০৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়া ঘাটে মানুষের উপচে পড়া, বৃষ্টিতে বাড়তি ভোগান্তি

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ শান্তা আক্তার ও তার স্বামী হাসান মাহমুদ দুই সন্তানকে সাথে করে ভোর বেলায় কুষ্টিয়ার কুমারখালী গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করেন। ঢাকার গাবতলীতে দীর্ঘ সময় অপেক্ষার পর কোনভাবে পাটুরিয়া ঘাট পর্যন্ত লোকাল বাসে উঠে পড়েন। তাদের বাসটি পাটুরিয়া ঘাট থেকে প্রায় দুই কিলোমিটার দূরে নামিয়ে দেয়। আর এ সময় বিপত্তি বাদে বৃষ্টি। বৃষ্টিতে শিশু সন্তানদের নিয়ে পড়েন তারা মহাবিপাকে।

দৌলতদিয়ার ৪নম্বর ঘাটে আলাপকালে তারা বলেন, তারা উভয় একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত। ঈদের দুই-তিন দিন আগ থেকে ঘাট এলাকায় বাড়তি নানা ধরনের ঝক্কি ঝামেলা সৃষ্টি হয়। বাড়তি ভোগান্তি এড়াতে আমরা আজ ভোর বেলায় রওয়ানা করেছি। কিন্তু সমস্যা হয়েছে, পাটুরিয়া ঘাটের অদূরে বাস থেকে নামিয়ে দেওয়ায় পায়ে হেটে আসতে অনেক সমস্যায় পড়তে হয়েছে। বিশেষ করে বৃষ্টির কারনে বাচ্চা দুটিকে নিয়ে বাড়তি ভোগান্তি পোহাতে হয়েছে।

তামান্না সুলতানা নামের এক গৃহবধু বলেন, ঢাকা থেকে কোন দূরপাল্লার পরিবহন না পেয়ে তিনি পাটুরিয়া ঘাট পর্যন্ত লোকাল বাসে আসেন। তাদেরকে ঘাট থেকে প্রায় দুই কিলোমিটার দূরে নামিয়ে দেওয়ায় দীর্ঘপথ পায়ে হেটে পৌছতে হয়েছে। সঙ্গে থাকা তার শিশু সন্তান নিয়ে বৃষ্টির কারনে ভোগান্তিতে পড়েন। কোথাও দাঁড়ানোর জায়গা টুকো নেই। এরপর দীর্ঘপথ হেটে ঘাটে পৌছতে হয়েছে। নদী পাড়ি দিয়ে দৌলতদিয়ায় পৌছে গ্রামের বাড়ি পাংশা যাবেন বলে মাহেন্দ্রতে ওঠার চেষ্টা করছেন। এখানে নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি করে নিচ্ছেন বলে তিনিও অভিযোগ করেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন বলেন, যানবাহন এবং যাত্রী পারাপার নির্বিঘœ রাখতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় মিলে ১৮টি ফেরির মধ্যে ৯টি রো রো (বড়), ৪টি কেটাইপ (মাঝারী ও ৫টি ইউটিলিটি (ছোট) ফেরি রয়েছে। এ জন্য দৌলতদিয়া প্রান্তে ৪টি ঘাট সচল রাখা হয়েছে। তবে বৃষ্টি ও বর্ষার পানির কারনে নদী ভরাট হয়ে যাওয়ায় ঘাটগুলো সচল রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। এ কারনে তিনি ৭ নম্বর ঘাটের উজানে বিকল্প হিসেবে আরেকটি ৮নম্বর ঘাট নির্মাণের দাবী জানান।

বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. সহিদুল ইসলাম বলেন, কয়েকদিন আগে অস্বাভাবিক পানি বাড়ায়  অধিকাংশ ঘাটের র‌্যাম্পের মাথা তলিয়ে যাওয়ায় ফেরিতে গাড়ি ওঠানামায় সমস্যা হয়। দ্রুত ওইসব ঘাটতে লোওয়াটার লেভেল থেকে মিডওয়াটার লেভেলে স্থানান্তর করায় আপাতত চারটি ঘাটই সচল রয়েছে। পানি আরো বাড়তে থাকলে মিডওয়াটার থেকে হাইওয়াটার লেভেলে স্থানান্তরের জন্য সার্বক্ষনিক প্রস্তুত রয়েছেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়া ঘাটে মানুষের উপচে পড়া, বৃষ্টিতে বাড়তি ভোগান্তি

