মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চৌধুরী আব্দুল হামিদ একাডেমী, ছোটভাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউট হাই স্কুলে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ মার্চ) সকাল ১০ টার দিকে প্রথমে ছোট ভাকলা ইউনিয়নের চৌধুরী আব্দুল হামিদ একাডেমীতে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী। পরে তিনি উপজেলার আরো দুটি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রিড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মো. কবির হোসেন প্রমুখ।