০৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মা নদীর সেই আড়াআড়ি বাঁশের বেড়া অপসারণ

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর সেই বাঁশের বেড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় মৎস্য বিভাগ ও দৌলতদিয়া নৌপুলিশ অপসারণ করেছে। সোমবার বিকেলে পদ্মা নদীতে থাকা তিনটি বাঁশের বেড়া অপসারণ করা হয়। এর দুই দিন আগে আরো তিনটি বেড়া অপসারণ করা হয়। উপজেলার দেবগ্রাম ইউনিয়নের অন্তার মোড় থেকে দৌলতদিয়া ইউপির চর করনেশনা পর্যন্ত অভিযান চালানো হয়।

একই সাথে রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় মৎস্য বিভাগ পদ্মা নদীতে অভিযান চালিয়ে আরো দুটি বাঁশের আড়াআড়ি বেড়া অপসারণ করে। এর আগে গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) প্রথম আলোতে ‘পদ্মায় বেড়া দিয়ে মাছ শিকার’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। রাজবাড়ী সদর উপজেলার গুদারবাজার থেকে গোয়ালন্দের চর করনেশনা পর্যন্ত অন্তত ১০টি বাঁশের আড়াআড়ি বেড়া ছিল।

দৌলতদিয়া ঘাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) সিরাজুল কবির মঙ্গলবার বলেন, প্রথম আলোয় সচিত্র প্রতিবেদন প্রকাশের পর উচ্চ মহল থেকে ত্বরিত ব্যবস্থা গ্রহণের নির্দেশ আসে। নির্দেশনা মোতাবেক গতকাল সোমবার (২৮ নভেম্বর) পদ্মা নদীতে অভিযান চালানো হয়। এসময় গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের অন্তারমোড়, বেতকা ও দৌলতদিয়া ইউনিয়নের মধ্যে অবস্থিত তিনটি বাঁশের আড়াআড়ি বেড়া অপসারণ করা হয়। এরমধ্যে দুটি বেড়ার সমস্ত বাঁশ কেটে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। তার আগে গত বুধবারও নদীতে অভিযান চালানো হয়।

গোয়ালন্দ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা শাহ মোহাম্মদ শাহরিয়ার জামান বলেন, স্থানীয়দের সহযোগিতায় পাবনা, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ অঞ্চলের জেলেরা পদ্মা নদীর গোয়ালন্দ উপজেলার মধ্যে ৬-৭টি বাঁশের আড়াআড়ি বেড়া দিয়ে মাছ শিকার করছিল। এ নিয়ে প্রথম আলোয় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে প্রশাসনসহ সংশ্লিস্ট দপ্তরের টনক নড়ে। পরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আশরাফুর রহমানের নেতৃত্বে পদ্মা নদীতে অভিযান চালানো হয়। একেকটি বাঁশের বেড়া অনেক বড় হওয়ায় অভিযান চালাতে অনেক সময় লাগে। তারপরও একদিনে ৩টি বেড়া অপসারণ করা হয়। বাকি বেড়াগুলো দ্রুত সময়ের মধ্যে নদী থেকে সরিয়ে নিতে জেলেদের নোটিশ করা হয়।

তিনি বলেন, একই সাথে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা ও গুদারবাজার এলাকায় অবস্থিত বাঁশের বেড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় মৎস্য বিভাগ অপসারণ করে। নদীতে আরো কোন বেড়া থাকলে দুই-তিন দিনের মধ্যে তাও অপসারণ করা হবে। নদীতে আড়াআড়িভাবে বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার করা বড় ধরনের অপরাধ। এ ধরনের বেড়া দিয়ে মাছ শিকারের সাথে স্থানীয় অনেক প্রভাবশালী ব্যক্তিও জড়িত। তারপরও কোন বাধা বা প্রভাবকে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

পদ্মা নদীর সেই আড়াআড়ি বাঁশের বেড়া অপসারণ

পোস্ট হয়েছেঃ ১০:৩৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর সেই বাঁশের বেড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় মৎস্য বিভাগ ও দৌলতদিয়া নৌপুলিশ অপসারণ করেছে। সোমবার বিকেলে পদ্মা নদীতে থাকা তিনটি বাঁশের বেড়া অপসারণ করা হয়। এর দুই দিন আগে আরো তিনটি বেড়া অপসারণ করা হয়। উপজেলার দেবগ্রাম ইউনিয়নের অন্তার মোড় থেকে দৌলতদিয়া ইউপির চর করনেশনা পর্যন্ত অভিযান চালানো হয়।

একই সাথে রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় মৎস্য বিভাগ পদ্মা নদীতে অভিযান চালিয়ে আরো দুটি বাঁশের আড়াআড়ি বেড়া অপসারণ করে। এর আগে গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) প্রথম আলোতে ‘পদ্মায় বেড়া দিয়ে মাছ শিকার’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। রাজবাড়ী সদর উপজেলার গুদারবাজার থেকে গোয়ালন্দের চর করনেশনা পর্যন্ত অন্তত ১০টি বাঁশের আড়াআড়ি বেড়া ছিল।

দৌলতদিয়া ঘাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) সিরাজুল কবির মঙ্গলবার বলেন, প্রথম আলোয় সচিত্র প্রতিবেদন প্রকাশের পর উচ্চ মহল থেকে ত্বরিত ব্যবস্থা গ্রহণের নির্দেশ আসে। নির্দেশনা মোতাবেক গতকাল সোমবার (২৮ নভেম্বর) পদ্মা নদীতে অভিযান চালানো হয়। এসময় গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের অন্তারমোড়, বেতকা ও দৌলতদিয়া ইউনিয়নের মধ্যে অবস্থিত তিনটি বাঁশের আড়াআড়ি বেড়া অপসারণ করা হয়। এরমধ্যে দুটি বেড়ার সমস্ত বাঁশ কেটে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। তার আগে গত বুধবারও নদীতে অভিযান চালানো হয়।

গোয়ালন্দ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা শাহ মোহাম্মদ শাহরিয়ার জামান বলেন, স্থানীয়দের সহযোগিতায় পাবনা, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ অঞ্চলের জেলেরা পদ্মা নদীর গোয়ালন্দ উপজেলার মধ্যে ৬-৭টি বাঁশের আড়াআড়ি বেড়া দিয়ে মাছ শিকার করছিল। এ নিয়ে প্রথম আলোয় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে প্রশাসনসহ সংশ্লিস্ট দপ্তরের টনক নড়ে। পরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আশরাফুর রহমানের নেতৃত্বে পদ্মা নদীতে অভিযান চালানো হয়। একেকটি বাঁশের বেড়া অনেক বড় হওয়ায় অভিযান চালাতে অনেক সময় লাগে। তারপরও একদিনে ৩টি বেড়া অপসারণ করা হয়। বাকি বেড়াগুলো দ্রুত সময়ের মধ্যে নদী থেকে সরিয়ে নিতে জেলেদের নোটিশ করা হয়।

তিনি বলেন, একই সাথে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা ও গুদারবাজার এলাকায় অবস্থিত বাঁশের বেড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় মৎস্য বিভাগ অপসারণ করে। নদীতে আরো কোন বেড়া থাকলে দুই-তিন দিনের মধ্যে তাও অপসারণ করা হবে। নদীতে আড়াআড়িভাবে বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার করা বড় ধরনের অপরাধ। এ ধরনের বেড়া দিয়ে মাছ শিকারের সাথে স্থানীয় অনেক প্রভাবশালী ব্যক্তিও জড়িত। তারপরও কোন বাধা বা প্রভাবকে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।