি ছিনতাই

গোয়ালন্দ উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক

গোয়ালন্দে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

জনদুর্ভোগ কমাতে ও চলাচলের উপযোগী করতে ফরিদপুরে যুবদলের উদ্যোগে রাস্তা সংস্কার

পরিবেশ আইন অমান্য করায় রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজারকে জরিমানা, সাময়িক বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে অস্ত্রের মুখে কৃষকের এক লাখ টাকা ছিনতাই, ইউপি সদস্য সহ পাঁচজনের নামে মামলা

রাজবাড়ীতে সওজের মাস্টাররোল কর্মচারীদের সাত দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

রাজবাড়ীতে সরকারি কলেজে শিক্ষককে হেনস্তা; বিচারের দাবিতে মানববন্ধন, তদন্ত কমিটি গঠন

রাজবাড়ীতে দুই সপ্তাহে সাড়ে তিন কোটি টাকার জাল ধ্বংস, ১৩০ জেলে দণ্ড প্রদান