পোস্ট হয়েছেঃ ০৪:২১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ শান্তা আক্তার ও তার স্বামী হাসান মাহমুদ দুই সন্তানকে সাথে করে ভোর বেলায় কুষ্টিয়ার কুমারখালী গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করেন। ঢাকার গাবতলীতে দীর্ঘ সময় অপেক্ষার পর কোনভাবে পাটুরিয়া ঘাট পর্যন্ত লোকাল বাসে উঠে পড়েন। তাদের বাসটি পাটুরিয়া ঘাট থেকে প্রায় দুই কিলোমিটার দূরে নামিয়ে দেয়। আর এ সময় বিপত্তি বাদে বৃষ্টি। বৃষ্টিতে শিশু সন্তানদের নিয়ে পড়েন তারা মহাবিপাকে।

দৌলতদিয়ার ৪নম্বর ঘাটে আলাপকালে তারা বলেন, তারা উভয় একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত। ঈদের দুই-তিন দিন আগ থেকে ঘাট এলাকায় বাড়তি নানা ধরনের ঝক্কি ঝামেলা সৃষ্টি হয়। বাড়তি ভোগান্তি এড়াতে আমরা আজ ভোর বেলায় রওয়ানা করেছি। কিন্তু সমস্যা হয়েছে, পাটুরিয়া ঘাটের অদূরে বাস থেকে নামিয়ে দেওয়ায় পায়ে হেটে আসতে অনেক সমস্যায় পড়তে হয়েছে। বিশেষ করে বৃষ্টির কারনে বাচ্চা দুটিকে নিয়ে বাড়তি ভোগান্তি পোহাতে হয়েছে।

তামান্না সুলতানা নামের এক গৃহবধু বলেন, ঢাকা থেকে কোন দূরপাল্লার পরিবহন না পেয়ে তিনি পাটুরিয়া ঘাট পর্যন্ত লোকাল বাসে আসেন। তাদেরকে ঘাট থেকে প্রায় দুই কিলোমিটার দূরে নামিয়ে দেওয়ায় দীর্ঘপথ পায়ে হেটে পৌছতে হয়েছে। সঙ্গে থাকা তার শিশু সন্তান নিয়ে বৃষ্টির কারনে ভোগান্তিতে পড়েন। কোথাও দাঁড়ানোর জায়গা টুকো নেই। এরপর দীর্ঘপথ হেটে ঘাটে পৌছতে হয়েছে। নদী পাড়ি দিয়ে দৌলতদিয়ায় পৌছে গ্রামের বাড়ি পাংশা যাবেন বলে মাহেন্দ্রতে ওঠার চেষ্টা করছেন। এখানে নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি করে নিচ্ছেন বলে তিনিও অভিযোগ করেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন বলেন, যানবাহন এবং যাত্রী পারাপার নির্বিঘœ রাখতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় মিলে ১৮টি ফেরির মধ্যে ৯টি রো রো (বড়), ৪টি কেটাইপ (মাঝারী ও ৫টি ইউটিলিটি (ছোট) ফেরি রয়েছে। এ জন্য দৌলতদিয়া প্রান্তে ৪টি ঘাট সচল রাখা হয়েছে। তবে বৃষ্টি ও বর্ষার পানির কারনে নদী ভরাট হয়ে যাওয়ায় ঘাটগুলো সচল রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। এ কারনে তিনি ৭ নম্বর ঘাটের উজানে বিকল্প হিসেবে আরেকটি ৮নম্বর ঘাট নির্মাণের দাবী জানান।

বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. সহিদুল ইসলাম বলেন, কয়েকদিন আগে অস্বাভাবিক পানি বাড়ায়  অধিকাংশ ঘাটের র‌্যাম্পের মাথা তলিয়ে যাওয়ায় ফেরিতে গাড়ি ওঠানামায় সমস্যা হয়। দ্রুত ওইসব ঘাটতে লোওয়াটার লেভেল থেকে মিডওয়াটার লেভেলে স্থানান্তর করায় আপাতত চারটি ঘাটই সচল রয়েছে। পানি আরো বাড়তে থাকলে মিডওয়াটার থেকে হাইওয়াটার লেভেলে স্থানান্তরের জন্য সার্বক্ষনিক প্রস্তুত রয়েছেন।