০৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ঘরমুখো মানুষ কারো দ্বারা হয়রানি হলে তার ঈদ হবে জেলখানায় -পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দৌলতদিয়া ঘাট দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লক্ষ লক্ষ মানুষের নির্বিঘ্নে ঘরে ফেরার জন্য আমরা সর্বোচ্চ শ্রম ও আন্তরিকতার সাথে কাজ করছি। এর ওপর আমাদের জেলার সুনাম জড়িত। ঈদে এখানে থাকবেনা কোন ধরনের দালাল, মলমপার্টি, টানাপার্টি বা ছিনতাইকারী।

কোন যাত্রীকে কেউ হয়রানি করলে বা কারো কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিলে তার ঈদ হবে জেল খানায়। সে যেই হোক, যত বড় মানুষই হোক। আমরা যাত্রীদের সেবার জন্য কয়েকস্তরে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছি। বুধবার (২৭ এপ্রিল) বিকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট টার্মিনালে আয়োজিত সচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এসব কথা বলেন।

“মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সচেতনতামূলক সভার সভাপতিত্ব করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার। সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহনেওয়াজ রাজু, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল প্রমুখ।

পরে নদী পারের অপেক্ষায় থাকা যানবাহন চালকদের মাঝে গোয়ালন্দ ঘাট থানার আয়োজনে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান সহ পুলিশের উর্দ্বোতন কর্মকর্তারা ইফতার বিতরণ সামগ্রী করেন। প্রায় ১ হাজার ২০০ জন পরিবহন শ্রমিক, চালক, সহকারী ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী প্রদান করা হয়।

ইফতার সামগ্রী বিতরণ শেষে পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামান বলেন, ঈদে ঘরমুখো মানুষ যাতে নিবিঘ্নে পারাপার হয়ে বাড়ী ফিরতে পারে তার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। এ জন্য ঘাট এলাকায় আমাদের পর্যাপ্ত পুলিশ প্রশাসনের সদস্য মোতায়েন থাকবে। এমনকি সাদা পোশাকধারী সদস্যরাও চারিদিকে সজাগ দৃষ্টিতে থাকবে।

তিনি বলেন, বৃহস্পতিবার থেকে দৌলতদিয়া ঘাটে পারের অপেক্ষায় কোন যানবাহনের সারি দেখতে চাই না। যে কোন চক্র বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তাকে আইনের আওতায় এন শাস্তির ব্যবস্থা করা হবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

ঘরমুখো মানুষ কারো দ্বারা হয়রানি হলে তার ঈদ হবে জেলখানায় -পুলিশ সুপার

পোস্ট হয়েছেঃ ১১:০৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দৌলতদিয়া ঘাট দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লক্ষ লক্ষ মানুষের নির্বিঘ্নে ঘরে ফেরার জন্য আমরা সর্বোচ্চ শ্রম ও আন্তরিকতার সাথে কাজ করছি। এর ওপর আমাদের জেলার সুনাম জড়িত। ঈদে এখানে থাকবেনা কোন ধরনের দালাল, মলমপার্টি, টানাপার্টি বা ছিনতাইকারী।

কোন যাত্রীকে কেউ হয়রানি করলে বা কারো কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিলে তার ঈদ হবে জেল খানায়। সে যেই হোক, যত বড় মানুষই হোক। আমরা যাত্রীদের সেবার জন্য কয়েকস্তরে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছি। বুধবার (২৭ এপ্রিল) বিকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট টার্মিনালে আয়োজিত সচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এসব কথা বলেন।

“মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সচেতনতামূলক সভার সভাপতিত্ব করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার। সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহনেওয়াজ রাজু, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল প্রমুখ।

পরে নদী পারের অপেক্ষায় থাকা যানবাহন চালকদের মাঝে গোয়ালন্দ ঘাট থানার আয়োজনে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান সহ পুলিশের উর্দ্বোতন কর্মকর্তারা ইফতার বিতরণ সামগ্রী করেন। প্রায় ১ হাজার ২০০ জন পরিবহন শ্রমিক, চালক, সহকারী ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী প্রদান করা হয়।

ইফতার সামগ্রী বিতরণ শেষে পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামান বলেন, ঈদে ঘরমুখো মানুষ যাতে নিবিঘ্নে পারাপার হয়ে বাড়ী ফিরতে পারে তার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। এ জন্য ঘাট এলাকায় আমাদের পর্যাপ্ত পুলিশ প্রশাসনের সদস্য মোতায়েন থাকবে। এমনকি সাদা পোশাকধারী সদস্যরাও চারিদিকে সজাগ দৃষ্টিতে থাকবে।

তিনি বলেন, বৃহস্পতিবার থেকে দৌলতদিয়া ঘাটে পারের অপেক্ষায় কোন যানবাহনের সারি দেখতে চাই না। যে কোন চক্র বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তাকে আইনের আওতায় এন শাস্তির ব্যবস্থা করা হবে।