০৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। শনিবার সকালে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

সকাল ৮টায় ঐতিহাসিক ৭ই মার্চ চত্বরে গোয়ালন্দ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, পৌরসভার মেয়র, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ, রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রী কলেজ, গোয়ালন্দ প্রেসক্লাব, প্রথম আলো বন্ধুসভা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর সকাল সাড়ে ৮ টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বর থেকে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কোর্ট মাঠ চত্বরে গিয়ে শেষ হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

গোয়ালন্দ উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস আনুষ্ঠানিকভাবে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন। পরে মাঠে আনুষ্ঠানিকভাবে কুচকাওয়াজ প্রদর্শন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শারীরিক কসরত প্রদর্শন করেন। এছাড়া মুক্তযোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং বিকেলে অফিসার্স ক্লাব বনাম গোয়ালন্দ প্রেসক্লাব এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল সাড়ে ৭ টায় গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন, পৌরসভা, গোয়ালন্দ প্রেসক্লাব, প্রথম আলো বন্ধুসভা, বাজার ব্যবসায়ী পরিষদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন গোয়ালন্দ বাজার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়া সকাল ৮ টার দিকে দলীয় কার্যালয়ে আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে দিবসটি পালন করে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন

পোস্ট হয়েছেঃ ০৬:০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। শনিবার সকালে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

সকাল ৮টায় ঐতিহাসিক ৭ই মার্চ চত্বরে গোয়ালন্দ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, পৌরসভার মেয়র, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ, রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রী কলেজ, গোয়ালন্দ প্রেসক্লাব, প্রথম আলো বন্ধুসভা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর সকাল সাড়ে ৮ টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বর থেকে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কোর্ট মাঠ চত্বরে গিয়ে শেষ হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

গোয়ালন্দ উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস আনুষ্ঠানিকভাবে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন। পরে মাঠে আনুষ্ঠানিকভাবে কুচকাওয়াজ প্রদর্শন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শারীরিক কসরত প্রদর্শন করেন। এছাড়া মুক্তযোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং বিকেলে অফিসার্স ক্লাব বনাম গোয়ালন্দ প্রেসক্লাব এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল সাড়ে ৭ টায় গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন, পৌরসভা, গোয়ালন্দ প্রেসক্লাব, প্রথম আলো বন্ধুসভা, বাজার ব্যবসায়ী পরিষদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন গোয়ালন্দ বাজার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়া সকাল ৮ টার দিকে দলীয় কার্যালয়ে আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে দিবসটি পালন করে।