০৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

মুঠোফোনে পরিচয়, অতপর চাকরীর প্রলোভন দেখিয়ে দৌলতদিয়া যৌনপল্লিতে, গ্রেপ্তার ১

ষ্টাফ রিপোর্টারঃ মেহেরপুরের দরিদ্র ঘরের এক তরুনীর মুঠোফোনে অজ্ঞাত নাম্বার থেকে পরিচয়ের পর সখ্যতা গড়ে ওঠে। পারিবারিক অস্বচ্ছলতার সুযোগে এক পর্যায়ে ভালো বেতনে চাকরী দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবক নিয়ে আসে রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লিতে। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ যৌনপল্লি থেকে তরুনীকে (৩০) উদ্ধার করে। একই সাথে অভিযুক্ত প্রতারককেও গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত যুবকের নাম হাসান মন্ডল (৩৫)। সে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডল পাড়ার আব্দুল আব্দুল লতিফ মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে বুধবার (১৯ আগষ্ট) গোয়ালন্দ ঘাট থানায় ওই তরুনী মানব পাচার আইনে মামলা দায়ের করলে পুলিশ ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রাজবাড়ীর আদালতে পাঠিয়ে দেয়।

থানায় দায়ের হওয়া মামলা, পুলিশ ও উদ্ধার হওয়া তরুনীর ভাষ্যমতে, প্রায় এক মাস আগে মেহেরপুর সদর উপজেলার দরিদ্র ঘরের ওই তরুনীর মুঠোফোনে অজ্ঞাত নাম্বার থেকে ফোন আসে। ফোনে কয়েকদিন কথা বলার পর অজ্ঞাত ওই ব্যক্তির নাম হাসান মন্ডল জানতে পারেন। এক পর্যায়ে উভয়ের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। পারিবারিক দারিদ্রতার সুযোগে তরুনীকে ভালো বেতনে ঢাকায় চাকরী দেওয়ার কথা জানায়। সম্প্রতি তরুনীর বাবার মুঠোফোনে হাসান মন্ডল ফোন করে তরুনীকে ঢাকায় চাকরী দেয়ার কথা বলেন। তাতে রাজি হলে গত ১৭ আগষ্ট ঢাকার পথে রওয়ানা হয়ে দৌলতদিয়া ঘাট পর্যন্ত আসতে বলে। হাসান তাকে দৌলতদিয়া ঘাট থেকে এগিয়ে নিয়ে যাবে। কথামতো তরুনী ওই দিন রওয়ানা হয়ে দুপুরের পর দৌলতদিয়ায় পৌছলে হাসান তাকে ঘাট এলাকা দিয়ে বেড়াতে থাকে। রাত ১০ টার দিকে তরুনীকে যৌনপল্লির একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে একটি কক্ষে তাকে আটকে রেখে বাইরে থেকে কিছু অপরিচিত লোকজন ওই বাড়িতে প্রবেশ করতে দেখে। তাদের কথাবার্তা ও বহিরাগত লোকজনের আনাগোনায় বুঝতে পারেন এটা যৌনপল্লি। পরদিন গত মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে তার কক্ষে অপরিচিত লোকজন প্রবেশ করার চেষ্টা করলে সে চিৎকার চেচোমেচি করতে থাকে। এক পর্যায়ে স্থানীয় লোকজন বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ এসে উদ্ধার করে। একই সাথে বাড়িওয়ালা হাসান মন্ডলকে আটক করে। তবে এসময় বাড়িওয়ালী নূপুর ওরফে আয়েশা সুযোগ বুঝে পালিয়ে যায়।

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল্লাহ আল-তায়াবীর বলেন, এ ঘটনায় উদ্ধার হওয়া তরুনী বাদী হয়ে গ্রেপ্তারকৃত হাসান মন্ডল ও বাড়িওয়ালী নুপুর ওরফে আয়েশার বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা (নং-১১) দায়ের করেছেন। হাসানকে ওই মামলায় রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

