০৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পাংশায় নিহত শ্রমিক পরিবারের পাশে দাঁড়ালেন কৃষকলীগ নেতা হক

রাজবাড়ীমেেইল ডেস্কঃ বরিশালের গৌরনদীতে ধান কাটতে গিয়ে সম্প্রতি নিহত হন কৃষি শ্রমিক শাহিল খান (৪০)। তাঁর মৃত্যুর খবর বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দেখে ওই কৃষক পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলের প্রধান সমন্বয়কারী নূরে আলম সিদ্দিকী হক।

কৃষক শাহিল খান রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুরি ইউনিয়নের চরঝিকড়ী গ্রামের বাসিন্দা। তাঁর স্ত্রী ও দুই ছেলে সন্তান রেখে অকালে মৃত্যুবরণ করায় কৃষক পরিবারটি অসহায় হয়ে পড়েছিল। ওই পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি ছিলেন তিনি। গত বুধবার কৃষকলীগের স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে স্ত্রী রোজিনা খাতুন ও তাঁর সন্তানের হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন।

এর আগে গত সোমবার জেলার গোয়ালন্দ উপজেলার উজানচরের কৃষক নিজাম শেখ এর দুই বিঘা পাকা বোরো ধান কেটে দেন। কৃষকলীগের শতাধিক নেতাকর্মীকে সাথে নিয়ে তিনি ওই কৃষকের ধান কেটে দেওয়ার পাশাপাশি শ্রশিকের মজুরী হিসেবে নগদ অর্থ প্রদান করেন।

তার আগে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ঘোর পালান এলাকার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কৃষক আমিরুল মন্ডলের পাশে দাঁড়ান এই কৃষকলীগ নেতা নূরে আলম সিদ্দিকী হক। অগ্নিকান্ডে ওই কৃষকের একটি বড় গরু পুড়ে মারা যাওয়ায় পরিবারটি অসহায় হয়ে পড়ে। পরে তিনি ব্যক্তিগত তহবিল থেকে গত ১ মে ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলামের মাধ্যমে পরিবারটিকে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, কৃষক শাহিল খান সম্প্রতি বরিশালের গৌরনদী উপজেলায় চলতি মৌসুমে বোরো ধান কাটতে গিয়ে মারা যান। তাঁর মৃ্ত্যুর খবর বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই খবর দেখে কৃষকলীগ নেতা ও রাজবাড়ী থেকে প্রকাশিত দৈনিক জনতার আদালত পত্রিকার সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক কৃষক শাহিলের পরিবারের খোজ নিতে বলেন স্থানীয় নেতৃবৃন্দকে।

এ সময় শাহিল খানের স্ত্রী আবেগাপ্লুত হয়ে বলেন, “আমার এই দুঃসময়ে যিনি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন, আমি তার প্রতি চিরকৃতজ্ঞ। করোনা পরিস্থিতির কারণে আমার পরিবার এখন নূন-আনতে পানতা ফোরায় অবস্থা। কেউ আমাদের খোঁজ নেয়নি। শুনেছি নূরে আলম সিদ্দিকী হক নেতাকর্মীদের নিয়ে জেলার বালিয়াকান্দি, রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলায় কৃষকদের ধান কেটে চলেছেন। আল্লাহ তাঁর মঙ্গল করুক”।

বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলের প্রধান সমন্বয়কারী নূরে আলম সিদ্দিকী হক বলেন, আমি কৃষকলীগের রাজনীতি করি। কৃষকের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমার কাজ। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে সবার এগিয়ে আসা উচিত।

তিনি আরো বলেন, দলীয় নেতৃবৃন্দসহ সামর্থবানদের এ ধরনের অসহায় পরিবারের পাশে এগিয়ে আসা উচিত। আমার এ ধরনের কাজের জন্য অনেকে নানা সমালোচনা করে। এসব মাথায় নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে। তবে অবশ্যই গঠনমূলক সমালোচনাকে আমি প্রাধান্য দিই।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

