০৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ব্যক্তিগত গাড়ির চাপায় তরুণ নিহত

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ীতে ব্যক্তিগত গাড়ির চাপায় এক যুবক নিহত হয়েছেন শনিবার (১২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার আহলাদিপুর এলাকার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম সবুজ প্রামাণিক (৩২)। তিনি রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নের ভৌডাঙ্গা গ্রামের রতন প্রামাণিকের ছেলে। সবুজ রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) প্রশিক্ষণার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে সবুজ বাস থেকে নেমে টিটিসির সামনের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ব্যক্তিগত গাড়ি এসে সবুজকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় ঘটনাস্থলে থাকা টিটিসির দুই প্রশিক্ষণার্থী সবুজকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই সবুজ মারা যান।

রাজবাড়ী সদর হাসপাতালের জ্যেষ্ঠ স্টাফ নার্স আবদুল্লাহ আল মামুন বলেন, গুরুতর আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসার পর তাঁর চিকিৎসা করতে না করতেই তাঁর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি মাথা ও পায়ে গুরুতর আঘাত পেয়েছিলেন।

জানতে চাইলে আহলাদিপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জিল্লুর রহমান বলেন, দুর্ঘটনার পর ওই ব্যক্তিগত গাড়িটি পালিয়ে গেছে। ট্রাফিক পুলিশ বিভাগকে বিষয়টি অবহিত করা হয়েছে। গাড়িটি ধরতে পুলিশ কাজ করছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে ব্যক্তিগত গাড়ির চাপায় তরুণ নিহত

পোস্ট হয়েছেঃ ০৫:৫১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ীতে ব্যক্তিগত গাড়ির চাপায় এক যুবক নিহত হয়েছেন শনিবার (১২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার আহলাদিপুর এলাকার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম সবুজ প্রামাণিক (৩২)। তিনি রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নের ভৌডাঙ্গা গ্রামের রতন প্রামাণিকের ছেলে। সবুজ রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) প্রশিক্ষণার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে সবুজ বাস থেকে নেমে টিটিসির সামনের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ব্যক্তিগত গাড়ি এসে সবুজকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় ঘটনাস্থলে থাকা টিটিসির দুই প্রশিক্ষণার্থী সবুজকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই সবুজ মারা যান।

রাজবাড়ী সদর হাসপাতালের জ্যেষ্ঠ স্টাফ নার্স আবদুল্লাহ আল মামুন বলেন, গুরুতর আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসার পর তাঁর চিকিৎসা করতে না করতেই তাঁর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি মাথা ও পায়ে গুরুতর আঘাত পেয়েছিলেন।

জানতে চাইলে আহলাদিপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জিল্লুর রহমান বলেন, দুর্ঘটনার পর ওই ব্যক্তিগত গাড়িটি পালিয়ে গেছে। ট্রাফিক পুলিশ বিভাগকে বিষয়টি অবহিত করা হয়েছে। গাড়িটি ধরতে পুলিশ কাজ করছে।