Rajbarimail.com
ঢাকা, রবিবার , ২২ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

গোয়ালন্দে পুলিশ কনেষ্টবলের বিরুদ্ধে ষ্টেশন মাষ্টারকে লাঞ্ছিতের অভিযোগ

রাজবাড়ী মেইল ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৪, ৭:৫২ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট রেলওয়ে ষ্টেশনে কর্তব্যরত অবস্থায় সহকারী ষ্টেশন মাষ্টারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে গোয়ালন্দ ঘাট রেলওয়ে ফাঁড়ির এক পুলিশ কনেষ্টবলের বিরুদ্ধে। গত শনিবার গোয়ালন্দ ঘাট ষ্টেশনে কর্তব্যরত অবস্থায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় সহকারী ষ্টেশন মাষ্টার পুলিশ কনেষ্টবলের বিরুদ্ধে বিভাগীয় কর্মকর্তা ও রেলওয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

লাঞ্ছনার শিকার সহকারী ষ্টেশন মাষ্টারের নাম নাহিদ। তিনি গোয়ালন্দ ঘাট (দৌলতদিয়া ঘাট) রেলওয়ে ষ্টেশনে গত ৩০ ডিসেম্বর যোগদান করেন। অভিযুক্ত গোয়ালন্দ ঘাট রেলওয়ে ফাঁড়ির পুলিশ কনেষ্টবলের নাম রাজিব হাসান। ঘটনার পর সহকারী ষ্টেশন মাষ্টার নাহিদ ষ্টেশন ছেড়ে রাজবাড়ী রেলওয়ে কর্তৃপক্ষের কাছে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন এবং রেলওয়ে থানায় অভিযোগ করেন। লাঞ্ছনার অভিযোগ অস্বীকার করেছেন পুলিশ কনেষ্টবল।

সহকারী ষ্টেশন মাষ্টার নাহিদ জানান, শনিবার (১৩ জানুয়ারী) সকাল ৭টার দিকে কুষ্টিয়ার পোড়াদাহ থেকে শাটল ট্রেন দৌলতদিয়া ঘাটে আসে। তখন তিনি কর্তব্যরত অবস্থায় প্লাটফর্মে অবস্থান করছিলেন। এ সময় রেলওয়ের তিন পুলিশ দেখতে পান। রাজিব নামের এক কনেষ্টবল কাছে এসে জিজ্ঞাসা করেন এখানে কবে এসেছেন? কবে যোগদান করেছেন ভেবে তিনি (মাষ্টার) জানান, ১২-১৩দিন হলো। তার জামার কলার ধরেই পুলিশ সদস্য বলতে থাকেন, ‘তোর বিরুদ্ধে ষ্টেশনের অনেকে অভিযোগ করেছেন’। কিসের অভিযোগ বলা মাত্রই তার (মাষ্টার) গালে চড় মারেন। এসময় তিনি নিজে এই ষ্টেশনের মাষ্টার, কয়েকদিন আগে যোগদান করেছেন বলার পরও নাজেহাল করেন। স্থানীয় লোকজন ষ্টেশনের নতুন মাষ্টার পরিচয় দেওয়ার পর পুলিশ ছেড়ে দেয় এবং ভুল বুঝতে পারেন বলে স্বীকার করেন। এসময় ষ্টেশনের কর্মচারীরা ক্ষুদ্ধ হয়ে ষ্টেশনের কার্যক্রম বন্ধ করেন।

সহকারী ষ্টেশন মাষ্টারের অভিযোগ, আমি যৌনপল্লিতে এসেছি, ভেবে পুলিশ অযথা হয়রানী করতে থাকেন। ট্রেনে আসা যাত্রীদেরও তারা এভাবে হয়রানী করে টাকা পয়সা আদায় করেন। ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে উর্দ্বতন কর্মকর্তা এবং জিআরপি থানায় অভিযোগ দিয়েছি। কর্তব্যরত অবস্থায় আমাকে লাঞ্ছিত করায় লোকলজ্জায় যেতে পারছি না বলে ষ্টেশনের বাইরে আছি। ওই পুলিশ সদস্যের কঠোর শাস্তির দাবি করছি।

গোয়ালন্দ ঘাট ষ্টেশন মাষ্টার মনির আহম্মেদ বলেন, সদ্য যোগদানকারী সহকারী ষ্টেশন মাষ্টার নাহিদ আর আমি পর্যায়ক্রমে ডিউটি করি। শনিবার তাঁর ডিউটি ছিল। রেলওয়ে পুলিশের হাতে লাঞ্ছিত হওয়ায় শনিবার ষ্টেশনে ক্লোজিং ডাউন ঘোষণা করে। দুপুরে ট্রেন আসলে রাজবাড়ীর পাচুরিয়া ষ্টেশন মাষ্টার ট্রেনটি ঘাট থেকে ঘুরিয়ে নেন। রেলওয়ে পুলিশ প্রায় যাত্রীদের নানাভাবে হয়রানী করে। ঘটনার পর থেকে সহকারী ষ্টেশন মাষ্টার নাহিদ লজ্জায় আসছেন না।

অভিযুক্ত পুলিশ কনেষ্টবল রাজিব হাসান সংবাদ প্রচার না করার অনুরোধ জানিয়ে বলেন, শনিবার এএসআই আব্দুল কাদের, কনেষ্টবল সেলিম সরদার আর আমি ষ্টেশন মাষ্টারের জন্য ক্যালেন্ডার নিয়ে দৌলতদিয়া ঘাটে যাই। প্লাটফর্মে যাত্রীদের সামনে দিয়ে তাঁকে ঘোরাফেরা করতে দেখে জিজ্ঞাসা করি। এ নিয়ে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। তার গায়ে হাত তোলার অভিযোগ সত্য নয়।

গোয়ালন্দ ঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মফিজুল হক বলেন, ঘাটে ট্রেনের যাত্রীদের হয়রানীর অভিযোগ সঠিক নয়। শনিবারের ঘটনায় উর্দ্বোতন কর্মকর্তার নির্দেশে রাজবাড়ী রেলওয়ে থানার ওসিকে তদন্তের দায়িত্বভার দেওয়া হয়েছে।

রাজবাড়ী রেলওয়ে থানার ওসি সোমনাথ বসু বলেন, নতুন সহকারী ষ্টেশন মাষ্টারের সাথে পুলিশ সদস্য রাজিবের পরিচয় না থাকায় ভুল বুঝাবুঝি নিয়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে। সহকারী ষ্টেশন মাষ্টার থানায় এখন পর্যন্ত কোন মামলা, জিডি করেননি। করলে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের বিজয় দিবস পালন

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

গোয়ালন্দে মাদক বিরোধী ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল

রাজবাড়ীতে গাঁজাসহ ‍যুবক গ্রেপ্তার

ফরিদপুরে হাজেরা বিবি পৌষ মেলা ১৭ ডিসেম্বর থেকে শুরু

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শেখ হাসিনার পরিবার দূর্নীতিগ্রস্থ, কোনদিন ক্ষমতায় আসতে পারবে নাঃ আসাদুজ্জামান রিপন

ফরিদপুরে বিআরডিবি কর্মচারী ইউনিয়নের কর্মী সমাবেশ

ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য শস্যক্রয় কেন্দ্র খোলা হবে -রাজবাড়ীতে শহীদুল ইসলাম

স্কুলের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ দুস্হ্য মানুষকে খাবার খাওয়ালো শিক্ষার্থীরা

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনডিপির প্রতিনিধি