০৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

জামিনে মুক্তি পেলেন পৌরসভার কাউন্সিলর, বিএনপি নেতা নিজাম সেখ

ষ্টাফ রিপোর্টারঃ রাষ্ট্রীয় কাজে বাধাদানের মামলায় প্রায় এক মাস পর উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হলেন রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা বিএনপি নেতা নিজাম উদ্দিন শেখ। ২০১৮ সালে পুলিশ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রীয় কাজে বাধাদানের মামলায করেন। ওই মামলায় প্রায় দুই বছর পর গত ২৪ আগষ্ট রাজবাড়ীর দুই নম্বর আমলী আদালতে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করলে আদালতের বিচারক আবু হাসান খায়রুল্লাহ জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
নিজাম উদ্দিন শেখ গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী জেলা বিএনপি আহবায়ক কমিটির অন্যতম সদস্য। তিনি গোয়ালন্দ পৌরসভার ১নং ওয়ার্ডের তিন তিন বারের নির্বাচিত কাউন্সিলর।
জানা যায়, ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর পুলিশ বাদী হয়ে গোলন্দ ঘাট থানায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৪৭ জন নেতাকর্মীকে আসামি করে দন্ডবিধি একটি গায়েবি মামলা দায়ের করে। এই মামলায় তৎকালীন সময়ে নিজাম উদ্দিন শেখ উচ্চ আদালত থেকে জামিন পান। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর তিনি নিম্ন আদালতে জামিনের জন্য আবেদন করেন কিন্তু আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। নিম্ন আদালতে আবারো জামিনের জন্য আবেদন করলে তা নামঞ্জুর করা হয় এবং পরবর্তীতে থেকে ছয় মাসের জামিন পান। দীর্ঘ এক মাস পর বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় কারাগার থেকে জামিনে মুক্ত হন।
জামিনে মুক্তি পেয়ে দলীয় নেতা-কর্মী তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট লিয়াকত হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল সহ জেলা বিএনপি নেতৃবৃন্দ এবং গোয়ালন্দ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় আবেগ আপ্লুত হয়ে পড়েন নিজাম উদ্দিন শেখ এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

জামিনে মুক্তি পেলেন পৌরসভার কাউন্সিলর, বিএনপি নেতা নিজাম সেখ

পোস্ট হয়েছেঃ ০৮:৩৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০
ষ্টাফ রিপোর্টারঃ রাষ্ট্রীয় কাজে বাধাদানের মামলায় প্রায় এক মাস পর উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হলেন রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা বিএনপি নেতা নিজাম উদ্দিন শেখ। ২০১৮ সালে পুলিশ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রীয় কাজে বাধাদানের মামলায করেন। ওই মামলায় প্রায় দুই বছর পর গত ২৪ আগষ্ট রাজবাড়ীর দুই নম্বর আমলী আদালতে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করলে আদালতের বিচারক আবু হাসান খায়রুল্লাহ জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
নিজাম উদ্দিন শেখ গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী জেলা বিএনপি আহবায়ক কমিটির অন্যতম সদস্য। তিনি গোয়ালন্দ পৌরসভার ১নং ওয়ার্ডের তিন তিন বারের নির্বাচিত কাউন্সিলর।
জানা যায়, ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর পুলিশ বাদী হয়ে গোলন্দ ঘাট থানায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৪৭ জন নেতাকর্মীকে আসামি করে দন্ডবিধি একটি গায়েবি মামলা দায়ের করে। এই মামলায় তৎকালীন সময়ে নিজাম উদ্দিন শেখ উচ্চ আদালত থেকে জামিন পান। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর তিনি নিম্ন আদালতে জামিনের জন্য আবেদন করেন কিন্তু আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। নিম্ন আদালতে আবারো জামিনের জন্য আবেদন করলে তা নামঞ্জুর করা হয় এবং পরবর্তীতে থেকে ছয় মাসের জামিন পান। দীর্ঘ এক মাস পর বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় কারাগার থেকে জামিনে মুক্ত হন।
জামিনে মুক্তি পেয়ে দলীয় নেতা-কর্মী তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট লিয়াকত হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল সহ জেলা বিএনপি নেতৃবৃন্দ এবং গোয়ালন্দ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় আবেগ আপ্লুত হয়ে পড়েন নিজাম উদ্দিন শেখ এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।