০৬:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

যাত্রীবাহি লঞ্চের সাথে তেলবাহী কার্গোর সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেল শতাধিক যাত্রী

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ শনিবার দৌলতদিয়া ফেরি ঘাটের কাছে পাটুরিয়া থেকে আসা যাত্রী বোঝাই লঞ্চের সাথে চট্র্রগ্রাম থেকে আসা পাবনার নটাখোলাগামী ফার্নিস তেলবাহি কার্গোর সাথে সংঘর্ষ লাগে। লঞ্চ থেকে অর্ধ শতাধিক নদীতে লাফ দিয়ে প্রাণে রক্ষা পায়। আহত হন কয়েক যাত্রী। এ সময় লঞ্চটিতে দুই শতাধিক যাত্রী ছিল।

খবর পেয়ে বিআইডব্লিউটিএ ও নৌপুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম তেলবাহি কার্গোটি জব্দ করেছে। কার্গোটির নাম ‘ওটি সাংহাই-৪’ এবং ক্ষতিগ্রস্ত লঞ্চটির নাম ‘এম.ভি ফ্লাইংবার্ড-২’। তেলবাহি কার্গো ও লঞ্চটি দৌলতদিয়া এক নম্বর ফেরি ঘাটের কাছে রাখা হয়েছে। লঞ্চটি সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে। লঞ্চটি মাষ্টারের পরিবর্তে সুকানি চালাচ্ছিলেন ও কার্গোটির কোম্পানীর আরেক কার্গোর চালক চালাচ্ছিলেন। কার্গোটি চট্রগ্রাম থেকে পাবনার নটাখোলা বিদ্যুৎ কেন্দ্রের ফার্নিস তেল নিয়ে যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর পৌনে ১২টার দিকে পাটুরিয়া থেকে যাত্রী বোঝাই লঞ্চ দৌলতদিয়ায় যাচ্ছিল। ১২টার দিকে দৌলতদিয়ার ৬নম্বর ফেরি ঘাটের সামনে পৌছলে ঘাটের উজান বাহির চর থেকে আসা তেলবাহি দুটি কার্গো নটাখোলা যাচ্ছিল। কার্গোর সাথে ধাক্কা লাগতে পারে ভেবে গতি কমিয়ে দিলেও নিয়ন্ত্রণ করতে না পারায় সংঘর্ষ লাগে। এতে অন্তত অর্ধশতাধিক যাত্রী পানিতে পড়ে, অনেকে ভয়ে লাফ দেয়। পাশ দিয়ে যাওয়ার সময় ফেরি কেরামত আলী স্থানীয়দের সহযোগিতায় যাত্রীরা উপরে ওঠে।

লঞ্চের যাত্রী সেনা সদস্য হারুন অর রশিদ বলেন, ছুটি কাটিয়ে টাঙ্গাইল থেকে তিনি বরিশাল ক্যান্টনমেন্ট যাচ্ছিলেন। তাদের লঞ্চটি দৌলতদিয়া ফেরি ঘাটের কাছে পৌছলে পাশ দিয়ে একই কোম্পানীর তেলবাহি দুটি কার্গো আসতে থাকে। কার্গো দুটি কাছাকাছি দেখে লঞ্চের চালক দিক হারিয়ে ফেলেন। একবার গতি কমিয়ে দেন, আবার বাড়ান। এমন অবস্থার মধ্যে লঞ্চের মাঝ বরাবর এসে আঘাত করে কার্গোটি।

লঞ্চের চালক সুকানি আবুল হোসেন বলেন, দুটি কার্গো একত্রে পাল্লা দিয়ে যাচ্ছিল। আমাদের লঞ্চটি কার্গোর কাছাকাছি পৌছলে ধারণা করছিলাম সামনে দিয়ে আগেই পার হয়ে যাব। কিন্তু দুটি কার্গোর পাল্লার কারনে কি হতে যাচ্ছে বুঝতে পারিনি। পরে মুহুর্তের মধ্যে লঞ্চের মাঝ বরাবর এসে আঘাত করে।

তেলবাহি কার্গোর চালক সিরাজুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার চট্রগ্রাম থেকে ফার্নিস তেল নিয়ে পাবনার নটাখোলার উদ্দেশ্যে রওয়ানা করে শুক্রবার সন্ধ্যায় দৌলতদিয়া পৌছি। রাত শেষ করে আজ শনিবার দুপুরে রওয়ানা করি। স্বাভাবিক গতিতে চালালেও লঞ্চটি অতিরিক্ত যাত্রী বহন করে দ্রুতগতিতে পার হওয়ার চেষ্টাকালে দুর্ঘটনাটি ঘটে। তবে কার্গোর গতি অনেক কম থাকায় বড় কোন দুর্ঘটনা ঘটেনি। কার্গো দ্রুতগতি সম্পন্ন হলে বড় কোন দুর্ঘটনার আশঙ্কা ছিল।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের পরিবহন পরিদর্শক মোফাজ্জল হোসেন বলেন, ইউএনও কার্গোটি জব্দ করেছেন। বিস্তারিত খোঁজ নিয়ে মূল অপরাধীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

