Rajbarimail.com
ঢাকা, রবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

প্রতিদিন টাকা না দিলে নির্যাতন করতো শ্রমিকদের, শাওন মন্ডলের গ্রেপ্তারের দাবী

রাজবাড়ী মেইল ডেস্ক
২৪ আগস্ট ২০২৪, ৫:১৫ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট দিয়ে প্রতিদিন শত শত যানবাহন ও নানা শ্রেনী পেশার হাজারো যাত্রী পারাপার হয়। শাসক দলের ছত্র ছায়ায় ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসার মতো নানা অপরাধ সংঘটিত হয়।

অভিযোগ রয়েছে, দৌলতদিয়া ঘাট এলাকার বাসিন্দা আইয়ুব মন্ডলের ছেলে শাওন মন্ডল (২৭) গড়ে তুলেন বাহিনী। লঞ্চঘাট সড়কে যাত্রী পরিবহনে অপেক্ষামান রিক্সা চালকদের জিম্মি করে প্রতিদিন আদায় করতো টাকা। দিতে রাজি না হলে নির্যাতনের শিকার হতো। নির্যাতনের শিকার অনেকে ঘাট ছেড়েছেন। ৫ আগষ্ট পটপরির্তনের পর সবাই সোচ্চার হতে শুরু করেছে।

বৃহস্পতিবার (২২ আগষ্ট) দুপুরে শাওন মন্ডলের গ্রেপ্তারসহ বিচারের দাবীতে দৌলতদিয়া ঘাটে জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়। রিক্সাচালকসহ গোয়ালন্দ উপজেলা ও দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ছিলেন। ঘাট এলাকায় চাঁদাবাজি বন্ধের পাশাপাশি শাওন মন্ডলসহ গংগদের গ্রেপ্তারের দাবী জানান।

দৌলতদিয়া ঘাট শ্রমিক দল সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান-নূর ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ আলম, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহন মন্ডল, সাধারণ সম্পাদক আইয়ুব আলী খান, উপজেলা শ্রমিক দলের সভাপতি সরোয়ার মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কালাম, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোক্তার মাহমুদ প্রমূখ।

ঘাট শ্রমিক ফিরোজ শেখ বলেন, লঞ্চঘাট সড়কে যাত্রীদের জন্য অপেক্ষায় থাকা রিক্সাচালকদের প্রতিদিন দেড় হাজার টাকা দিতে হতো শাওনকে। একদিন না দিলে নির্যাতন করতো। ৫ আগষ্ট সরকার পদত্যাগের পর ১৮ আগষ্ট তার ভাই মিরাজ শেখ লঞ্চঘাটে গেলে শাওন তাকে বেধম মারধর করে। বর্তমানে সে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

স্থানীয় শাহাদত মেম্বার পাড়ার চান মিয়া নামের রিক্সাচালক দুই মাস পর বৃহস্পতিবার ঘাটে আসেন। তিনি বলেন, প্রভাবশালী বাবা আইয়ুব মন্ডল, চাচা গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল মন্ডলের প্রভাব খাটিয়ে শাওন রিক্সাচালকদের মারধর করে টাকা নিতো। মারধর করে একদিন সাড়ে ৪ হাজার, একদিন ১ হাজার, আরেকদিন ৮৫০ টাকা এবং মোবাইল ফোন ও রিক্সার চাবি নিয়ে যায়। এরপর থেকে আর ঘাটে আসতামনা।

জলিল সরদার পাড়ার কুরবান মোল্যা বলেন, টাকা দিতে অস্বীকার করায় আমাকে কয়েকদিন মারধর করে রিক্সা বন্ধ করে তাড়িয়ে দেয়। ৫ আগষ্ট সরকার পরিবর্তনের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবার রিক্সা নিয়ে ঘাটে আসছি। কুমার নামের একজন শাওনের বডিগার্ড প্রতিদিন টাকা তুলতো।

বিএনপি নেতা সুলতান-নূর ইসলাম মুন্নু বলেন, শাওন মন্ডলের চাচা উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরু মন্ডল তার বাহিনী দিয়ে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহন মন্ডলের একমাত্র ছেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র রিপনকে খুন করে। সে হত্যার বিচার পায়নি। ওই পরিবারের সন্তান শাওনের ভয়ে কেউ কথা বলতে সাহস পায়না। তাকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবী জানাচ্ছি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 

সুদানে সন্ত্রাসী হামলায় নিহত সৈনিক রাজবাড়ীর শামীম রেজার বাড়িতে শোকের মাতম

রাজবাড়ীতে জোরপূর্বক স্কুল শিক্ষকের গাছ কেটে নেওয়ার অভিযোগ, বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকি

নাব্যতা দূর করতে ড্রেজিং; দৌলতদিয়ার ৭ নম্বর ফেরি ঘাট বন্ধ, পারাপার ব্যাহত

ওসমান হাদির ওপর গুলি বর্ষনের প্রতিবাদে রাজবাড়ীতে এনসিপি, বৈষম্যবিরোধী ও গণ অধিকার পরিষদের বিক্ষোভ

রাজবাড়ীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তরুণ কৃষি উদ্যোক্তার মৃত্যু 

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত