০৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীতে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সীতানাথ শীল (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার বিকালে রাজবাড়ী সদর উপজেলার লক্ষীকোল হরিসভা এলাকার নিজ বাড়িতে করোনাভাইরাসের উপসর্গ জ্বর, কাশি, স্বাসকষ্ট নিয়েই তার মৃত্যু হয়। সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম ।

রাজবাড়ী লক্ষীকোল হরিসভা গ্রামের মৃত সীতানাথ শীলের প্রতিবেশী জয়দেব কর্মকার সাংবাদিকদের বলেন, গত এক সপ্তাহ ধরে শীতানাথ শীল ঠান্ডাজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। এমন অবস্থার মধ্যে তিনি রোববার বিকেলে হঠাৎ করে তার নিজ বাড়ীতেই মৃত্যু বরণ করেন। স্থানীয় লোকজনের পাশাপাশি স্বাস্থ্য বিভাগ বলছে, মারা যাওয়া ব্যক্তি করোনা ভাইরাসের সব ধরনের উপসর্গ তার ভিতর ছিল।

সংবাদের সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম রাজবাড়ীমেইলকে বলেন, করোনা ভাইরাসের সবগুলিই উপসর্গ তার মধ্যে পাওয়া যায়। এ কারণে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সীতানাথ শীলের রক্তের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে বলে তিনি জানান।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

পোস্ট হয়েছেঃ ০৬:৩৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীতে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সীতানাথ শীল (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার বিকালে রাজবাড়ী সদর উপজেলার লক্ষীকোল হরিসভা এলাকার নিজ বাড়িতে করোনাভাইরাসের উপসর্গ জ্বর, কাশি, স্বাসকষ্ট নিয়েই তার মৃত্যু হয়। সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম ।

রাজবাড়ী লক্ষীকোল হরিসভা গ্রামের মৃত সীতানাথ শীলের প্রতিবেশী জয়দেব কর্মকার সাংবাদিকদের বলেন, গত এক সপ্তাহ ধরে শীতানাথ শীল ঠান্ডাজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। এমন অবস্থার মধ্যে তিনি রোববার বিকেলে হঠাৎ করে তার নিজ বাড়ীতেই মৃত্যু বরণ করেন। স্থানীয় লোকজনের পাশাপাশি স্বাস্থ্য বিভাগ বলছে, মারা যাওয়া ব্যক্তি করোনা ভাইরাসের সব ধরনের উপসর্গ তার ভিতর ছিল।

সংবাদের সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম রাজবাড়ীমেইলকে বলেন, করোনা ভাইরাসের সবগুলিই উপসর্গ তার মধ্যে পাওয়া যায়। এ কারণে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সীতানাথ শীলের রক্তের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে বলে তিনি জানান।