০৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পাংশায় এমপি পুত্র মিতুলের উদ্যোগে এবার শিশু খাদ্য সামগ্রী বিতরণ শুরু

রাজবাড়ীমেইল ডেস্কঃ “সুস্থ্য শিশু আগামীর ভবিষ্যৎ এবং দুঃস্থ্য পরিবারের ৬ মাস থেকে দুই বছরের শিশু সন্তানের পাশে আমরা” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমের সার্বিক দিক-নির্দেশনায় তার জ্যেষ্ঠ পুত্র, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুলের উদ্যোগে এবারআদর্শ বাড়তি খাবার কর্মসূচীর আওতায় শিশু খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পাংশা ডাকবাংলো চত্বরে কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে আশিক মাহমুদ মিতুলের সভাপতিত্বে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রফিকুল ইসলাম, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এএফএম শফীউদ্দিন (পাতা), পাংশা পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দীপক কুমার কুন্ডু, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তরুন কুমার পাল ও ডা. নিপা নন্দী প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে শিশুদের পুষ্টিমান উন্নয়নে বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপির পুত্র ও আওয়ামী লীগ নেতা আশিক মাহমুদ মিতুলের ব্যতিক্রমধর্মী আদর্শ বাড়তি খাবার কর্মসূচী গ্রহণের জন্য প্রশংসা করেন। বর্তমান করোনা সংকট পরিস্থিতিতে এ কর্মসূচী দরিদ্র ও দুঃস্থ পরিবারের জন্য খুবই সহায়ক হবে বলে অভিমত ব্যক্ত করেন তারা। বক্তারা কর্মসূচীর সফলতা কামনা করেন।

আওয়ামী লীগ নেতা আশিক মাহমুদ মিতুল বলেন, বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপির সার্বিক দিক-নির্দেশনায় বর্তমান করোনা সংকট মোকাবেলায় কোনো ব্যক্তি যাতে অনাহারে না থাকে এবং চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে ইতোমধ্যে পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলায় ১২ হাজার দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, পাংশা বালিয়াকান্দি ও কালুখালী হাসপাতালে চিকিৎসা সরঞ্জামাদি, পিপিই ও মাস্ক বিতরণ, সাধারণ মানুষের মাঝে লিফলেট, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়েছে। পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলায় স্বাস্থ্য বিভাগের পাশাপাশি পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ে স্বাস্থ্য সেবাদানকারীদের ব্যক্তিগত সুরক্ষায় পিপিই ও মাস্ক বিতরণ করা হয়েছে।

এবারে দরিদ্র ও দুঃস্থ পরিবারের শিশুদের পুষ্টিমান উন্নয়নে শিশু খাদ্য বিতরণের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। প্রাথমিক ভাবে পাংশা পৌরসভার ৯টি ওয়ার্ডসহ উপজেলার ১০টি ইউনিয়নে ৫ হাজার পরিবার এবং বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার ৩ হাজার পরিবারের মাঝে বাশমতি চাল, ডাল, সুজি, মিস্টি কুমড়া, গাজর, আলু, চিনি, লবন, সরিষার তেল, পেঁয়াজ-রসুন প্রভৃতি সমন্বয়ে প্যাকেট ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে পাংশার এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মো. জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. তৈয়বুর রহমান, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিদুল ইসলাম মারুফ, সাবেক ছাত্রলীগ নেতা ও পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এসএসিএমও মনোয়ার হোসেন জনি প্রমূখ উপস্থিত ছিলেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

পাংশায় এমপি পুত্র মিতুলের উদ্যোগে এবার শিশু খাদ্য সামগ্রী বিতরণ শুরু

পোস্ট হয়েছেঃ ০৫:২৯:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ “সুস্থ্য শিশু আগামীর ভবিষ্যৎ এবং দুঃস্থ্য পরিবারের ৬ মাস থেকে দুই বছরের শিশু সন্তানের পাশে আমরা” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমের সার্বিক দিক-নির্দেশনায় তার জ্যেষ্ঠ পুত্র, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুলের উদ্যোগে এবারআদর্শ বাড়তি খাবার কর্মসূচীর আওতায় শিশু খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পাংশা ডাকবাংলো চত্বরে কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে আশিক মাহমুদ মিতুলের সভাপতিত্বে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রফিকুল ইসলাম, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এএফএম শফীউদ্দিন (পাতা), পাংশা পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দীপক কুমার কুন্ডু, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তরুন কুমার পাল ও ডা. নিপা নন্দী প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে শিশুদের পুষ্টিমান উন্নয়নে বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপির পুত্র ও আওয়ামী লীগ নেতা আশিক মাহমুদ মিতুলের ব্যতিক্রমধর্মী আদর্শ বাড়তি খাবার কর্মসূচী গ্রহণের জন্য প্রশংসা করেন। বর্তমান করোনা সংকট পরিস্থিতিতে এ কর্মসূচী দরিদ্র ও দুঃস্থ পরিবারের জন্য খুবই সহায়ক হবে বলে অভিমত ব্যক্ত করেন তারা। বক্তারা কর্মসূচীর সফলতা কামনা করেন।

আওয়ামী লীগ নেতা আশিক মাহমুদ মিতুল বলেন, বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপির সার্বিক দিক-নির্দেশনায় বর্তমান করোনা সংকট মোকাবেলায় কোনো ব্যক্তি যাতে অনাহারে না থাকে এবং চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে ইতোমধ্যে পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলায় ১২ হাজার দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, পাংশা বালিয়াকান্দি ও কালুখালী হাসপাতালে চিকিৎসা সরঞ্জামাদি, পিপিই ও মাস্ক বিতরণ, সাধারণ মানুষের মাঝে লিফলেট, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়েছে। পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলায় স্বাস্থ্য বিভাগের পাশাপাশি পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ে স্বাস্থ্য সেবাদানকারীদের ব্যক্তিগত সুরক্ষায় পিপিই ও মাস্ক বিতরণ করা হয়েছে।

এবারে দরিদ্র ও দুঃস্থ পরিবারের শিশুদের পুষ্টিমান উন্নয়নে শিশু খাদ্য বিতরণের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। প্রাথমিক ভাবে পাংশা পৌরসভার ৯টি ওয়ার্ডসহ উপজেলার ১০টি ইউনিয়নে ৫ হাজার পরিবার এবং বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার ৩ হাজার পরিবারের মাঝে বাশমতি চাল, ডাল, সুজি, মিস্টি কুমড়া, গাজর, আলু, চিনি, লবন, সরিষার তেল, পেঁয়াজ-রসুন প্রভৃতি সমন্বয়ে প্যাকেট ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে পাংশার এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মো. জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. তৈয়বুর রহমান, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিদুল ইসলাম মারুফ, সাবেক ছাত্রলীগ নেতা ও পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এসএসিএমও মনোয়ার হোসেন জনি প্রমূখ উপস্থিত ছিলেন।