যাত্রীবাহি লঞ্চের সাথে তেলবাহী কার্গোর সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেল শতাধিক যাত্রী

পোস্ট হয়েছেঃ ০৬:৩৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ শনিবার দৌলতদিয়া ফেরি ঘাটের কাছে পাটুরিয়া থেকে আসা যাত্রী বোঝাই লঞ্চের সাথে চট্র্রগ্রাম থেকে আসা পাবনার নটাখোলাগামী ফার্নিস তেলবাহি কার্গোর সাথে সংঘর্ষ লাগে। লঞ্চ থেকে অর্ধ শতাধিক নদীতে লাফ দিয়ে প্রাণে রক্ষা পায়। আহত হন কয়েক যাত্রী। এ সময় লঞ্চটিতে দুই শতাধিক যাত্রী ছিল।

খবর পেয়ে বিআইডব্লিউটিএ ও নৌপুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম তেলবাহি কার্গোটি জব্দ করেছে। কার্গোটির নাম ‘ওটি সাংহাই-৪’ এবং ক্ষতিগ্রস্ত লঞ্চটির নাম ‘এম.ভি ফ্লাইংবার্ড-২’। তেলবাহি কার্গো ও লঞ্চটি দৌলতদিয়া এক নম্বর ফেরি ঘাটের কাছে রাখা হয়েছে। লঞ্চটি সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে। লঞ্চটি মাষ্টারের পরিবর্তে সুকানি চালাচ্ছিলেন ও কার্গোটির কোম্পানীর আরেক কার্গোর চালক চালাচ্ছিলেন। কার্গোটি চট্রগ্রাম থেকে পাবনার নটাখোলা বিদ্যুৎ কেন্দ্রের ফার্নিস তেল নিয়ে যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর পৌনে ১২টার দিকে পাটুরিয়া থেকে যাত্রী বোঝাই লঞ্চ দৌলতদিয়ায় যাচ্ছিল। ১২টার দিকে দৌলতদিয়ার ৬নম্বর ফেরি ঘাটের সামনে পৌছলে ঘাটের উজান বাহির চর থেকে আসা তেলবাহি দুটি কার্গো নটাখোলা যাচ্ছিল। কার্গোর সাথে ধাক্কা লাগতে পারে ভেবে গতি কমিয়ে দিলেও নিয়ন্ত্রণ করতে না পারায় সংঘর্ষ লাগে। এতে অন্তত অর্ধশতাধিক যাত্রী পানিতে পড়ে, অনেকে ভয়ে লাফ দেয়। পাশ দিয়ে যাওয়ার সময় ফেরি কেরামত আলী স্থানীয়দের সহযোগিতায় যাত্রীরা উপরে ওঠে।

লঞ্চের যাত্রী সেনা সদস্য হারুন অর রশিদ বলেন, ছুটি কাটিয়ে টাঙ্গাইল থেকে তিনি বরিশাল ক্যান্টনমেন্ট যাচ্ছিলেন। তাদের লঞ্চটি দৌলতদিয়া ফেরি ঘাটের কাছে পৌছলে পাশ দিয়ে একই কোম্পানীর তেলবাহি দুটি কার্গো আসতে থাকে। কার্গো দুটি কাছাকাছি দেখে লঞ্চের চালক দিক হারিয়ে ফেলেন। একবার গতি কমিয়ে দেন, আবার বাড়ান। এমন অবস্থার মধ্যে লঞ্চের মাঝ বরাবর এসে আঘাত করে কার্গোটি।

লঞ্চের চালক সুকানি আবুল হোসেন বলেন, দুটি কার্গো একত্রে পাল্লা দিয়ে যাচ্ছিল। আমাদের লঞ্চটি কার্গোর কাছাকাছি পৌছলে ধারণা করছিলাম সামনে দিয়ে আগেই পার হয়ে যাব। কিন্তু দুটি কার্গোর পাল্লার কারনে কি হতে যাচ্ছে বুঝতে পারিনি। পরে মুহুর্তের মধ্যে লঞ্চের মাঝ বরাবর এসে আঘাত করে।

তেলবাহি কার্গোর চালক সিরাজুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার চট্রগ্রাম থেকে ফার্নিস তেল নিয়ে পাবনার নটাখোলার উদ্দেশ্যে রওয়ানা করে শুক্রবার সন্ধ্যায় দৌলতদিয়া পৌছি। রাত শেষ করে আজ শনিবার দুপুরে রওয়ানা করি। স্বাভাবিক গতিতে চালালেও লঞ্চটি অতিরিক্ত যাত্রী বহন করে দ্রুতগতিতে পার হওয়ার চেষ্টাকালে দুর্ঘটনাটি ঘটে। তবে কার্গোর গতি অনেক কম থাকায় বড় কোন দুর্ঘটনা ঘটেনি। কার্গো দ্রুতগতি সম্পন্ন হলে বড় কোন দুর্ঘটনার আশঙ্কা ছিল।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের পরিবহন পরিদর্শক মোফাজ্জল হোসেন বলেন, ইউএনও কার্গোটি জব্দ করেছেন। বিস্তারিত খোঁজ নিয়ে মূল অপরাধীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।