ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের ৪৬ তম শাহাদত বার্ষীকিতে বঙ্গবন্ধুর নব নির্মিত ম্যুরালের মোড়ক উন্মোচন করা হয়। রোববার সকালে রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ প্রাঙ্গনে ম্যুরালের মোড়ক উন্মোচন করা হয়।
এ সময় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দিলিপ কুমার কর, সাবেক সহযোগী অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী রন্টু, ইংরেজি বিভাগের প্রভাষক সুরুজিৎ কুমার রায় সহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
মোড়ক উন্মোচনের পর দোয়া মাহফিল এবং কলেজ ছাত্রীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণে কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।