০৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

জীবন চক্রবর্তী, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে বিভিন্ন ইভেন্টে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম।

দুদুখাঁন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাসরিন আক্তার ইতি’র সঞ্চালনায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্যে দিয়ে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বঙ্গুবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের মধ্যে ছিল চিত্রাঙ্কন, বঙ্গবন্ধুর ভাষণ, আবৃত্তি, সংগীত ও নৃত্যানুষ্ঠান। প্লে থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক,খ ও গ বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মধ্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিচারক মন্ডলি হিসেবে ছিলেন সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান খাঁন, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের প্রভাষক সমীর কান্তি মল্লিক, উপজেলা শিক্ষা বিভাগের একাডেমিক সুপার ভাইজার তাহমিনা বেগম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নির্মল কুমার চক্রবর্তী প্রমুখ।

অংশগ্রহণকারী আজকের প্রতিযোগিদের বিজয়ীদের মধ্যে থেকে প্রত্যেক ইভেন্ট থেকে শুধুমাত্র প্রথম স্থান অধিকারকারি জেলা পর্যায়ে অংশ গ্রহন করবে বলে জানানো হয়েছে। তবে ৭ মার্চ দিবসেও তাদেরকে উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে হবে বলে জানান  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলাম, চৌধুরী আব্দুল হামিদ একাডেমির প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, প্রপার হাই স্কুলের সহকারি শিক্ষক জীবন চক্রবর্তী, উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর আলিসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

পোস্ট হয়েছেঃ ০৬:৩৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১

জীবন চক্রবর্তী, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে বিভিন্ন ইভেন্টে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম।

দুদুখাঁন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাসরিন আক্তার ইতি’র সঞ্চালনায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্যে দিয়ে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বঙ্গুবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের মধ্যে ছিল চিত্রাঙ্কন, বঙ্গবন্ধুর ভাষণ, আবৃত্তি, সংগীত ও নৃত্যানুষ্ঠান। প্লে থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক,খ ও গ বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মধ্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিচারক মন্ডলি হিসেবে ছিলেন সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান খাঁন, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের প্রভাষক সমীর কান্তি মল্লিক, উপজেলা শিক্ষা বিভাগের একাডেমিক সুপার ভাইজার তাহমিনা বেগম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নির্মল কুমার চক্রবর্তী প্রমুখ।

অংশগ্রহণকারী আজকের প্রতিযোগিদের বিজয়ীদের মধ্যে থেকে প্রত্যেক ইভেন্ট থেকে শুধুমাত্র প্রথম স্থান অধিকারকারি জেলা পর্যায়ে অংশ গ্রহন করবে বলে জানানো হয়েছে। তবে ৭ মার্চ দিবসেও তাদেরকে উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে হবে বলে জানান  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলাম, চৌধুরী আব্দুল হামিদ একাডেমির প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, প্রপার হাই স্কুলের সহকারি শিক্ষক জীবন চক্রবর্তী, উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর আলিসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।