০৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে পদ্মার এক কাতলা বিক্রি হলো অর্ধলক্ষ টাকায়

শামীম শেখ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে শনিবার বিকেলে প্রায় সাড়ে ২৭ কেজি ওজনের একটি পদ্মা নদীর কাতলা মাছ প্রায় অর্ধলক্ষ টাকায় বিক্রি হয়েছে। মাছটি শনিবার সকালে পদ্মা নদীর দৌলতদিয়া কুশাহাটা এলাকায় জেলে খলিল মন্ডল ওরফে খলিল হালদারের জালে আটকা পড়ে। স্থানীয় এক ব্যবসায়ী মাছটি ৪৫ হাজার টাকায় কিনে ঢাকার এক ব্যবসায়ীর কাছে প্রায় অর্ধলক্ষ টাকায় বিক্রি করেন।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, প্রতিদিনের মতো শনিবার সকালে পদ্মা নদীতে সঙ্গীদের নিয়ে মাছ শিকারের বের হন পাবনা অঞ্চলের জেলে খলিল মন্ডল ওরফে খলিল হালদার। দৌলতদিয়া ফেরি ঘাট থেকে প্রায় ৪ কিলোমিটার উজানে কুশাহাটা এলাকায় জেলে খলিল হালদার জাল ফেলেন। সকাল ১০টার দিকে জাল টেনে নৌকায় তুলতেই দেখতে পান বড় আকারের একটি কাতলা মাছ। জালে বড় একটি কাতলা মাছ পাওয়ার খবর ঘাট এলাকায় ছড়িয়ে পড়ে। ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ জেলেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করতে থাকেন। দরদাম করে কাতলা মাছটি ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে শাহজাহান শেখ কিনে নেন। পরে মাছটি তাঁর ফেরি ঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য ভান্ডারের আড়ত ঘরে জেলে পৌছে দেন। এসময় ওজন দিয়ে দেখেন কাতলটির ওজন প্রায় সাড়ে ২৭ কেজি। সে হিসেবে কাতলাটির দাম আসে ৪৫ হাজার ৩৭৫ টাকা। মাছটি বিভিন্ন পরিচিতদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করতে থাকেন। অবশেষে বেলা ২টার দিকে কুড়িগ্রাম এলাকার এক পরিচিত বড় ব্যবসায়ী ঢাকার নবীনগর এলাকায় থাকেন তার কাছে কেজি প্রতি ১৫০ টাকা করে লাভে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন।

দৌলতদিয়ার ফেরি ঘাট সংলগ্ন শাকিল-সোহান মৎস্য ভান্ডারের সত্বাধিকারী শাহজাহান শেখ বলেন, জেলেদের জালে বিশাল আকারের একটি কাতলা মাছ পাওয়ার খবর পেয়ে তিনি জেলে খলিলের সঙ্গে মুঠোফোনে যোগযোগ করেই কিনে ফেলেন। দুপুরের পর পরই মাছটি কুড়িগ্রামের পরিচিত এক বড় ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। বিকেলের দিকে তার নবীনগরের ব্যবসায়ীক কার্যালয়ে মাছটি পৌছে দেওয়া হয়। মাছটি পৌছে দিয়ে টাকা নিয়ে আসেন। একটি কাতল মাছের দাম অর্ধলক্ষ টাকা হওয়ায় তিনি নিজেও হতবাক হন।

গোয়ালন্দ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু বলেন, পদ্মায় বড় আকৃতির কাতল মাছটি ধরা পড়ার খবর তিনি নিজেও পেয়েছেন। নদীতে বর্তমানে ধীরে ধীরে পানি বৃদ্ধি পাওয়ায় জেলেদের জালে বড় আকৃতির বোয়াল, পাঙ্গাশ, কাতল, বাঘাড়, চিতল সহ নানা প্রজাতির মাছ ধরা পড়ছে। মাছগুলো পেয়ে জেলেরা অনেক খুশি হচ্ছেন। তবে এই বড় মাছগুলোর জন্য অভয়াশ্রম গড়ে তোলা গেলে নদীতে মাছের বংবিস্তার ঘটতো বলে তিনি মনে করছেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে পদ্মার এক কাতলা বিক্রি হলো অর্ধলক্ষ টাকায়

