০৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে আ.লীগ নেতা ও ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মণ্ডল, ইউপি সদস্য কাশেম আলী খাঁসহ ৬জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হয়েছে। রোববার রাতে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ এলাকার ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলাটি করেন। তবে মামলাটি মিথ্যা, রাজনৈতিক ও ষড়যন্ত্রমূলক বলে দাবী করছেন আসামীপক্ষ।

মামলার বাদী বলেন, কয়লা, পাথর ব্যবসায়ী হিসেবে তিনি (শফিকুল) প্রায় এক মাস আগে গোয়ালন্দের দৌলতদিয়ার ৬নম্বর ফেরিঘাট বিকল্প সড়কের পাশে জায়গা ইজারা নেন। জায়গাটি নিচু হওয়ায় উচুঁ করতে বালু দিয়ে ভরাটের উদ্যোগ নেন এবং চারপাশে বেড়া নির্মাণের প্রস্তুতি গ্রহণ করেন।

এসময় উপজেলা আ.লীগ নেতা মোহাম্মদ আলী মোল্লা, নজরুল ইসলাম মন্ডল, স্থানীয় ১নম্বর ওয়ার্ড ইউপি সদস্য কাশেম আলী খাঁসহ ৬জন কাজে বাধা দেন। কাজ করতে হলে তাদের এক লাখ টাকা চাঁদা দিতে হবে। অস্বীকৃতি জানালে শাসিয়ে যাওয়ার সময় এক মাসের মধ্যে টাকা দিতে বলে। নতুবা এখানে ব্যবসা করতে দিবেনা বলে হুমকি দেন।

ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, গত শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে বলগেট করে বালু নামানো শুরু করলে নজরুল মণ্ডল, মোহাম্মদ মোল্লা, কাশেম খাসহ ৫-৬জন আগ্নেয়াস্ত্র নিয়ে বাধা দেন। চাঁদা না দিয়ে ব্যবসা করতে দিবেনা বলে বলগেট চালককে মারধর করে। খবর পেয়ে শফিকুল ও তার মামা ছব্দুল ঘটনাস্থলে ছুটে গেলে তারা আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে চাঁদার টাকা দিতে বলে। এক পর্যায়ে শফিকুলের প্যান্টের পকেটে থাকা ১০ হাজার টাকা নিয়ে বাকি ৯০ হাজার টাকা ৭দিনের মধ্যে দিতে বলে এবং শ্রমিকদেরও মারপিট করে। পরে স্থানীয় লোকজন আসলে তারা চাঁদার টাকা না দিলে খুন করার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় রোববার রাতেই তিনি বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার অপর আসামীরা হলেন, স্থানীয় বাবু মোল্লার ছেলে মাসুদ মোল্লা, আইয়ুব মণ্ডলের ছেলে শাওন মণ্ডল ও নজরুল ম-লের ছোট ভাই মোস্তফা মণ্ডল।

মামলার এজাহারভুক্ত ৪নম্বর আসামী, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের স্থানীয় ১নম্বর ওয়ার্ড সদস্য কাশেম আলী খা বলেন, আমিও একজন বালু ব্যবসায়ী। মূলত বালু ব্যবসা নিয়ে বিরোধের কারণে আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে। বাদীর আত্মীয় ছব্দুল খার ভাতিজা আমার সাথে ইউপি নির্বাচনে ফেল করার পর থেকে তাদের সাথে বিরোধ শুরু হয়েছে।

মামলার প্রধান অভিযুক্ত পৌর আ.লীগ নেতা নজরুল ইসলাম মণ্ডল বলেন, আমি আসছে গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী। রাজনৈতিকভাবে আমাকে হেয় করতে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দিয়েছে। মামলার বাদী শফিকুল নামের কাউকে আমি চিনি না এমনকি কোনদিন কথা হয়েছে বলে মনেও পড়েনা। তাহলে চাঁদা দাবী করলাম কিভাবে?

উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লার সাথে কথা বলতে মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করে বন্ধ পাওয়া যায় বলে তাঁর সাথে কথা বলা সম্ভব হয়নি।

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, ব্যবসায়ী শফিকুল ইসলাম বাদী হয়ে ৬জনকে অভিযুক্ত করে মামলা করেছেন। ঘটনা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে অপরাধী সে যেই হোক, ছাড় দেওয়া হবে না।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে আ.লীগ নেতা ও ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের

পোস্ট হয়েছেঃ ০৫:২৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মণ্ডল, ইউপি সদস্য কাশেম আলী খাঁসহ ৬জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হয়েছে। রোববার রাতে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ এলাকার ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলাটি করেন। তবে মামলাটি মিথ্যা, রাজনৈতিক ও ষড়যন্ত্রমূলক বলে দাবী করছেন আসামীপক্ষ।

মামলার বাদী বলেন, কয়লা, পাথর ব্যবসায়ী হিসেবে তিনি (শফিকুল) প্রায় এক মাস আগে গোয়ালন্দের দৌলতদিয়ার ৬নম্বর ফেরিঘাট বিকল্প সড়কের পাশে জায়গা ইজারা নেন। জায়গাটি নিচু হওয়ায় উচুঁ করতে বালু দিয়ে ভরাটের উদ্যোগ নেন এবং চারপাশে বেড়া নির্মাণের প্রস্তুতি গ্রহণ করেন।

এসময় উপজেলা আ.লীগ নেতা মোহাম্মদ আলী মোল্লা, নজরুল ইসলাম মন্ডল, স্থানীয় ১নম্বর ওয়ার্ড ইউপি সদস্য কাশেম আলী খাঁসহ ৬জন কাজে বাধা দেন। কাজ করতে হলে তাদের এক লাখ টাকা চাঁদা দিতে হবে। অস্বীকৃতি জানালে শাসিয়ে যাওয়ার সময় এক মাসের মধ্যে টাকা দিতে বলে। নতুবা এখানে ব্যবসা করতে দিবেনা বলে হুমকি দেন।

ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, গত শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে বলগেট করে বালু নামানো শুরু করলে নজরুল মণ্ডল, মোহাম্মদ মোল্লা, কাশেম খাসহ ৫-৬জন আগ্নেয়াস্ত্র নিয়ে বাধা দেন। চাঁদা না দিয়ে ব্যবসা করতে দিবেনা বলে বলগেট চালককে মারধর করে। খবর পেয়ে শফিকুল ও তার মামা ছব্দুল ঘটনাস্থলে ছুটে গেলে তারা আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে চাঁদার টাকা দিতে বলে। এক পর্যায়ে শফিকুলের প্যান্টের পকেটে থাকা ১০ হাজার টাকা নিয়ে বাকি ৯০ হাজার টাকা ৭দিনের মধ্যে দিতে বলে এবং শ্রমিকদেরও মারপিট করে। পরে স্থানীয় লোকজন আসলে তারা চাঁদার টাকা না দিলে খুন করার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় রোববার রাতেই তিনি বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার অপর আসামীরা হলেন, স্থানীয় বাবু মোল্লার ছেলে মাসুদ মোল্লা, আইয়ুব মণ্ডলের ছেলে শাওন মণ্ডল ও নজরুল ম-লের ছোট ভাই মোস্তফা মণ্ডল।

মামলার এজাহারভুক্ত ৪নম্বর আসামী, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের স্থানীয় ১নম্বর ওয়ার্ড সদস্য কাশেম আলী খা বলেন, আমিও একজন বালু ব্যবসায়ী। মূলত বালু ব্যবসা নিয়ে বিরোধের কারণে আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে। বাদীর আত্মীয় ছব্দুল খার ভাতিজা আমার সাথে ইউপি নির্বাচনে ফেল করার পর থেকে তাদের সাথে বিরোধ শুরু হয়েছে।

মামলার প্রধান অভিযুক্ত পৌর আ.লীগ নেতা নজরুল ইসলাম মণ্ডল বলেন, আমি আসছে গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী। রাজনৈতিকভাবে আমাকে হেয় করতে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দিয়েছে। মামলার বাদী শফিকুল নামের কাউকে আমি চিনি না এমনকি কোনদিন কথা হয়েছে বলে মনেও পড়েনা। তাহলে চাঁদা দাবী করলাম কিভাবে?

উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লার সাথে কথা বলতে মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করে বন্ধ পাওয়া যায় বলে তাঁর সাথে কথা বলা সম্ভব হয়নি।

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, ব্যবসায়ী শফিকুল ইসলাম বাদী হয়ে ৬জনকে অভিযুক্ত করে মামলা করেছেন। ঘটনা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে অপরাধী সে যেই হোক, ছাড় দেওয়া হবে না।