পাংশায় নিহত শ্রমিক পরিবারের পাশে দাঁড়ালেন কৃষকলীগ নেতা হক

পোস্ট হয়েছেঃ ০৯:৫৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০

রাজবাড়ীমেেইল ডেস্কঃ বরিশালের গৌরনদীতে ধান কাটতে গিয়ে সম্প্রতি নিহত হন কৃষি শ্রমিক শাহিল খান (৪০)। তাঁর মৃত্যুর খবর বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দেখে ওই কৃষক পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলের প্রধান সমন্বয়কারী নূরে আলম সিদ্দিকী হক।

কৃষক শাহিল খান রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুরি ইউনিয়নের চরঝিকড়ী গ্রামের বাসিন্দা। তাঁর স্ত্রী ও দুই ছেলে সন্তান রেখে অকালে মৃত্যুবরণ করায় কৃষক পরিবারটি অসহায় হয়ে পড়েছিল। ওই পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি ছিলেন তিনি। গত বুধবার কৃষকলীগের স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে স্ত্রী রোজিনা খাতুন ও তাঁর সন্তানের হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন।

এর আগে গত সোমবার জেলার গোয়ালন্দ উপজেলার উজানচরের কৃষক নিজাম শেখ এর দুই বিঘা পাকা বোরো ধান কেটে দেন। কৃষকলীগের শতাধিক নেতাকর্মীকে সাথে নিয়ে তিনি ওই কৃষকের ধান কেটে দেওয়ার পাশাপাশি শ্রশিকের মজুরী হিসেবে নগদ অর্থ প্রদান করেন।

তার আগে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ঘোর পালান এলাকার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কৃষক আমিরুল মন্ডলের পাশে দাঁড়ান এই কৃষকলীগ নেতা নূরে আলম সিদ্দিকী হক। অগ্নিকান্ডে ওই কৃষকের একটি বড় গরু পুড়ে মারা যাওয়ায় পরিবারটি অসহায় হয়ে পড়ে। পরে তিনি ব্যক্তিগত তহবিল থেকে গত ১ মে ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলামের মাধ্যমে পরিবারটিকে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, কৃষক শাহিল খান সম্প্রতি বরিশালের গৌরনদী উপজেলায় চলতি মৌসুমে বোরো ধান কাটতে গিয়ে মারা যান। তাঁর মৃ্ত্যুর খবর বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই খবর দেখে কৃষকলীগ নেতা ও রাজবাড়ী থেকে প্রকাশিত দৈনিক জনতার আদালত পত্রিকার সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক কৃষক শাহিলের পরিবারের খোজ নিতে বলেন স্থানীয় নেতৃবৃন্দকে।

এ সময় শাহিল খানের স্ত্রী আবেগাপ্লুত হয়ে বলেন, “আমার এই দুঃসময়ে যিনি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন, আমি তার প্রতি চিরকৃতজ্ঞ। করোনা পরিস্থিতির কারণে আমার পরিবার এখন নূন-আনতে পানতা ফোরায় অবস্থা। কেউ আমাদের খোঁজ নেয়নি। শুনেছি নূরে আলম সিদ্দিকী হক নেতাকর্মীদের নিয়ে জেলার বালিয়াকান্দি, রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলায় কৃষকদের ধান কেটে চলেছেন। আল্লাহ তাঁর মঙ্গল করুক”।

বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলের প্রধান সমন্বয়কারী নূরে আলম সিদ্দিকী হক বলেন, আমি কৃষকলীগের রাজনীতি করি। কৃষকের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমার কাজ। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে সবার এগিয়ে আসা উচিত।

তিনি আরো বলেন, দলীয় নেতৃবৃন্দসহ সামর্থবানদের এ ধরনের অসহায় পরিবারের পাশে এগিয়ে আসা উচিত। আমার এ ধরনের কাজের জন্য অনেকে নানা সমালোচনা করে। এসব মাথায় নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে। তবে অবশ্যই গঠনমূলক সমালোচনাকে আমি প্রাধান্য দিই।