০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে ট্রাক চাপায় পৃষ্ঠ হলো পোশাক শ্রমিক শহিদুলের ঈদ আনন্দ

ফিরোজ আহম্মেদ ও মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়ায় ট্রাক চাপায় পৃষ্ঠ হয়ে মো. শহিদুল ইসলাম (৩৫) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছে। এসময় ঘাতক ট্রাকের চালক ও সহযোগী ট্রাক রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে।

শনিবার (৩০ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারির সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত গার্মেন্টস কর্মী মো. শহিদুল ইসলাম বাগেরহাট জেলার রামপাল উপজেলার চন্দ্রাখালী গ্রামের মৃত শেখ জিন্নাত আলীর ছেলে। তিনি গাজীপুরের কালিয়াকৈর থানার পল্লী বিদ্যুৎ এলাকার “আগামী ফ্যাশনস লিমিটেড”-এর টেকনিক্যাল বিভাগে স্যাম্পল সেকশনে প্রোডাক্ট ডেভেলপার -এ পদে কর্মরত ছিলেন। নিহত গার্মেন্টস কর্মীর পকেটে থাকা জন্ম সনদ ও প্রতিষ্ঠানের পরিচয় পত্র থেকে পরিচয় নিশ্চিত করেন পুলিশ।

গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক(এস.আই) দেওয়ান শামীম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, নিহত গার্মেন্টস কর্মী একাই মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। ফেরি থেকে নেমে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারির সামনে আসলে তার পেছনে থাকা একই মুখি পণ্যবাহি ট্রাক ওই মোটরসাইকেলটিকে চাপা দেয়। চাকার নিচে পরে মোটরসাইকেলটি ছিটকে বাইরে চলে গেলেও গার্মেন্টস কর্মী ট্রাকের চাকার নিচে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। দূর্ঘটনার খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ ও গোয়ালন্দ ফায়ার সার্ভিস ষ্টেশনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌছায়।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস ষ্টেশনের ফায়ার ফাইটার মো. আরিফুর রহমান সহ আরো ৫ জন লাশটিকে ট্রাকের চাকার নিচ থেকে উদ্ধার করে আহলাদিপুর হাইওয়ে থানায় প্রেরন করে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, লাশটিকে আহলাদিপুর হাইওয়ে থানার মাধ্যমে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে তিনি জানান। তিনি আরো বলেন, ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে গেলেও তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে ট্রাক চাপায় পৃষ্ঠ হলো পোশাক শ্রমিক শহিদুলের ঈদ আনন্দ

পোস্ট হয়েছেঃ ১১:৩৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২

ফিরোজ আহম্মেদ ও মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়ায় ট্রাক চাপায় পৃষ্ঠ হয়ে মো. শহিদুল ইসলাম (৩৫) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছে। এসময় ঘাতক ট্রাকের চালক ও সহযোগী ট্রাক রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে।

শনিবার (৩০ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারির সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত গার্মেন্টস কর্মী মো. শহিদুল ইসলাম বাগেরহাট জেলার রামপাল উপজেলার চন্দ্রাখালী গ্রামের মৃত শেখ জিন্নাত আলীর ছেলে। তিনি গাজীপুরের কালিয়াকৈর থানার পল্লী বিদ্যুৎ এলাকার “আগামী ফ্যাশনস লিমিটেড”-এর টেকনিক্যাল বিভাগে স্যাম্পল সেকশনে প্রোডাক্ট ডেভেলপার -এ পদে কর্মরত ছিলেন। নিহত গার্মেন্টস কর্মীর পকেটে থাকা জন্ম সনদ ও প্রতিষ্ঠানের পরিচয় পত্র থেকে পরিচয় নিশ্চিত করেন পুলিশ।

গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক(এস.আই) দেওয়ান শামীম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, নিহত গার্মেন্টস কর্মী একাই মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। ফেরি থেকে নেমে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারির সামনে আসলে তার পেছনে থাকা একই মুখি পণ্যবাহি ট্রাক ওই মোটরসাইকেলটিকে চাপা দেয়। চাকার নিচে পরে মোটরসাইকেলটি ছিটকে বাইরে চলে গেলেও গার্মেন্টস কর্মী ট্রাকের চাকার নিচে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। দূর্ঘটনার খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ ও গোয়ালন্দ ফায়ার সার্ভিস ষ্টেশনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌছায়।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস ষ্টেশনের ফায়ার ফাইটার মো. আরিফুর রহমান সহ আরো ৫ জন লাশটিকে ট্রাকের চাকার নিচ থেকে উদ্ধার করে আহলাদিপুর হাইওয়ে থানায় প্রেরন করে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, লাশটিকে আহলাদিপুর হাইওয়ে থানার মাধ্যমে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে তিনি জানান। তিনি আরো বলেন, ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে গেলেও তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।