মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১১:৫০ অপরাহ্ন

রাজবাড়ীতে ১৯ দফা দাবিতে নার্সদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Reporter Name / ১১৩ Time View
Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১১:৫০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে ১৯ দফা দাবি আদায়ের লক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী রাজবাড়ী নার্সিং ও মিডওয়াইফ এর শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা নন ডিপ্লোমাদের হাসপাতালে ইন্টার্নি বা ক্লিনিক্যাল প্রাকটিসের অনুমতি দেয়া যাবে না, এনটিসি, আব্দুল্লাহ ও আইডিয়াল এর শিক্ষার্থীদের সাথে বৈষম্য করা যাবে না, সিনিয়র স্টাফরা শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করতে পারবে না, রাত্রিকালীন ডিউটিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এএনসি, ভ্যাকসিন কর্নার ও হাসপাতাল থেকে সকল দুর্নীতি দুর করাসহ ১৯ দফা দাবি জানান। মানববন্ধন শেষে হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নান এর নিকট স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, শিক্ষার্থীদের দাবি যুক্তিসংগত, এরমধ্যে তাদের কিছু দাবি সংশোধন করা হয়েছে। বাকি দাবিগুলোর বিষয়ে পরবর্তী মিটিংয়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.