০৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

টিকিট ছাড়া ফেরিতে ট্রাক পারের চেষ্টায় বাধা দেওয়ায় পন্টুনের লস্করকে মারধর

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর দৌলতদিয়ায় টিকিট ছাড়াই পণ্যবাহী ট্রাক জোরপূর্বক ফেরিতে তোলার চেষ্টাকালে বাধা দেয়ায় পন্টুনের লস্কর মো. মোহসিন মোল্লাকে (২৯) মারপিট করে আহত করেছে দালালরা। শুক্রবার গোয়ালন্দ ঘাট থানায় মোহসিন মোল্লা বাদী হয়ে মো. বিপ্লব (২৫) নামের এক দালালকে চিহিৃত ও অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে দৌলতদিয়ার ৩নং ফেরি ঘাটে ঘটনাটি ঘটে।

দৌলতদিয়ার ৩নং ঘাটের ৭নম্বর ফেরির পন্টুনের লস্কর মোহসিন মোল্লা বলেন, বৃহস্পতিবার রাত ১০টা থেকে তিনি ঘাটে ফেরি পারাপারে টিকিট চেকারের কাজে নিয়োজিত ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে ৩নং ঘাট থেকে প্রায় ১৫০ গজ দূরে কাঁচা রাস্তায় একটি পণ্যবাহী ট্রাক ফেরিতে ওঠার প্রস্তুতি নেয়। তার কাছে ফেরির টিকিট দেখতে চাইলে জানান, তাদের কাছে টিকিট নেই। টিকিট নিতে অনুরোধ জানালে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে টিকিট ছাড়াই জোরপূর্বক ফেরিতে ট্রাকটি তোলার চেষ্টা করে। এসময় বাধা দিলে তারা সংঘবদ্ধ হয়ে কিল-ঘুসি মারতে থাকে। চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তারা আমাকে ভয়ভীতি দেখিয়ে চলে যায়। বিষয়টি মুঠোফোনে পন্টুন ইনচার্জ সারেং মো. মখলেছুর রহমানকে অবগত করা হয়। তিনি ঘটনাস্থলে পৌছে বিষয়টি উর্দ্বোতন কর্তৃপক্ষকে জানান। এসময় স্থানীয় লোকজন জানায়, মারপিটকারী প্রধান দালাল হচ্ছে মো. বিপ্লব। সে স্থানীয় উত্তর দৌলতদিয়া সিদ্দিক কাজী পাড়ার মো. বাবুর ছেলে। তার সাথে থাকা অজ্ঞাত ৩-৪ জনের নাম পরিচয় জানা যায়নি।

এ ঘটনার পর পন্টুন ইনচার্জ মখলেছুর রহমান স্থানীয় লোকজনের সহযোগিতায় মোহসিন মোল্লাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কিছুটা সুস্থ্য হলে কর্তৃপক্ষের নির্দেশে শুক্রবার সকালে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. ফিরোজ শেখ বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখ জনক। দিনে সাধারণ পরিবহন পারাপার বন্ধ থাকায় রাত হলেই পণ্যবাহী গাড়ি পার করতে বেপরোয়া হয়ে উঠে দালাল চক্র। টিকিট না কেটে জোরপূর্বক ট্রাকটি ফেরিতে ওঠানোর চেষ্টাকালে কর্তব্যরত লস্কর বাধা দিলে তাকে মারধর করে। বিষয়টি উর্দ্বোধন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। একই সাথে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, সরকারি কাজে বাধা প্রদান এবং মারধরের অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত দালালকে ধরতে পুলিশ মাঠে রয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

টিকিট ছাড়া ফেরিতে ট্রাক পারের চেষ্টায় বাধা দেওয়ায় পন্টুনের লস্করকে মারধর

পোস্ট হয়েছেঃ ১০:২৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর দৌলতদিয়ায় টিকিট ছাড়াই পণ্যবাহী ট্রাক জোরপূর্বক ফেরিতে তোলার চেষ্টাকালে বাধা দেয়ায় পন্টুনের লস্কর মো. মোহসিন মোল্লাকে (২৯) মারপিট করে আহত করেছে দালালরা। শুক্রবার গোয়ালন্দ ঘাট থানায় মোহসিন মোল্লা বাদী হয়ে মো. বিপ্লব (২৫) নামের এক দালালকে চিহিৃত ও অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে দৌলতদিয়ার ৩নং ফেরি ঘাটে ঘটনাটি ঘটে।

দৌলতদিয়ার ৩নং ঘাটের ৭নম্বর ফেরির পন্টুনের লস্কর মোহসিন মোল্লা বলেন, বৃহস্পতিবার রাত ১০টা থেকে তিনি ঘাটে ফেরি পারাপারে টিকিট চেকারের কাজে নিয়োজিত ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে ৩নং ঘাট থেকে প্রায় ১৫০ গজ দূরে কাঁচা রাস্তায় একটি পণ্যবাহী ট্রাক ফেরিতে ওঠার প্রস্তুতি নেয়। তার কাছে ফেরির টিকিট দেখতে চাইলে জানান, তাদের কাছে টিকিট নেই। টিকিট নিতে অনুরোধ জানালে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে টিকিট ছাড়াই জোরপূর্বক ফেরিতে ট্রাকটি তোলার চেষ্টা করে। এসময় বাধা দিলে তারা সংঘবদ্ধ হয়ে কিল-ঘুসি মারতে থাকে। চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তারা আমাকে ভয়ভীতি দেখিয়ে চলে যায়। বিষয়টি মুঠোফোনে পন্টুন ইনচার্জ সারেং মো. মখলেছুর রহমানকে অবগত করা হয়। তিনি ঘটনাস্থলে পৌছে বিষয়টি উর্দ্বোতন কর্তৃপক্ষকে জানান। এসময় স্থানীয় লোকজন জানায়, মারপিটকারী প্রধান দালাল হচ্ছে মো. বিপ্লব। সে স্থানীয় উত্তর দৌলতদিয়া সিদ্দিক কাজী পাড়ার মো. বাবুর ছেলে। তার সাথে থাকা অজ্ঞাত ৩-৪ জনের নাম পরিচয় জানা যায়নি।

এ ঘটনার পর পন্টুন ইনচার্জ মখলেছুর রহমান স্থানীয় লোকজনের সহযোগিতায় মোহসিন মোল্লাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কিছুটা সুস্থ্য হলে কর্তৃপক্ষের নির্দেশে শুক্রবার সকালে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. ফিরোজ শেখ বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখ জনক। দিনে সাধারণ পরিবহন পারাপার বন্ধ থাকায় রাত হলেই পণ্যবাহী গাড়ি পার করতে বেপরোয়া হয়ে উঠে দালাল চক্র। টিকিট না কেটে জোরপূর্বক ট্রাকটি ফেরিতে ওঠানোর চেষ্টাকালে কর্তব্যরত লস্কর বাধা দিলে তাকে মারধর করে। বিষয়টি উর্দ্বোধন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। একই সাথে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, সরকারি কাজে বাধা প্রদান এবং মারধরের অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত দালালকে ধরতে পুলিশ মাঠে রয়েছে।