০৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পাংশায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোক্তার হোসেন, পাংশাঃ রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউপির বহলাডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার বিকেলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী বি.কে.রূপালী সংঘ ফুটবল টুর্নামেন্ট-২০২০ আয়োজন করে। খেলায় মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শ্রীকোল ফুটবল একাদশ পাংশার বি.কে.রূপালী সংঘকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

বি.কে.রূপালী সংঘের সভাপতি, সরিষা ইউপির সাবেক চেয়ারম্যান ও বঙ্গবন্ধু কলেজের উপাধ্যক্ষ আব্দুস সোবাহানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, সরিষা ইউপির সাবেক চেয়ারম্যান, সরিষা বঙ্গবন্ধু কলেজের প্রতিষ্ঠাতা ও রাজবাড়ী জেলা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা আহম্মদ হোসেন।

তিনি বলেন, সরিষা ইউনিয়নকে শিক্ষা, সাংস্কৃতিক কর্মকান্ড ও খেলাধুলায় অনন্য ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে থাকবে না মাদক, থাকবে না সন্ত্রাস। আমরা তরুন প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা আর সৃজনশীল সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত করার সুযোগ সৃষ্টি করতে চাই। কোনো সন্তান যদি মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়ে সে পরিবারের অশান্তির শেষ নেই। তাই সময় থাকতে অভিভাবককে তার পরিবারের প্রতি- সন্তানের প্রতি সুনজর রাখার গুরুত্বারোপ করেন তিনি।

তরুন-যুবসমাজকে খেলার মাঠে থাকার প্রত্যাশা ব্যক্ত করে আহম্মদ হোসেন বলেন, খেলোয়ারদের যখন যা প্রয়োজন তা প্রদান করা হবে। ১৯৭৪ সাল থেকে এই মাঠে শরৎমেলার আয়োজন হতো। লাঠিখেলাসহ বিনোদনমূলক যাত্রা-গানবাজনা হতো। সর্বসাধারণ তা উপভোগ করত। ১৯৬৬ সালে বি.কে.রূপালী সংঘ প্রতিষ্ঠা করা হয়। এ.কে.এম শামসুল্লাহ সভাপতি ছিলেন। এই সংঘের আয়োজনে ফুটবল-ভলিবলের অনেক ভালো প্লেয়ার এখান থেকে প্রতিষ্ঠিত হয়েছে। বি.কে.রূপালী সংঘের অতীত ঐতিহ্য ধরে রাখার আহবান জানান।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ মাস্টার, আনোয়ার হোসেন মুকুল, সিদ্দিকুর রহমান, গোলাম সরোয়ার, আব্দুল আজিজ, মতিয়ার রহমান, আব্দুল আলী মিয়া, বাচ্চু বিশ্বাস, আব্দুল মমিন মোল্লা, বদর উদ্দিন আহমেদ, আব্দুল মান্নান, সাংবাদিক মোক্তার হোসেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

খেলা পরিচালনা করেন বি.কে.রূপালী সংঘের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি। তাকে সহযোগীতা করেন বাবু ও বায়জিদ। ভাষ্যকার ছিলেন বি.কে.রূপালী সংঘের আপ্যায়ন সম্পাদক আবুল কালাম।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

পাংশায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পোস্ট হয়েছেঃ ১১:২৩:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০

মোক্তার হোসেন, পাংশাঃ রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউপির বহলাডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার বিকেলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী বি.কে.রূপালী সংঘ ফুটবল টুর্নামেন্ট-২০২০ আয়োজন করে। খেলায় মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শ্রীকোল ফুটবল একাদশ পাংশার বি.কে.রূপালী সংঘকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

বি.কে.রূপালী সংঘের সভাপতি, সরিষা ইউপির সাবেক চেয়ারম্যান ও বঙ্গবন্ধু কলেজের উপাধ্যক্ষ আব্দুস সোবাহানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, সরিষা ইউপির সাবেক চেয়ারম্যান, সরিষা বঙ্গবন্ধু কলেজের প্রতিষ্ঠাতা ও রাজবাড়ী জেলা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা আহম্মদ হোসেন।

তিনি বলেন, সরিষা ইউনিয়নকে শিক্ষা, সাংস্কৃতিক কর্মকান্ড ও খেলাধুলায় অনন্য ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে থাকবে না মাদক, থাকবে না সন্ত্রাস। আমরা তরুন প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা আর সৃজনশীল সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত করার সুযোগ সৃষ্টি করতে চাই। কোনো সন্তান যদি মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়ে সে পরিবারের অশান্তির শেষ নেই। তাই সময় থাকতে অভিভাবককে তার পরিবারের প্রতি- সন্তানের প্রতি সুনজর রাখার গুরুত্বারোপ করেন তিনি।

তরুন-যুবসমাজকে খেলার মাঠে থাকার প্রত্যাশা ব্যক্ত করে আহম্মদ হোসেন বলেন, খেলোয়ারদের যখন যা প্রয়োজন তা প্রদান করা হবে। ১৯৭৪ সাল থেকে এই মাঠে শরৎমেলার আয়োজন হতো। লাঠিখেলাসহ বিনোদনমূলক যাত্রা-গানবাজনা হতো। সর্বসাধারণ তা উপভোগ করত। ১৯৬৬ সালে বি.কে.রূপালী সংঘ প্রতিষ্ঠা করা হয়। এ.কে.এম শামসুল্লাহ সভাপতি ছিলেন। এই সংঘের আয়োজনে ফুটবল-ভলিবলের অনেক ভালো প্লেয়ার এখান থেকে প্রতিষ্ঠিত হয়েছে। বি.কে.রূপালী সংঘের অতীত ঐতিহ্য ধরে রাখার আহবান জানান।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ মাস্টার, আনোয়ার হোসেন মুকুল, সিদ্দিকুর রহমান, গোলাম সরোয়ার, আব্দুল আজিজ, মতিয়ার রহমান, আব্দুল আলী মিয়া, বাচ্চু বিশ্বাস, আব্দুল মমিন মোল্লা, বদর উদ্দিন আহমেদ, আব্দুল মান্নান, সাংবাদিক মোক্তার হোসেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

খেলা পরিচালনা করেন বি.কে.রূপালী সংঘের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি। তাকে সহযোগীতা করেন বাবু ও বায়জিদ। ভাষ্যকার ছিলেন বি.কে.রূপালী সংঘের আপ্যায়ন সম্পাদক আবুল কালাম।