নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ মানবিক সংগঠন ‘স্বপ্নের রাজবাড়ী’র উদ্দ্যোগে রাজবাড়ীতে ২০০ জন দুস্থ্য ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে শহরের শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
এ সময় মানবিক সংগঠন স্বপ্নের রাজবাড়ীর চেয়ারম্যান রাজবাড়ী জেলা মহিলা যুবলীগ সভানেত্রী কানিজ ফাতেমা চৈতির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মার্জিয়া সুলতানা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রুবায়েদ মো. ফেরদৌস ।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেদায়েত আলী সোহরাব, রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ, স্বপ্নের রাজবাড়ীর সদস্য সম্পা প্রামানিক, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রমূখ।