০৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

মাহেন্দ্র উল্টে প্রাণ গেল মুদি দোকানীর

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ এলাকার মসজিদের ইমাম সাহেবের বিয়ের বৌভাত অনুষ্ঠান শেষে শুক্রবার বিকেলে বাড়ি ফিরতে গিয়ে পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কে মাহেন্দ্র উল্টে খাদে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান বিল্লাল হোসেন মোল্লা (৪৮) নামের মুদি দোকানী। তিনি গোয়ালন্দ পৌরসভার দেওয়ান পাড়ার মুন্তাজ মোল্লার ছেলে। এতে মাহেন্দ্রে থাকা চালকসহ অন্তত ৭জন আহত হন।

প্রত্যক্ষদর্শী এলাকার কয়েকজন জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দের মোকবুলের দোকান নামক এলাকায় যাত্রীবাহি মাহেন্দ্র পৌছলে বিপরিত দিক থেকে একটি দ্রুতগতির মোটরসাইকেলকে সাইড দিয়ে যায়। মহাসড়কের ডানে মাহেন্দ্রটি উল্টে সড়কের পাশে থাকা গর্তে পড়ে গেলে মাহেন্দ্রের একটি রড বিল্লাল মোল্লার মাথায় ভেদ করে প্রচুর রক্তক্ষরণ হয়। গুরুতর জখম অবস্থায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এছাড়া মাহেন্দ্রের অন্যান্য যাত্রীরা কমবেশি আহত হন।

নিহত বিল্লাল মোল্লার আপন চাচাতো বড় ভাই, বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন মোল্লা জানান, বাড়ির কাছে মুদি দোকানের ব্যবসা করেন। এলাকার গোয়ালন্দ বাসষ্ট্যান্ড জামে মসজিদের ইমাম আবু তায়েবের বৌভাত অনুষ্ঠান তার গ্রামের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার নিমতলায় যায়। সেখানে বিল্লালসহ পরিবারের সবাই দাওয়াত খেয়ে যার যার মতো বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করি। বিল্লাল মাহেন্দ্র যোগে গোয়ালন্দের ফিরছিল। পথিমধ্যে তারা দুর্ঘটনার শিকার হন। বিয়ের দাওয়াত খেয়ে তার আর বাড়ি ফেরা হলো না।

গোয়ালন্দ মোড় আহ্লাদিপুর হাইওয়ে থানার এস.আই মো. আলাউদ্দিন বলেন, মাহেন্দ্রটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

মাহেন্দ্র উল্টে প্রাণ গেল মুদি দোকানীর

পোস্ট হয়েছেঃ ০৫:৩১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ এলাকার মসজিদের ইমাম সাহেবের বিয়ের বৌভাত অনুষ্ঠান শেষে শুক্রবার বিকেলে বাড়ি ফিরতে গিয়ে পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কে মাহেন্দ্র উল্টে খাদে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান বিল্লাল হোসেন মোল্লা (৪৮) নামের মুদি দোকানী। তিনি গোয়ালন্দ পৌরসভার দেওয়ান পাড়ার মুন্তাজ মোল্লার ছেলে। এতে মাহেন্দ্রে থাকা চালকসহ অন্তত ৭জন আহত হন।

প্রত্যক্ষদর্শী এলাকার কয়েকজন জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দের মোকবুলের দোকান নামক এলাকায় যাত্রীবাহি মাহেন্দ্র পৌছলে বিপরিত দিক থেকে একটি দ্রুতগতির মোটরসাইকেলকে সাইড দিয়ে যায়। মহাসড়কের ডানে মাহেন্দ্রটি উল্টে সড়কের পাশে থাকা গর্তে পড়ে গেলে মাহেন্দ্রের একটি রড বিল্লাল মোল্লার মাথায় ভেদ করে প্রচুর রক্তক্ষরণ হয়। গুরুতর জখম অবস্থায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এছাড়া মাহেন্দ্রের অন্যান্য যাত্রীরা কমবেশি আহত হন।

নিহত বিল্লাল মোল্লার আপন চাচাতো বড় ভাই, বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন মোল্লা জানান, বাড়ির কাছে মুদি দোকানের ব্যবসা করেন। এলাকার গোয়ালন্দ বাসষ্ট্যান্ড জামে মসজিদের ইমাম আবু তায়েবের বৌভাত অনুষ্ঠান তার গ্রামের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার নিমতলায় যায়। সেখানে বিল্লালসহ পরিবারের সবাই দাওয়াত খেয়ে যার যার মতো বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করি। বিল্লাল মাহেন্দ্র যোগে গোয়ালন্দের ফিরছিল। পথিমধ্যে তারা দুর্ঘটনার শিকার হন। বিয়ের দাওয়াত খেয়ে তার আর বাড়ি ফেরা হলো না।

গোয়ালন্দ মোড় আহ্লাদিপুর হাইওয়ে থানার এস.আই মো. আলাউদ্দিন বলেন, মাহেন্দ্রটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।