Rajbarimail.com
ঢাকা, বুধবার , ৮ জানুয়ারী ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ
  6. শিক্ষা
  7. আলোচিত খবর

স্কুলের মধ্যে দুই শিক্ষকের মারামারি, ভয়ে স্কুল পালালো শিক্ষার্থীরা

রাজবাড়ী মেইল ডেস্ক
৩ মার্চ ২০২৩, ১০:১১ অপরাহ্ণ

Link Copied!

মইন মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের রূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আক্কাস আলী মিয়া নামের এক সহকারী শিক্ষককে বিদ্যালয়ের অফিস কক্ষের মধ্যে পিটিয়ে আহত করেছে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মানিক বিশ্বাস। এ সময় ওই শিক্ষার্থীরা ভয়ে আতংকে স্কুল ছেড়ে পালায়।এ ঘটনার পর স্কুলের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

শিক্ষক আক্কাস আলী মিয়া জানান, তিনি প্রতিদিন সকাল ৯টার মধ্যে বিদ্যালয়ে যান। তবে অপর শিক্ষক মানিক বিশ্বাস কোনো দিনও যথা সময়ে স্কুলে আসেন না। বৃহস্পতিবার সাড়ে ৯টার দিকে জনৈক অভিভাবক সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে ফোন দিয়ে জানান বিদ্যালয়ে মাত্র একজন শিক্ষক রয়েছেন। শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লতিফা রহমানের কাছে এ বিষয়ে কৈফিয়ত চান। অন্য শিক্ষকরা বিদ্যালয়ে গিয়ে বিষয়টি জানতে পেরে আক্কাস আলীকে সন্দেহ করে যে তিনিই শিক্ষা অফিসারকে জানিয়েছে। পরে মানিক বিশ্বাস অফিস কক্ষে আক্কাস আলীকে আটকে রেখে মারধর করে।

নিজেকে বাঁচাতে তিনি ৯৯৯-এ কল দেন। এর কিছুক্ষণ পর রাজবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের সামনেই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মানিক বিশ্বাস, মাহমুদুল ইসলাম জুয়েল, আলমগীর মৃধা, শিক্ষক মানিক বিশ্বাসের ছেলে ফাহিম সহ তাদের সঙ্গে আসা লোকজন তাকে বেধরক পিটিয়ে জখম করে। তাকে বাঁচাতে তার স্ত্রী দিনা বেগম, ভ্রাতৃবধূ আছিয়া বেগম ও চাচা বিল্লাল মিয়া এগিয়ে এলে তাদেরকেও মারপিট করা হয়।

এবিষয়ে সহকারী শিক্ষক মানিক বিশ্বাস বলেন, তেমন কোনো ঘটনা ঘটেনি। আক্কাছ আলী বিদ্যালয়ের জমি দখল করতে গেলে বাধা দেওয়ায় তাদের উপর চড়াও হয়। ওই সময় ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে হয়তো আহত হয়েছে। তার ছেলের স্কুলে যাওয়া প্রসঙ্গে বলেন, আমাকে হত্যার হুমকি দিয়েছে শুনে সে (ছেলে) এসেছিল।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লতিফা রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, স্কুলে এলে বিস্তারিত বলা যাবে।

রাজবাড়ী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার জানান, তিনি একজন অভিভাবকের ফোন পেয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে কল দেন। সে সময় প্রধান শিক্ষক তাকে জানান তিনি বিদ্যালয়ে অবস্থান করছেন। এর কিছু সময় পরই তিনি জানতে পারি সেখানে মারামারি শুরু হয়েছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদত হোসেন জানান, এ বিষয়ে শিক্ষক আক্কাস আলী মিয়া একটি লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ছড়া উৎসবের মধ্য দিয়ে মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজবাড়ীতে ব্যবসায়ী পরিবারকে জিম্মি করে অর্ধ কোটি টাকার সম্পদ লুট, গ্রেপ্তার নেই

শেখ হাসিনার পরিবারের কেউ রনাঙ্গনে মুক্তিযুদ্ধ করেনি – রাজবাড়ীতে শহিদুল ইসলাম বাবুল

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভা স্থগিত, পাল্টাপাল্টি অভিযোগ

ঘন কুয়াশায় ৯ ঘন্টা বন্ধের পর দুই নৌপথে ফেরি চালু, দুর্ভোগ

মারধরের প্রতিশোধ নিতেই রাজবাড়ীর তানভীরকে হত্যা করা হয় বলে আদালতে স্বীকারোক্তি

গোয়ালন্দে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্নহত্যা

গোয়ালন্দে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজবাড়ীতে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

রাজবাড়ী সদর হাসপাতালে দুদকের অভিযানঃ খাবার ও ওষুধ কম দেয়াসহ নানা অভিযোগের সত্যতা পেল

ছাত্রদলকে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে- রাজবাড়ীতে প্রস্তুতি সভায় আসলাম মিয়া