Rajbarimail.com
ঢাকা, রবিবার , ২২ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. শিক্ষা
  8. আলোচিত খবর

রাজবাড়ীর বসন্তপুরে মসজিদের ইমামকে কুপিয়ে জখম

রাজবাড়ী মেইল ডেস্ক
২১ এপ্রিল ২০২৪, ৯:৫১ অপরাহ্ণ

Link Copied!

ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা সদরের বসন্তপুর ইউনিয়নের রাজাপুরে মসজিদের ইমামকে কুপিয়ে জখম করেছে স্থানীয় রাকিব মোল্লা নামে এক যুবক। গত শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের রাজাপুর পূর্বপাড়া জামে মসজিদের ইমাম ইমরান হোসেন’কে কুপিয়ে জখম করা হয়।

ইমরান সাতক্ষিরা জেলার তালা উপজেলার দক্ষিন লতা গ্রামের আবু বক্কার মোল্লার ছেলে। হামলাকারী রাকিব মোল্লা বসন্তপুর ইউনিয়নের রাজাপুর পূর্বপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে। রাকিব জঙ্গী সংগঠনের সাথে জড়িত বলে জানান স্থানীয়রা।এ ঘটনায় জেলা ইমাম কমিটি, উপজেলা ও ইউনিয়ন ইমাম কমিটি ঘটনার তীব্র নিন্দা জানান। সেই সাথে দূর্বৃত্ত রাকিবকে গ্রেপ্তার করে আইনের আওতার আনার অনুরোধ জানান।

শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে স্থানীয় রাজিব মোল্লার বাড়ীর সামনে বাগান থেকে মসজিদের ইমাম ইমরান হোসেন, মুন্না নামের এক ছেলেকে দুটি গোলাপ ফুল আনতে পাঠান। ছেলেটি ফুল আনার সময় রাকিব ওই ছেলের কাছ থেকে ফুল কেড়ে নেয়। এ সময় ইমাম ইমরান হোসেন ওই ছেলে সহ ফুল আাগানের কাছে গিয়ে রাকিবকে জিজ্ঞাসা করতে গেলে রাকিব উত্তেজিত হয়ে ঘর থেকে দৌড়ে গিয়ে ধারালো ” দা ” এনে ইমাম’কে এলোপাথারী কোপ দেয়।এতে ইমামে’র মাথার বাম পাশে কানের উপরে ও নিচে মারাত্বক জখম হয়। এ সময় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। এতে রোগীর অবস্থা আশঙ্কা জনক হলে তাকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়।বর্তমানে রোগীর অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী স্থানীয় নুরুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থলের রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম। ইমাম সাহেব রাজিব মোল্লার বাড়ীর বাগানের কাছে ছিলেন। এসময় রাকিব দৌরে গিয়ে ঘর থেকে দা এনে ইমামকে কোপ দেয়। তখন ইমাম সাহেব সজোরে চিৎকার করে। ইমামকে আমরা এলাকাবাসি মিলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।

হামলার স্বীকার ইমরান হোসেনের ভাই মাওলানা আমিরুল ইসলাম বলেন, আমি পূর্বে বসন্তপুরের এই মসজিদে ইমাম ছিলাম। সে সময় রাকিব নামে দূর্বৃত্ত আমাকে জঙ্গী সংগঠনের বিভিন্ন বিষয়ে বলতো। আমাকে তার সাথে জঙ্গী সংগঠনে কাজ করার জন্য বার বার অনুরোধ করতো। আমি এতে কখনো রাজি হইনি। এরপর আমি চলে যাবার পর আমার ছোট ভাই এখানে ইমামতি শুরু করে।বর্তমানে আমার ছোট ভাইকেও জঙ্গী দলের সাথে যুক্ত হতে বলে। এতে আমার ভাই রাজি না হওয়ায় আজ আমার ভাইকে কুপিয়ে জখম করেছে।মূলত আমার ভাইয়ের প্রতি ক্ষোভের বশবতী হয়ে তাকে মেরে ফেলার উদ্দেশ্যে  কুপিয়ে জখম করে।আমি এর সুষ্ঠু তদন্ত বিচারের দাবী জানাই। সদর থানায় মামলা করতে গেলে আমাদের মামলা গ্রহন করেনি। এতে আমরা আদালতে মামলা করার প্রস্তুতি নিয়েছি।

সদর উপজেলা ইমাম কমিটির সাধারন সম্পাদক হাফেজ মাওলানা মো. নাজমুল হক বলেন, আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।আমরা সুষ্ঠু বিচারের দাবী সহ ঘটনার সাথে জড়িত দূর্বৃত্ত রাকিবকে গ্রেপ্তার করতে আইন শৃঙ্খলা বাহিনীকে জোর দাবী জানাই।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতোখারুল আলম প্রধান জানান, বসন্তপুরে মসজিদের ইমামকে কুপিয়ে জখমের ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যাবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের বিজয় দিবস পালন

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

গোয়ালন্দে মাদক বিরোধী ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল

রাজবাড়ীতে গাঁজাসহ ‍যুবক গ্রেপ্তার

ফরিদপুরে হাজেরা বিবি পৌষ মেলা ১৭ ডিসেম্বর থেকে শুরু

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শেখ হাসিনার পরিবার দূর্নীতিগ্রস্থ, কোনদিন ক্ষমতায় আসতে পারবে নাঃ আসাদুজ্জামান রিপন

ফরিদপুরে বিআরডিবি কর্মচারী ইউনিয়নের কর্মী সমাবেশ

ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য শস্যক্রয় কেন্দ্র খোলা হবে -রাজবাড়ীতে শহীদুল ইসলাম

স্কুলের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ দুস্হ্য মানুষকে খাবার খাওয়ালো শিক্ষার্থীরা

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনডিপির প্রতিনিধি