০৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে স্বতন্ত্র প্রার্থী তিতুর সমর্থকদের মারপিটের ঘটনায় থানায় অভিযোগ

ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী আলমগীর শেখ তিতুর সমর্থকদের বিরুদ্ধে মারপিটের ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করেন নারিকেল গাছ প্রতিকের স্বতন্ত্র মেয়র প্রার্থী আলমগীর তিতুর সমর্থক সোনাকান্দর ২নং ওয়ার্ডের মৃত কাজী গুলজার হোসেনের ছেলে মো. কাজী জুলহাস। তিনি রাজবাড়ী সদর থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) বিকাল ৫ টার দিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী আলমগীর শেখ তিতুর নারিকেল গাছ প্রতিকে ভোট চেয়ে এবং পোস্টার বিলি করে ফিরে আসার সময় লক্ষীকোল নতুন মসজিদের সামনে রাস্তার উপর পৌছলে জুলহাস ও তার সঙ্গীদের উপর বিবাদীরা যোগসাজসে বেআইনীভাবে দলবদ্ধ হয়ে অতর্কিত ভাবে কিল ঘুষি, লোহার রড, ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করে রক্তাক্ত ও কাটা জখম করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায়। যাবার সময় আঘাত প্রাপ্ত জুলহাসকে পরবর্তিতে নারিকেল গাছ প্রতিকে ভোট চাইলে পথে ঘাটে কোথাও পাইলে খুন করার হুমকি দেওয়া হয়।

অভিযোগ পত্রে অন্তর্ভুক্ত বিবাদী মো. লতিফের ছেলে তানজিম, কাঠ মিস্ত্রী ডাব্লুর ছেলে পলাশ, বড় লক্সীপুরের খোকন, আরশ আলী মাস্টারের ছেলে সাইদুর, সোনাকান্দর জব্বার সরদারের ছেলে ফয়সাল, সুরাফের ছেলে সাইদ সাইদ, মো. মানিকের ছেলে রাজু ও লক্ষীকোল এলাকার ওলিউর রহমানের ছেলে মুন’সহ ৮ জন এবং অজ্ঞাত আরো ৬-৭ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়। একই দিন দুপুরে আলমগীর শেখ তিতুর মহিলা সমর্থক মোছা. আয়শা বেগম ভোট চাইতে গেলে তাকে পিস্তল দেখিয়ে তার স্বামীকে প্রান নাশের হুমকি দিলে ৮ জনের নাম উল্লেখ করে সদর থানায় আরো একটি অভিযোগ দায়ের করেন।

স্বতন্ত্র প্রার্থী আলমগীর শেখ তিতু বলেন, আমার সমর্থকরা যেখানে ভোট চাইতে যাচ্ছে সেখানেই তাদের মারধর ও প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে প্রতিনিয়ত। নৌকার প্রার্থী তার মাঠে কোন ভোট নাই দেখে তার সমর্থকদের ভোট চাইতে বাঁধা দিচ্ছেন। তবে প্রশাসন নিরপেক্ষ আছেন। আগামী ১৪ ফেব্রুয়ারী নির্বাচনে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আশা করছেন প্রশাসনের প্রতি।

এ বিষয়ে নৌকা প্রতিকের মেয়র প্রার্থী মহম্মদ আলী চৌধুরী বলেন, তিনি স্বতন্ত্র প্রার্থীকে নিয়ে কোন মন্তব্য করবেন না। তবে সে যে  অভিযোগ করছেন তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন ।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে স্বতন্ত্র প্রার্থী তিতুর সমর্থকদের মারপিটের ঘটনায় থানায় অভিযোগ

পোস্ট হয়েছেঃ ১১:০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১

ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী আলমগীর শেখ তিতুর সমর্থকদের বিরুদ্ধে মারপিটের ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করেন নারিকেল গাছ প্রতিকের স্বতন্ত্র মেয়র প্রার্থী আলমগীর তিতুর সমর্থক সোনাকান্দর ২নং ওয়ার্ডের মৃত কাজী গুলজার হোসেনের ছেলে মো. কাজী জুলহাস। তিনি রাজবাড়ী সদর থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) বিকাল ৫ টার দিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী আলমগীর শেখ তিতুর নারিকেল গাছ প্রতিকে ভোট চেয়ে এবং পোস্টার বিলি করে ফিরে আসার সময় লক্ষীকোল নতুন মসজিদের সামনে রাস্তার উপর পৌছলে জুলহাস ও তার সঙ্গীদের উপর বিবাদীরা যোগসাজসে বেআইনীভাবে দলবদ্ধ হয়ে অতর্কিত ভাবে কিল ঘুষি, লোহার রড, ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করে রক্তাক্ত ও কাটা জখম করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায়। যাবার সময় আঘাত প্রাপ্ত জুলহাসকে পরবর্তিতে নারিকেল গাছ প্রতিকে ভোট চাইলে পথে ঘাটে কোথাও পাইলে খুন করার হুমকি দেওয়া হয়।

অভিযোগ পত্রে অন্তর্ভুক্ত বিবাদী মো. লতিফের ছেলে তানজিম, কাঠ মিস্ত্রী ডাব্লুর ছেলে পলাশ, বড় লক্সীপুরের খোকন, আরশ আলী মাস্টারের ছেলে সাইদুর, সোনাকান্দর জব্বার সরদারের ছেলে ফয়সাল, সুরাফের ছেলে সাইদ সাইদ, মো. মানিকের ছেলে রাজু ও লক্ষীকোল এলাকার ওলিউর রহমানের ছেলে মুন’সহ ৮ জন এবং অজ্ঞাত আরো ৬-৭ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়। একই দিন দুপুরে আলমগীর শেখ তিতুর মহিলা সমর্থক মোছা. আয়শা বেগম ভোট চাইতে গেলে তাকে পিস্তল দেখিয়ে তার স্বামীকে প্রান নাশের হুমকি দিলে ৮ জনের নাম উল্লেখ করে সদর থানায় আরো একটি অভিযোগ দায়ের করেন।

স্বতন্ত্র প্রার্থী আলমগীর শেখ তিতু বলেন, আমার সমর্থকরা যেখানে ভোট চাইতে যাচ্ছে সেখানেই তাদের মারধর ও প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে প্রতিনিয়ত। নৌকার প্রার্থী তার মাঠে কোন ভোট নাই দেখে তার সমর্থকদের ভোট চাইতে বাঁধা দিচ্ছেন। তবে প্রশাসন নিরপেক্ষ আছেন। আগামী ১৪ ফেব্রুয়ারী নির্বাচনে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আশা করছেন প্রশাসনের প্রতি।

এ বিষয়ে নৌকা প্রতিকের মেয়র প্রার্থী মহম্মদ আলী চৌধুরী বলেন, তিনি স্বতন্ত্র প্রার্থীকে নিয়ে কোন মন্তব্য করবেন না। তবে সে যে  অভিযোগ করছেন তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন ।