Rajbarimail.com
ঢাকা, রবিবার , ২২ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি

গোয়ালন্দ উপজেলা ও পৌর শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

রাজবাড়ী মেইল ডেস্ক
৩০ জুন ২০২১, ১১:৪৫ পূর্বাহ্ণ

Link Copied!

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ও পৌর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি দুই বছর পর ঘোষণা করা হয়েছে। সোমবার (২৮ জুন) রাতে জেলা ছাত্রলীগ সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয় এবং সজল কুমার সাহাকে সাংগঠনিক সম্পাদক করে আগামী এক বছরের জন্য ৯০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দেওয়া হয়।

এর আগে গত ২১ জুন জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব এবং সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম এরশাদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এক বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি মো. রাতুল আহমেদ, সাধারণ সম্পাদক আকাশ সাহা এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে কামরুজ্জামান সুমনের নাম ঘোষণা করা হয়।

এদিকে গোয়ালন্দ উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটির অনুমোদন বাকি থাকায় ২৮ জুন গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. তুহিন দেওয়ান এবং সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয় স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ১ বছরের জন্য দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মো. সুমন মোল্লার নাম ঘোষনা করা হয়।

ছাত্রলীগ নেতৃবৃন্দ জানান, ২০১৯ সালের ১৮ জুন জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ স্বাক্ষরিত দলীয় প্যাডে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গোয়ালন্দ উপজেলা, পৌর এবং সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়। ওই সময় উপজেলা, পৌর এবং কলেজ শাখা কমিটিতে যাদেরকে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছিল তাদেরকে রেখেই পূর্ণাঙ্গ কজমিটি ঘোষণা করা হয়েছে।

গোয়ালন্দ পৌর শাখার সভাপতি মো. রাতুল আহমেদ এবং সাধারণ সম্পাদক আকাশ কুমার সাহার নাম ঘোষণা করা হয়। গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ শাখার সভাপতি মো. বাবু মন্ডল, সাধারণ সম্পাদক মো. জালাল হোসাইন এবং সাংগঠনিক সম্পাদক মো. মৃদুল হোসেনের নাম ঘোষণা করা হয়।

উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয় জানান, ২০১৯ সালের ১৮ জুন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গোয়ালন্দ উপজেলা, পৌর এবং কলেজ শাখার আংশিক কমিটি এক বছরের জন্য ঘোষণা করা হয়। মাঝে কিছু জটিলতার কারনে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন পেতে দেরি হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তুহিন দেওয়ান বলেন, সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগসহ ৪টি ইউনিয়নের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সবকটি ইউনিয়ন কমিটি অনুমোদনের পর উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে।

রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব জানান, যারা দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতি করেছেন তাদের মূল্যায়ন করা হয়েছে। দেশরত্ম শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জেলা ছাত্রলীগসহ সকল ইউনিট একত্রে কাজ করবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের বিজয় দিবস পালন

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

গোয়ালন্দে মাদক বিরোধী ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল

রাজবাড়ীতে গাঁজাসহ ‍যুবক গ্রেপ্তার

ফরিদপুরে হাজেরা বিবি পৌষ মেলা ১৭ ডিসেম্বর থেকে শুরু

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শেখ হাসিনার পরিবার দূর্নীতিগ্রস্থ, কোনদিন ক্ষমতায় আসতে পারবে নাঃ আসাদুজ্জামান রিপন

ফরিদপুরে বিআরডিবি কর্মচারী ইউনিয়নের কর্মী সমাবেশ

ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য শস্যক্রয় কেন্দ্র খোলা হবে -রাজবাড়ীতে শহীদুল ইসলাম

স্কুলের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ দুস্হ্য মানুষকে খাবার খাওয়ালো শিক্ষার্থীরা

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনডিপির প্রতিনিধি