মুঠোফোনে পরিচয়, অতপর চাকরীর প্রলোভন দেখিয়ে দৌলতদিয়া যৌনপল্লিতে, গ্রেপ্তার ১

পোস্ট হয়েছেঃ ০৭:২৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ মেহেরপুরের দরিদ্র ঘরের এক তরুনীর মুঠোফোনে অজ্ঞাত নাম্বার থেকে পরিচয়ের পর সখ্যতা গড়ে ওঠে। পারিবারিক অস্বচ্ছলতার সুযোগে এক পর্যায়ে ভালো বেতনে চাকরী দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবক নিয়ে আসে রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লিতে। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ যৌনপল্লি থেকে তরুনীকে (৩০) উদ্ধার করে। একই সাথে অভিযুক্ত প্রতারককেও গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত যুবকের নাম হাসান মন্ডল (৩৫)। সে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডল পাড়ার আব্দুল আব্দুল লতিফ মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে বুধবার (১৯ আগষ্ট) গোয়ালন্দ ঘাট থানায় ওই তরুনী মানব পাচার আইনে মামলা দায়ের করলে পুলিশ ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রাজবাড়ীর আদালতে পাঠিয়ে দেয়।

থানায় দায়ের হওয়া মামলা, পুলিশ ও উদ্ধার হওয়া তরুনীর ভাষ্যমতে, প্রায় এক মাস আগে মেহেরপুর সদর উপজেলার দরিদ্র ঘরের ওই তরুনীর মুঠোফোনে অজ্ঞাত নাম্বার থেকে ফোন আসে। ফোনে কয়েকদিন কথা বলার পর অজ্ঞাত ওই ব্যক্তির নাম হাসান মন্ডল জানতে পারেন। এক পর্যায়ে উভয়ের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। পারিবারিক দারিদ্রতার সুযোগে তরুনীকে ভালো বেতনে ঢাকায় চাকরী দেওয়ার কথা জানায়। সম্প্রতি তরুনীর বাবার মুঠোফোনে হাসান মন্ডল ফোন করে তরুনীকে ঢাকায় চাকরী দেয়ার কথা বলেন। তাতে রাজি হলে গত ১৭ আগষ্ট ঢাকার পথে রওয়ানা হয়ে দৌলতদিয়া ঘাট পর্যন্ত আসতে বলে। হাসান তাকে দৌলতদিয়া ঘাট থেকে এগিয়ে নিয়ে যাবে। কথামতো তরুনী ওই দিন রওয়ানা হয়ে দুপুরের পর দৌলতদিয়ায় পৌছলে হাসান তাকে ঘাট এলাকা দিয়ে বেড়াতে থাকে। রাত ১০ টার দিকে তরুনীকে যৌনপল্লির একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে একটি কক্ষে তাকে আটকে রেখে বাইরে থেকে কিছু অপরিচিত লোকজন ওই বাড়িতে প্রবেশ করতে দেখে। তাদের কথাবার্তা ও বহিরাগত লোকজনের আনাগোনায় বুঝতে পারেন এটা যৌনপল্লি। পরদিন গত মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে তার কক্ষে অপরিচিত লোকজন প্রবেশ করার চেষ্টা করলে সে চিৎকার চেচোমেচি করতে থাকে। এক পর্যায়ে স্থানীয় লোকজন বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ এসে উদ্ধার করে। একই সাথে বাড়িওয়ালা হাসান মন্ডলকে আটক করে। তবে এসময় বাড়িওয়ালী নূপুর ওরফে আয়েশা সুযোগ বুঝে পালিয়ে যায়।

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল্লাহ আল-তায়াবীর বলেন, এ ঘটনায় উদ্ধার হওয়া তরুনী বাদী হয়ে গ্রেপ্তারকৃত হাসান মন্ডল ও বাড়িওয়ালী নুপুর ওরফে আয়েশার বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা (নং-১১) দায়ের করেছেন। হাসানকে ওই মামলায় রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।