পোস্ট হয়েছেঃ ০৮:৩৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩

শামীম শেখ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে শনিবার বিকেলে প্রায় সাড়ে ২৭ কেজি ওজনের একটি পদ্মা নদীর কাতলা মাছ প্রায় অর্ধলক্ষ টাকায় বিক্রি হয়েছে। মাছটি শনিবার সকালে পদ্মা নদীর দৌলতদিয়া কুশাহাটা এলাকায় জেলে খলিল মন্ডল ওরফে খলিল হালদারের জালে আটকা পড়ে। স্থানীয় এক ব্যবসায়ী মাছটি ৪৫ হাজার টাকায় কিনে ঢাকার এক ব্যবসায়ীর কাছে প্রায় অর্ধলক্ষ টাকায় বিক্রি করেন।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, প্রতিদিনের মতো শনিবার সকালে পদ্মা নদীতে সঙ্গীদের নিয়ে মাছ শিকারের বের হন পাবনা অঞ্চলের জেলে খলিল মন্ডল ওরফে খলিল হালদার। দৌলতদিয়া ফেরি ঘাট থেকে প্রায় ৪ কিলোমিটার উজানে কুশাহাটা এলাকায় জেলে খলিল হালদার জাল ফেলেন। সকাল ১০টার দিকে জাল টেনে নৌকায় তুলতেই দেখতে পান বড় আকারের একটি কাতলা মাছ। জালে বড় একটি কাতলা মাছ পাওয়ার খবর ঘাট এলাকায় ছড়িয়ে পড়ে। ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ জেলেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করতে থাকেন। দরদাম করে কাতলা মাছটি ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে শাহজাহান শেখ কিনে নেন। পরে মাছটি তাঁর ফেরি ঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য ভান্ডারের আড়ত ঘরে জেলে পৌছে দেন। এসময় ওজন দিয়ে দেখেন কাতলটির ওজন প্রায় সাড়ে ২৭ কেজি। সে হিসেবে কাতলাটির দাম আসে ৪৫ হাজার ৩৭৫ টাকা। মাছটি বিভিন্ন পরিচিতদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করতে থাকেন। অবশেষে বেলা ২টার দিকে কুড়িগ্রাম এলাকার এক পরিচিত বড় ব্যবসায়ী ঢাকার নবীনগর এলাকায় থাকেন তার কাছে কেজি প্রতি ১৫০ টাকা করে লাভে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন।

দৌলতদিয়ার ফেরি ঘাট সংলগ্ন শাকিল-সোহান মৎস্য ভান্ডারের সত্বাধিকারী শাহজাহান শেখ বলেন, জেলেদের জালে বিশাল আকারের একটি কাতলা মাছ পাওয়ার খবর পেয়ে তিনি জেলে খলিলের সঙ্গে মুঠোফোনে যোগযোগ করেই কিনে ফেলেন। দুপুরের পর পরই মাছটি কুড়িগ্রামের পরিচিত এক বড় ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। বিকেলের দিকে তার নবীনগরের ব্যবসায়ীক কার্যালয়ে মাছটি পৌছে দেওয়া হয়। মাছটি পৌছে দিয়ে টাকা নিয়ে আসেন। একটি কাতল মাছের দাম অর্ধলক্ষ টাকা হওয়ায় তিনি নিজেও হতবাক হন।

গোয়ালন্দ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু বলেন, পদ্মায় বড় আকৃতির কাতল মাছটি ধরা পড়ার খবর তিনি নিজেও পেয়েছেন। নদীতে বর্তমানে ধীরে ধীরে পানি বৃদ্ধি পাওয়ায় জেলেদের জালে বড় আকৃতির বোয়াল, পাঙ্গাশ, কাতল, বাঘাড়, চিতল সহ নানা প্রজাতির মাছ ধরা পড়ছে। মাছগুলো পেয়ে জেলেরা অনেক খুশি হচ্ছেন। তবে এই বড় মাছগুলোর জন্য অভয়াশ্রম গড়ে তোলা গেলে নদীতে মাছের বংবিস্তার ঘটতো বলে তিনি মনে করছেন।