মইন মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট পোড়াভিটা এলাকা থেকে হেরোইনসহ চিহ্নিত মাদককারবারী হিসেবে পরিচিত সাথী বেগম ওরফে শান্তিকে (৪০) গ্রেপ্তারর করেছে রাজবাড়ী জেলার গোয়েন্দা পুলিশের (ডিবি) দল। সে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার মৃত জামাল বিশ্বাস এর স্ত্রী।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে জেলা ডিবির ওসি মোহাম্মদ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে এস আই মোঃ মোতালেব হোসেন, এস আই জাহাঙ্গীর মাতুব্বর, এস আই মোহাম্মদ মোজাম্মেল হক, এএসআই শরীফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান চালায়। এ সময় চিহ্নিত নারী মাদককারবারী হিসেবে পরিচিত সাথীকে ৬ গ্রাম হেরোইন (৬০ পুড়িয়া) সহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। আসামী সাথী বেগম ওরফে শান্তির বিরুদ্ধে পূর্বের ৫টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া পোড়াভিটায় অভিযান চালিয়ে ৬ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদককারবারী সাথীকে গ্রেপ্তারর করা হয়েছে। তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বে আরো ৫টি মাদক মামলা বিচারধীন রয়েছে।