০৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়ায় আজও যানবাহনের লম্বা লাইন, বাড়তি দুর্ভোগ

মইন মৃধা, গোয়ালন্দঃ ফরিদপুরের আটরশির ওরস মঙ্গলবার ভোরে আখেরী মোনাজাত শেষ করে শত শত গাড়ি ফিরতে শুরু করেছে। একই সাথে প্রতিদিনের নিয়মিত গাড়ি তো রয়েছে। এসব কারণে আজ বুধবারও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া প্রান্তে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় ৫ কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ সিরিয়াল অব্যহত রয়েছে।

এছাড়া দৌলতদিয়া ঘাটের চাপ কমাতে ফেরি ঘাট থেকে প্রায় ১৪ কিলোমিটার পিছনে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় আটকে রয়েছে ঢাকামূখী আরো কয়েকশ পণ্যবাহী গাড়ি। দৌলতদিয়া এবং গোয়ালন্দ মোড় দীর্ঘ সময় নদী পারের অপেক্ষায় থেকে ভোগান্তি পোহাচ্ছেন যানবাহন চালক ও যাত্রীরা। যানবাহনগুলো ফেরির নাগাল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়, দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট (৩নম্বর ঘাট) থেকে মহাসড়কের প্রায় ৫ কিলোমিটার লম্বা গোয়ালন্দ ফায়ার সার্ভিস ষ্টেশন পর্যন্ত যাত্রবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন রয়েছে। এছাড়া ফেরি ঘাট থেকে প্রায় ১৪ কিলোমিটার পিছনে রাজবাড়ী সদর উপজেলার আহ্লাদিপুর রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চালিক মহাসড়কের গোয়ালন্দ মোড়ে আরো প্রায় ৪ কিলোমিটার সড়কে পণ্যবাহী ট্রাকের লম্বা সিরিয়াল তৈরি হয়েছে। ঢাকামুখী এসব গাড়ি দৌলতদিয়া ঘাট দিয়ে নদী পাড়ি দিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে। দৌলতদিয়া ঘাটের চাপ কমলেই পর্যায়ক্রমে এসব গাড়ি ঘাটের দিকে ছাড়া হচ্ছে।

খুলনা থেকে আসা সেবা গ্রীণ লাইন নামকি একটির বাস চালক শাহ্ ফরিদ বুধবার সকালে দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় আটকে থাকা অবস্থায় জানান, মঙ্গলবার রাত ২টার দিকে দৌলতদিয়া প্রান্তে এসে আটকা পড়েছি। এখনও ফেরিঘাট প্রায় ১ কিলোমিটার দূরে। দীর্ঘ সময় নদী পারের অপেক্ষায় থেকে যাত্রীরা হাঁপিয়ে উঠেছেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) শিহাব উদ্দিন বলেন, প্রতিদিনের নিয়মিত গাড়ির সাথে ফরিদপুরের আটরশির বিশ্ব জাকের মঞ্জিলের ওরস ফেরত কয়েকশ যানবাহন একযোগে ঘাটের দিকে আসায় দীর্ঘ সিরিয়াল তৈরি হয়েছে। তবে বুধবার রাতের মধ্যে এ চাপ কমে যাবে বলে জানান তিনি। বর্তমানে এ নৌপথে ছোট-বড় মিলিয়ে ১৯টি ফেরি চলাচল করছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়ায় আজও যানবাহনের লম্বা লাইন, বাড়তি দুর্ভোগ

পোস্ট হয়েছেঃ ০৩:৪০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২

মইন মৃধা, গোয়ালন্দঃ ফরিদপুরের আটরশির ওরস মঙ্গলবার ভোরে আখেরী মোনাজাত শেষ করে শত শত গাড়ি ফিরতে শুরু করেছে। একই সাথে প্রতিদিনের নিয়মিত গাড়ি তো রয়েছে। এসব কারণে আজ বুধবারও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া প্রান্তে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় ৫ কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ সিরিয়াল অব্যহত রয়েছে।

এছাড়া দৌলতদিয়া ঘাটের চাপ কমাতে ফেরি ঘাট থেকে প্রায় ১৪ কিলোমিটার পিছনে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় আটকে রয়েছে ঢাকামূখী আরো কয়েকশ পণ্যবাহী গাড়ি। দৌলতদিয়া এবং গোয়ালন্দ মোড় দীর্ঘ সময় নদী পারের অপেক্ষায় থেকে ভোগান্তি পোহাচ্ছেন যানবাহন চালক ও যাত্রীরা। যানবাহনগুলো ফেরির নাগাল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়, দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট (৩নম্বর ঘাট) থেকে মহাসড়কের প্রায় ৫ কিলোমিটার লম্বা গোয়ালন্দ ফায়ার সার্ভিস ষ্টেশন পর্যন্ত যাত্রবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন রয়েছে। এছাড়া ফেরি ঘাট থেকে প্রায় ১৪ কিলোমিটার পিছনে রাজবাড়ী সদর উপজেলার আহ্লাদিপুর রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চালিক মহাসড়কের গোয়ালন্দ মোড়ে আরো প্রায় ৪ কিলোমিটার সড়কে পণ্যবাহী ট্রাকের লম্বা সিরিয়াল তৈরি হয়েছে। ঢাকামুখী এসব গাড়ি দৌলতদিয়া ঘাট দিয়ে নদী পাড়ি দিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে। দৌলতদিয়া ঘাটের চাপ কমলেই পর্যায়ক্রমে এসব গাড়ি ঘাটের দিকে ছাড়া হচ্ছে।

খুলনা থেকে আসা সেবা গ্রীণ লাইন নামকি একটির বাস চালক শাহ্ ফরিদ বুধবার সকালে দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় আটকে থাকা অবস্থায় জানান, মঙ্গলবার রাত ২টার দিকে দৌলতদিয়া প্রান্তে এসে আটকা পড়েছি। এখনও ফেরিঘাট প্রায় ১ কিলোমিটার দূরে। দীর্ঘ সময় নদী পারের অপেক্ষায় থেকে যাত্রীরা হাঁপিয়ে উঠেছেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) শিহাব উদ্দিন বলেন, প্রতিদিনের নিয়মিত গাড়ির সাথে ফরিদপুরের আটরশির বিশ্ব জাকের মঞ্জিলের ওরস ফেরত কয়েকশ যানবাহন একযোগে ঘাটের দিকে আসায় দীর্ঘ সিরিয়াল তৈরি হয়েছে। তবে বুধবার রাতের মধ্যে এ চাপ কমে যাবে বলে জানান তিনি। বর্তমানে এ নৌপথে ছোট-বড় মিলিয়ে ১৯টি ফেরি চলাচল করছে।