০৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গণি মন্ডলের খুনিদের দ্রুত গ্রেপ্তার না করলে দৌলতদিয়ায় ঘাট অচলের হুশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল গণি মন্ডল (৬০) দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধের ১৩ ঘন্টা পর বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। শুক্রবার বেলা পৌনে এগারটায় তাঁর জানাযা অনুষ্ঠিত হয়। দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার না করলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া ঘাট অচলের হুশিয়ারি করেন আ.লীগ নেতৃবৃন্দ।

৪নম্বর ওয়ার্ড সদস্য গণি মন্ডলের বাড়ির কাছে স্থানীয় হ্যালিপ্যাড চত্বরে জানাযা অনুষ্ঠিত হয়। এসময় দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রশিদ টিটো, হারুন অর রশীদ, মরহুমের বড় ছেলে আলম মন্ডল প্রমূখ।

বক্তারা আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষন করে গণি মন্ডলের খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বলেন, শান্ত গোয়ালন্দ আজ অশান্ত হয়েছে। দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা না হলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারন করবে। দ্রুত গ্রেপ্তার না করলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার দৌলতদিয়া ঘাট বন্ধ করে দেওয়া হবে। জানাযা নামাজে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর সহ কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।

গত বুধবার (৩১ আগষ্ট) এশার নামাজের পর দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে পাশের গ্রামের প্রবীন ব্যক্তি হাকিম মন্ডলের জানাযায় অংশ গ্রহণ করেন গণি মন্ডল। জানাযা শেষে ইউনিয়ন পরিষদের বিপরিতে ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ম সোবানের চায়ের দোকানে বসে আড্ডা দেন। রাত পৌনে দশটার দিকে ভাগ্নে ইমনকে নিয়ে মাত্র ৫০ গজ দূর নিজ বাড়ি যাচ্ছিলেন। প্রতিবেশী মোক্তার মোল্লার বাড়ির কাঁচা রাস্তায় পৌছানো মাত্র বাঁশ ঝোপে লুকিয়ে থাকা এক দুর্বৃত্ত তাঁকে গুলি ছুড়ে। তাঁর পেটের বাম পাশে গুলি পেটের ভিতর প্রবেশ করে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে মহাসড়কে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা আরেকজন গুলি ছোড়া দুর্বৃত্তকে নিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গোয়ালন্দ পরে ফরিদপুর নিয়ে যায়। রাতেই সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে পরদিন বৃহস্পতিবার ভোরে অস্ত্রপচার করে গুলি বের করলেও জ্ঞান ফিরে আসেনি। বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

এদিকে গণি মন্ডলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকার বিক্ষুদ্ধ লোকজন বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে দুইটা পর্যন্ত প্রায় ত্রিশ মিনিট ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে কয়েকশ মানুষ অবরোধ করলে যানবহান চলাচল বন্ধ হয়ে যানজট তৈরী হয়। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, গণি মন্ডলের পেট থেকে বের করা গুলি দেখে ধারণা ভারতীয় পিস্তল দিয়ে গুলি করা হয়। পরিবার থেকে এখন পর্যন্ত থানায় অভিযোগ দেওয়া হয়নি। পুলিশ দুর্বৃত্তদের ধরতে গুরুত্বপূর্ণ স্থানে চেকপোট বসানোসহ অভিযান চালাচ্ছে। আশা করি শীঘ্রই অপরাধীদের ধরতে সক্ষম হবো।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গণি মন্ডলের খুনিদের দ্রুত গ্রেপ্তার না করলে দৌলতদিয়ায় ঘাট অচলের হুশিয়ারি

পোস্ট হয়েছেঃ ১১:০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল গণি মন্ডল (৬০) দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধের ১৩ ঘন্টা পর বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। শুক্রবার বেলা পৌনে এগারটায় তাঁর জানাযা অনুষ্ঠিত হয়। দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার না করলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া ঘাট অচলের হুশিয়ারি করেন আ.লীগ নেতৃবৃন্দ।

৪নম্বর ওয়ার্ড সদস্য গণি মন্ডলের বাড়ির কাছে স্থানীয় হ্যালিপ্যাড চত্বরে জানাযা অনুষ্ঠিত হয়। এসময় দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রশিদ টিটো, হারুন অর রশীদ, মরহুমের বড় ছেলে আলম মন্ডল প্রমূখ।

বক্তারা আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষন করে গণি মন্ডলের খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বলেন, শান্ত গোয়ালন্দ আজ অশান্ত হয়েছে। দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা না হলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারন করবে। দ্রুত গ্রেপ্তার না করলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার দৌলতদিয়া ঘাট বন্ধ করে দেওয়া হবে। জানাযা নামাজে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর সহ কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।

গত বুধবার (৩১ আগষ্ট) এশার নামাজের পর দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে পাশের গ্রামের প্রবীন ব্যক্তি হাকিম মন্ডলের জানাযায় অংশ গ্রহণ করেন গণি মন্ডল। জানাযা শেষে ইউনিয়ন পরিষদের বিপরিতে ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ম সোবানের চায়ের দোকানে বসে আড্ডা দেন। রাত পৌনে দশটার দিকে ভাগ্নে ইমনকে নিয়ে মাত্র ৫০ গজ দূর নিজ বাড়ি যাচ্ছিলেন। প্রতিবেশী মোক্তার মোল্লার বাড়ির কাঁচা রাস্তায় পৌছানো মাত্র বাঁশ ঝোপে লুকিয়ে থাকা এক দুর্বৃত্ত তাঁকে গুলি ছুড়ে। তাঁর পেটের বাম পাশে গুলি পেটের ভিতর প্রবেশ করে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে মহাসড়কে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা আরেকজন গুলি ছোড়া দুর্বৃত্তকে নিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গোয়ালন্দ পরে ফরিদপুর নিয়ে যায়। রাতেই সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে পরদিন বৃহস্পতিবার ভোরে অস্ত্রপচার করে গুলি বের করলেও জ্ঞান ফিরে আসেনি। বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

এদিকে গণি মন্ডলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকার বিক্ষুদ্ধ লোকজন বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে দুইটা পর্যন্ত প্রায় ত্রিশ মিনিট ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে কয়েকশ মানুষ অবরোধ করলে যানবহান চলাচল বন্ধ হয়ে যানজট তৈরী হয়। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, গণি মন্ডলের পেট থেকে বের করা গুলি দেখে ধারণা ভারতীয় পিস্তল দিয়ে গুলি করা হয়। পরিবার থেকে এখন পর্যন্ত থানায় অভিযোগ দেওয়া হয়নি। পুলিশ দুর্বৃত্তদের ধরতে গুরুত্বপূর্ণ স্থানে চেকপোট বসানোসহ অভিযান চালাচ্ছে। আশা করি শীঘ্রই অপরাধীদের ধরতে সক্ষম হবো।