০৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে শেষ হলো হরিজন পল্লির চার দিনব্যাপী ছট পূজা

জীবন চক্রবর্তী, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে হরিজন পল্লীর আয়োজনে চার দিনব্যাপী ছট পূজার পরিসমাপ্তি ঘটেছে শনিবার সকালে। প্রতি বছরের ন্যায় এবারও হরিজন পল্লীর সনাতন ধর্মাবলম্বীগণ ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন গোয়ালন্দের পদ্মার মোড়ে নদীর ঘাটে ছট পূজার আয়োজন করেন।

চার দিনের ব্রত সাধনায় প্রথম দিনে শুদ্ধাচারে নিরামিষ ভোজন করেন। পরদিন থেকে উপবাস শুরু হয়। ব্রতি কিরন রানী ভক্ত দিনভর নির্জলা উপবাস পালন করে সন্ধ্যায় পূজা শেষে ক্ষীরের গ্রহণ করেন। তৃতীয় দিনে পুনরায় পদ্মা নদীর ঘাটে অন্যান্য ব্রতীর সাথে অস্তগামী সূর্যকে অর্ঘ অর্থাৎ দুধ অর্পণ করা হয়। ব্রতের শেষ দিন অর্থাৎ শনিবার সকালে পুনরায় পদ্মার ঘাটে ধুপ ধুনা জ্বালিয়ে বাদ্যযন্ত্র সহকারে উদীয়মান সূর্যকে পবিত্র চিত্তে অর্ঘ্য প্রদানের পর উপবাস ভঙ্গ করে। পূজার প্রসাদ সরুপ বাঁশ নির্মিত পাত্রে সুপ, গুড়, মিষ্টান্ন, ক্ষীর,ঠেকুয়া, ভাতের নারু, আআখ,বিভিন্ন প্রকার ফল দেয়া হয়।

পুজা উদযাপন কমিটির সভাপতি রতন ভক্ত বলন,”আমাদের পূর্বপুরুষ থেকে এই ছট পুজা করে আসছি, মূলত এটাকে সূর্যপূজা বলা হয়। প্রতি বছর কার্তিক মাসে শুক্ল পক্ষে পূজার আয়োজন করা হয়। পারিবারিক সুখ-সমৃদ্ধি তথা মনোবাঞ্ছনা পূরনের জন্য এ পুজা করা হয়। নারী-পুরুষ সমান ভাবে এই পূজা উৎসবে অংশগ্রহণ করে।

পুজা কমিটির সাধারণ সম্পাদক শ্যামভক্ত বলেন, এ পুজায় আমরা ডুবিত এবং উদিত সূৃযকে পুজা করি।পুজার একদিন আগে লাউ ভাত এবং একদিন আগে ক্ষীর ভাত খাওয়ার সঙ্গে ৩৬ ঘণ্টার এক কঠোর ব্রত পালন করা হয়। পুজাতে ঠেকুয়া প্রস্তুত করে নৈবেদ্য দেওয়া হয়। সূর্য পুজায় কোমড় জলে নেমে সূর্যদেবকে তর্পণ করন। আমাদের বৈদিক নিয়মে আমরা এ পুজাটা খুব নিষ্ঠার সাথে প্রতি বছর পালন করে থাকি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে শেষ হলো হরিজন পল্লির চার দিনব্যাপী ছট পূজা

পোস্ট হয়েছেঃ ০৫:০৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০

জীবন চক্রবর্তী, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে হরিজন পল্লীর আয়োজনে চার দিনব্যাপী ছট পূজার পরিসমাপ্তি ঘটেছে শনিবার সকালে। প্রতি বছরের ন্যায় এবারও হরিজন পল্লীর সনাতন ধর্মাবলম্বীগণ ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন গোয়ালন্দের পদ্মার মোড়ে নদীর ঘাটে ছট পূজার আয়োজন করেন।

চার দিনের ব্রত সাধনায় প্রথম দিনে শুদ্ধাচারে নিরামিষ ভোজন করেন। পরদিন থেকে উপবাস শুরু হয়। ব্রতি কিরন রানী ভক্ত দিনভর নির্জলা উপবাস পালন করে সন্ধ্যায় পূজা শেষে ক্ষীরের গ্রহণ করেন। তৃতীয় দিনে পুনরায় পদ্মা নদীর ঘাটে অন্যান্য ব্রতীর সাথে অস্তগামী সূর্যকে অর্ঘ অর্থাৎ দুধ অর্পণ করা হয়। ব্রতের শেষ দিন অর্থাৎ শনিবার সকালে পুনরায় পদ্মার ঘাটে ধুপ ধুনা জ্বালিয়ে বাদ্যযন্ত্র সহকারে উদীয়মান সূর্যকে পবিত্র চিত্তে অর্ঘ্য প্রদানের পর উপবাস ভঙ্গ করে। পূজার প্রসাদ সরুপ বাঁশ নির্মিত পাত্রে সুপ, গুড়, মিষ্টান্ন, ক্ষীর,ঠেকুয়া, ভাতের নারু, আআখ,বিভিন্ন প্রকার ফল দেয়া হয়।

পুজা উদযাপন কমিটির সভাপতি রতন ভক্ত বলন,”আমাদের পূর্বপুরুষ থেকে এই ছট পুজা করে আসছি, মূলত এটাকে সূর্যপূজা বলা হয়। প্রতি বছর কার্তিক মাসে শুক্ল পক্ষে পূজার আয়োজন করা হয়। পারিবারিক সুখ-সমৃদ্ধি তথা মনোবাঞ্ছনা পূরনের জন্য এ পুজা করা হয়। নারী-পুরুষ সমান ভাবে এই পূজা উৎসবে অংশগ্রহণ করে।

পুজা কমিটির সাধারণ সম্পাদক শ্যামভক্ত বলেন, এ পুজায় আমরা ডুবিত এবং উদিত সূৃযকে পুজা করি।পুজার একদিন আগে লাউ ভাত এবং একদিন আগে ক্ষীর ভাত খাওয়ার সঙ্গে ৩৬ ঘণ্টার এক কঠোর ব্রত পালন করা হয়। পুজাতে ঠেকুয়া প্রস্তুত করে নৈবেদ্য দেওয়া হয়। সূর্য পুজায় কোমড় জলে নেমে সূর্যদেবকে তর্পণ করন। আমাদের বৈদিক নিয়মে আমরা এ পুজাটা খুব নিষ্ঠার সাথে প্রতি বছর পালন করে থাকি।