০৮:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পাংশায় পেঁয়াজ খেত থেকে কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, পাংশাঃ রাজবাড়ীর পাংশা উপজেলায় পেঁয়াজখেত থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার মৌরাট ইউনিয়নের মহিষভাঙ্গা গ্রাম থেকে আজ শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।

ওই কিশোরের নাম রাব্বী মণ্ডল (১৬)। সে মহিষভাঙ্গা গ্রামের বাসিন্দা ও আনসার সদস্য আক্তার হোসেন মণ্ডলের ছেলে। রাব্বী আখরজানী উচ্চবিদ্যালয়ের

থানা ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় কৃষকেরা মাঠে কাজ করতে যাওয়ার সময় শুক্রবার সকালে রাব্বী মণ্ডলের লাশ পেঁয়াজের একটি খেতে পড়ে থাকতে দেখেন। এ সময় রাব্বীর পরনে শীতের পোশাক ছিল। পায়ে স্যান্ডেলও ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল কাদের মোল্লা বলেন, সকাল সাড়ে সাতটার দিকে রাব্বীদের বাড়ির পাশের একটি পেঁয়াজখেতে স্থানীয় লোকজন লাশটি দেখতে পান। তবে প্রাথমিকভাবে রাব্বীর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।

সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন সাহা বলেন, প্রাথমিকভাবে এটা হত্যা না আত্মহত্যা, সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। রাব্বীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

পাংশায় পেঁয়াজ খেত থেকে কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ

পোস্ট হয়েছেঃ ০৬:৫০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক, পাংশাঃ রাজবাড়ীর পাংশা উপজেলায় পেঁয়াজখেত থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার মৌরাট ইউনিয়নের মহিষভাঙ্গা গ্রাম থেকে আজ শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।

ওই কিশোরের নাম রাব্বী মণ্ডল (১৬)। সে মহিষভাঙ্গা গ্রামের বাসিন্দা ও আনসার সদস্য আক্তার হোসেন মণ্ডলের ছেলে। রাব্বী আখরজানী উচ্চবিদ্যালয়ের

থানা ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় কৃষকেরা মাঠে কাজ করতে যাওয়ার সময় শুক্রবার সকালে রাব্বী মণ্ডলের লাশ পেঁয়াজের একটি খেতে পড়ে থাকতে দেখেন। এ সময় রাব্বীর পরনে শীতের পোশাক ছিল। পায়ে স্যান্ডেলও ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল কাদের মোল্লা বলেন, সকাল সাড়ে সাতটার দিকে রাব্বীদের বাড়ির পাশের একটি পেঁয়াজখেতে স্থানীয় লোকজন লাশটি দেখতে পান। তবে প্রাথমিকভাবে রাব্বীর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।

সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন সাহা বলেন, প্রাথমিকভাবে এটা হত্যা না আত্মহত্যা, সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। রাব্বীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।