০৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়া মডেল হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি হলেন মোস্তফা মুন্সী

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাধীন দৌলতদিয়া মডেল হাইস্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মো. মোস্তফা মুন্সি নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২২ মার্চ) বিকেল ৪ টায় গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে স্কুলের নির্বাচিত সদস্যদের অংশগ্রহনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্হিত সকল সদস্যের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি নির্বাচিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান। এর আগে গত ২০ মার্চ কমিটির ৩ জন শিক্ষক প্রতিনিধি ও ৫ জন অভিভাবক সদস্য নির্বাচিত হন। কমিটিতে সদস্য সচিব হিসেবে পদাধিকার বলে নির্বাচিত হয়েছেন প্রধান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলাম।

শিক্ষক প্রতিনিধি মুহাম্মদ আবুল কাশেম, শামীম শেখ ও সোনালী আক্তার। অভিভাবক সদস্যরা হলেন চম্পা আক্তার, আব্দুল লতিফ, মো. সরোয়ার মন্ডল, সাত্তার সরদার ও মনির হোসেন। দাতা সদস্য হলেন মুহাম্মদ সাইফুল ইসলাম লিটন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলাম নব নির্বাচিত কমিটির সভাপতিসহ সকল সদস্যকে অভিনন্দন জানান। তিনি বলেন, নির্বাচিত কমিটি মন্ত্রনালয় কর্তৃক অনুমোদন লাভের পর হতে দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়া মডেল হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি হলেন মোস্তফা মুন্সী

পোস্ট হয়েছেঃ ১১:১৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাধীন দৌলতদিয়া মডেল হাইস্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মো. মোস্তফা মুন্সি নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২২ মার্চ) বিকেল ৪ টায় গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে স্কুলের নির্বাচিত সদস্যদের অংশগ্রহনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্হিত সকল সদস্যের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি নির্বাচিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান। এর আগে গত ২০ মার্চ কমিটির ৩ জন শিক্ষক প্রতিনিধি ও ৫ জন অভিভাবক সদস্য নির্বাচিত হন। কমিটিতে সদস্য সচিব হিসেবে পদাধিকার বলে নির্বাচিত হয়েছেন প্রধান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলাম।

শিক্ষক প্রতিনিধি মুহাম্মদ আবুল কাশেম, শামীম শেখ ও সোনালী আক্তার। অভিভাবক সদস্যরা হলেন চম্পা আক্তার, আব্দুল লতিফ, মো. সরোয়ার মন্ডল, সাত্তার সরদার ও মনির হোসেন। দাতা সদস্য হলেন মুহাম্মদ সাইফুল ইসলাম লিটন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলাম নব নির্বাচিত কমিটির সভাপতিসহ সকল সদস্যকে অভিনন্দন জানান। তিনি বলেন, নির্বাচিত কমিটি মন্ত্রনালয় কর্তৃক অনুমোদন লাভের পর হতে দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।