০৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে পথচারীকে বাঁচাতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত ২০

মইন মৃধা ও ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ ফায়ার সার্ভিস ষ্টেশন এলাকায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অজ্ঞাত এক পথচারী নারীর (৪০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত আহত হয়েছেন ২০জন যাত্রী। এসময় মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল। প্রায় পৌনে এক ঘন্টা পর পুলিশের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে থানা পুলিশ জানায়, মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে কুষ্টিয়াগামী পদ্মা গড়াই পরিবহনের কেবি ডিলাক্স অয়ন পরিবহনের একটি বাস (নম্বর ফরিদপুর ব-০২-০০০৫) ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফায়ার সার্ভিস ষ্টেশন সংলগ্ন ইমামবাড়া শরীফের সামনে পৌছে। এসময় বিপরীত দিকে যশোর চাচরা থেকে আসা কুমিল্লাগামী মাছ বোঝাই ট্রাকের (নম্বর যশোর ট ১১-৪৮২৬) মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাত এক পথচারী নারীর মৃত্যু হয়। এ ঘটনায় বাস ও ট্রাকের চালকসহ অন্তত ২০ জন আহত হন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এরমধ্যে ৬ জনের অবস্থা আশংঙ্কা জনক হওয়ায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতদের উদ্ধারকাজে সহযোগিতা করে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ষ্টেশন, গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ।

ফরিদপুর পাঠানো আশঙ্কা জনক ৬জন হলেন, কুষ্টিয়ার ইবাদত খা (৫০), যশোরের মো. আলামিন (২৫), রাজবাড়ীর আব্দুল আলিম (৪৮), যশোরের মো. মহসিন (৪০), রাজবাড়ীর রবিউল ইসলাম (১৫) এবং অজ্ঞাত (৪০)। এরা সবাই বাস যাত্রী।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস ষ্টেশনের লিডার সাবেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত নারীর নাম পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আহতদের দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর বিষয়টি তারা বেশী গুরুত্ব দিচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরী বিভাগের সহকারী সার্জন শরিফুল ইসলাম জানান, এ পর্যন্ত ১৯ জনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে ৬ জনের অবস্থা বেশি গুরুতর হওয়ায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

গোয়ালন্দঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, এ ঘটনায় ট্রাক চালককে আটক করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকায় প্রায় পৌনে এক ঘন্টা পর রাত ৮টা দিকে সকলের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক সহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে পথচারীকে বাঁচাতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত ২০

পোস্ট হয়েছেঃ ১১:০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২

মইন মৃধা ও ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ ফায়ার সার্ভিস ষ্টেশন এলাকায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অজ্ঞাত এক পথচারী নারীর (৪০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত আহত হয়েছেন ২০জন যাত্রী। এসময় মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল। প্রায় পৌনে এক ঘন্টা পর পুলিশের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে থানা পুলিশ জানায়, মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে কুষ্টিয়াগামী পদ্মা গড়াই পরিবহনের কেবি ডিলাক্স অয়ন পরিবহনের একটি বাস (নম্বর ফরিদপুর ব-০২-০০০৫) ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফায়ার সার্ভিস ষ্টেশন সংলগ্ন ইমামবাড়া শরীফের সামনে পৌছে। এসময় বিপরীত দিকে যশোর চাচরা থেকে আসা কুমিল্লাগামী মাছ বোঝাই ট্রাকের (নম্বর যশোর ট ১১-৪৮২৬) মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাত এক পথচারী নারীর মৃত্যু হয়। এ ঘটনায় বাস ও ট্রাকের চালকসহ অন্তত ২০ জন আহত হন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এরমধ্যে ৬ জনের অবস্থা আশংঙ্কা জনক হওয়ায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতদের উদ্ধারকাজে সহযোগিতা করে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ষ্টেশন, গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ।

ফরিদপুর পাঠানো আশঙ্কা জনক ৬জন হলেন, কুষ্টিয়ার ইবাদত খা (৫০), যশোরের মো. আলামিন (২৫), রাজবাড়ীর আব্দুল আলিম (৪৮), যশোরের মো. মহসিন (৪০), রাজবাড়ীর রবিউল ইসলাম (১৫) এবং অজ্ঞাত (৪০)। এরা সবাই বাস যাত্রী।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস ষ্টেশনের লিডার সাবেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত নারীর নাম পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আহতদের দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর বিষয়টি তারা বেশী গুরুত্ব দিচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরী বিভাগের সহকারী সার্জন শরিফুল ইসলাম জানান, এ পর্যন্ত ১৯ জনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে ৬ জনের অবস্থা বেশি গুরুতর হওয়ায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

গোয়ালন্দঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, এ ঘটনায় ট্রাক চালককে আটক করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকায় প্রায় পৌনে এক ঘন্টা পর রাত ৮টা দিকে সকলের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক সহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।