০৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দ পৌরসভার উদ্যোগে স্থানীয় সরকার দিবস উদযাপন

মইনুল হক, গোয়ালন্দঃ সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ এই স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। সোমবার গোয়ালন্দ পৌরসভার আয়োজনে দিবসটি পালন করা হয় ।

দিবসটি উপলক্ষ্যে বেলা সাড়ে ১১ টার দিকে একটি র‌্যালী পৌরসভা কার্যালয় থেকে বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালী শেষে পৌরসভার সম্মেলন কক্ষে পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. শহিদুল ইসলাম খান।

এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন পৌরসভার প্রকৌশলী মো. ফেরদৌস আলম খান, পৌরসভার প্যানেল মেয়র মো. ফজলুল হক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম সালু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. হিরু মৃধা, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে। আমাদের সবচেয়ে বড় সম্পদ দেশের জনগণ। সরকারের উন্নয়ন কার্যক্রমে জনগণকে আরো সম্পৃক্ত করতে হবে। তাদের দাবি-সমস্যার কথা শুনতে হবে। ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকারকে স্মার্ট ও সেবামুখী করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে আমরা সক্ষম হব।

উল্লেখ্য, জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে পৌরসভার আয়োজনে বিকালে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে এক প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দ পৌরসভার উদ্যোগে স্থানীয় সরকার দিবস উদযাপন

পোস্ট হয়েছেঃ ১০:৪৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩

মইনুল হক, গোয়ালন্দঃ সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ এই স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। সোমবার গোয়ালন্দ পৌরসভার আয়োজনে দিবসটি পালন করা হয় ।

দিবসটি উপলক্ষ্যে বেলা সাড়ে ১১ টার দিকে একটি র‌্যালী পৌরসভা কার্যালয় থেকে বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালী শেষে পৌরসভার সম্মেলন কক্ষে পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. শহিদুল ইসলাম খান।

এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন পৌরসভার প্রকৌশলী মো. ফেরদৌস আলম খান, পৌরসভার প্যানেল মেয়র মো. ফজলুল হক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম সালু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. হিরু মৃধা, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে। আমাদের সবচেয়ে বড় সম্পদ দেশের জনগণ। সরকারের উন্নয়ন কার্যক্রমে জনগণকে আরো সম্পৃক্ত করতে হবে। তাদের দাবি-সমস্যার কথা শুনতে হবে। ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকারকে স্মার্ট ও সেবামুখী করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে আমরা সক্ষম হব।

উল্লেখ্য, জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে পৌরসভার আয়োজনে বিকালে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে এক প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়।