০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়ার পদ্মায় জেলেদের জালে ৩৪ কেজি ওজনের বাঘাড়

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর দৌলতদিয়া ফেরি ঘাটের উজানে জেলেদের জালে এবার প্রায় ৩৪ কেজি ওজনের একটি বিশাল বাঘাড় মাছ আটকা পড়েছে। মাছটি শুক্রবার সকালে দৌলতদিয়া ঘাট মাছ বাজারে নিলামে বিক্রি হয়। স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা ১২০০ টাকা কেজি দরে মাছটি বিক্রির জন্য কিনেছেন।

দৌলতদিয়া ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, প্রতিদিনের মতো শুক্রবার ভোরে দৌলতদিয়া ঘাট টার্মিনাল সংলগ্ন মাছ বাজারে যান। স্থানীয় দেলোয়ার সরদার নামের আড়তদারের ঘরে বিশাল বাঘাড় মাছটি নিলামে তোলার জন্য দেখতে পান। নিলামে অংশ নিলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১২০০ টাকা কেজি দরে মাছটি কিনেন। মাছটি ওজন দিয়ে দেখতে পান ৩৪ কেজি ২০০ গ্রাম হয়েছে। সে হিসেবে মাছটির দাম আসে প্রায় ৪০ হাজার ৮০০ টাকা।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নদীতে মাছ শিকার করতে আসেন জেলে সাদ্দাম সরদার রাত শেষে শুক্রবার ভোররাতে দৌলতদিয়া ফেরি ঘাটের উজানের দিকে ফাশন জাল ফেলে অপেক্ষা করেন। জাল নৌকায় ওঠানোর এক পর্যায়ে বড় একটি ঝাকি দেয়। জাল টেনে নৌকায় তোলার পর দেখতে পান বিশাল আকারের এক বাঘাড় মাছ আটকা পড়েছে।

মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা জেলে সাদ্দাম সরদারের বরাত দিয়ে বলেন, নদীতে মাছ না পাওয়ায় হতাশ হন। নদীতে জাল ও নৌকা নামাতে তাদের বেশকিছু টাকা ঋনগ্রস্থ হতে হয়েছে। ঋনের টাকা পরিশোধ করার পাশাপাশি সংসার চালাতে হয় এই আয় দিয়ে। শুক্রবার ভোরে ভাগ্যে জোটে বিশাল আকারের বাঘাইড় মাছ। মাছটি তিনি ১২০০ টাকা কেজি দরে ৪০ হাজার ৮০০ টাকায় কিনে নেন। মাছটি দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাটের পন্টুনের সাথে বেধে রেখেছেন। কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা করে বেশি পেলেই বিক্রি করে দিবেন। এ জন্য তিনি বিভিন্ন পরিচিত জনদের সাথে মুঠোফোনে যোগাযোগও করে যাচ্ছেন।

গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, পদ্মা নদীতে এ বছর মাঝেমধ্যে অনেক বড় বড় সুস্বাদু মাছ ধরা পড়ছে। এসব মাছের প্রজনন ক্ষমতা বাড়াতে মৎস্য সংরক্ষনের জন্য আলাদা অভয়াশ্রম গড়ে তোলা দরকার। যদি সেটা করা যেত তাহলে এ ধরনের বড় বড় দেশীয় পদ্মার সুস্বাদু মাছের কোন অভাব হতো না।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়ার পদ্মায় জেলেদের জালে ৩৪ কেজি ওজনের বাঘাড়

পোস্ট হয়েছেঃ ১১:৪৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর দৌলতদিয়া ফেরি ঘাটের উজানে জেলেদের জালে এবার প্রায় ৩৪ কেজি ওজনের একটি বিশাল বাঘাড় মাছ আটকা পড়েছে। মাছটি শুক্রবার সকালে দৌলতদিয়া ঘাট মাছ বাজারে নিলামে বিক্রি হয়। স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা ১২০০ টাকা কেজি দরে মাছটি বিক্রির জন্য কিনেছেন।

দৌলতদিয়া ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, প্রতিদিনের মতো শুক্রবার ভোরে দৌলতদিয়া ঘাট টার্মিনাল সংলগ্ন মাছ বাজারে যান। স্থানীয় দেলোয়ার সরদার নামের আড়তদারের ঘরে বিশাল বাঘাড় মাছটি নিলামে তোলার জন্য দেখতে পান। নিলামে অংশ নিলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১২০০ টাকা কেজি দরে মাছটি কিনেন। মাছটি ওজন দিয়ে দেখতে পান ৩৪ কেজি ২০০ গ্রাম হয়েছে। সে হিসেবে মাছটির দাম আসে প্রায় ৪০ হাজার ৮০০ টাকা।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নদীতে মাছ শিকার করতে আসেন জেলে সাদ্দাম সরদার রাত শেষে শুক্রবার ভোররাতে দৌলতদিয়া ফেরি ঘাটের উজানের দিকে ফাশন জাল ফেলে অপেক্ষা করেন। জাল নৌকায় ওঠানোর এক পর্যায়ে বড় একটি ঝাকি দেয়। জাল টেনে নৌকায় তোলার পর দেখতে পান বিশাল আকারের এক বাঘাড় মাছ আটকা পড়েছে।

মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা জেলে সাদ্দাম সরদারের বরাত দিয়ে বলেন, নদীতে মাছ না পাওয়ায় হতাশ হন। নদীতে জাল ও নৌকা নামাতে তাদের বেশকিছু টাকা ঋনগ্রস্থ হতে হয়েছে। ঋনের টাকা পরিশোধ করার পাশাপাশি সংসার চালাতে হয় এই আয় দিয়ে। শুক্রবার ভোরে ভাগ্যে জোটে বিশাল আকারের বাঘাইড় মাছ। মাছটি তিনি ১২০০ টাকা কেজি দরে ৪০ হাজার ৮০০ টাকায় কিনে নেন। মাছটি দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাটের পন্টুনের সাথে বেধে রেখেছেন। কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা করে বেশি পেলেই বিক্রি করে দিবেন। এ জন্য তিনি বিভিন্ন পরিচিত জনদের সাথে মুঠোফোনে যোগাযোগও করে যাচ্ছেন।

গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, পদ্মা নদীতে এ বছর মাঝেমধ্যে অনেক বড় বড় সুস্বাদু মাছ ধরা পড়ছে। এসব মাছের প্রজনন ক্ষমতা বাড়াতে মৎস্য সংরক্ষনের জন্য আলাদা অভয়াশ্রম গড়ে তোলা দরকার। যদি সেটা করা যেত তাহলে এ ধরনের বড় বড় দেশীয় পদ্মার সুস্বাদু মাছের কোন অভাব হতো না।