Rajbarimail.com
ঢাকা, রবিবার , ২২ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. কৃষি ও অর্থনীতি

রাজবাড়ীতে মুড়িকাটা পেঁয়াজ পরিচর্জায় ব্যস্ত চাষীরা

রাজবাড়ী মেইল ডেস্ক
৩০ অক্টোবর ২০২১, ৯:০৮ অপরাহ্ণ

Link Copied!

শামিম রেজা, রাজবাড়ীঃ রাজবাড়ীতে পেঁয়াজের সুনাম রয়েছে বহু বছর আগে থেকেই। সারা দেশের উৎপাদিত পেঁয়াজের ১৪ শতাংশ পেঁয়াজ এই জেলাতে হয়। এ জেলায় প্রতি মৌসুমে মুড়িকাঁটা ও হালি- এই দুই জাতের পেঁয়াজ চাষ হয়। এরমধ্যে আগাম জাত হলো মুড়িকাটা।

এবারো জেলা সদর, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলায় এ জাতের পেঁয়াজের আবাদ হয়েছে। মুড়িকাঁটা পেঁয়াজ রোপনের 90 দিনের মধ্যে ফলন তোলা যায়। অনুকূল আবহাওয়ার কারণে এবার ভালো ফলনের আশায় চাষীরা। তবে সহজ শর্তে কৃষি ঋণ প্রদান ও ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধের দাবি চাষীদের। এদিকে কৃষি বিভাগ বলছে, পেঁয়াজ চাষীদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

সরেজমিন সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকায় দেখা যায়, ইতিমধ্যে মুড়ি কাটা পেঁয়াজ রোপন করে ফেলেছে চাষীরা। এখন পেঁয়াজ খেত পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছে। কেউ নিরানী দিচ্ছে, কেউ ওষুধ ছিটাচ্ছে। অক্টোবরে প্রথম সপ্তাহে রোপন করা মুড়িকাটা পেঁয়াজ তিন মাসের মধ্যে ঘরে উঠবে। আবহওয়া অনুকূলে থাকায় এবার পেঁয়াজের ভালো ফলন ও দাম পাওয়ার আশা চাষীদের।

কৃষক পিয়ার আলী জানায়, জমি চাষ, মুড়িকাটা পেঁয়াজ, সার, সেচ ও শ্রমিক খরচসহ ঘরে উঠানো পযর্ন্ত বিঘা প্রতি খরচ হয় ৭০-৮০ হাজার টাকা। আর বিঘা প্রতি পেয়াজ উৎপাদন হবে ৫০-৬০ মণ। গত বছর মুড়িকাটা পেয়াজে ভালো দাম পেয়েছিলো।

মো. ওয়াজেদ শেখ বলেন, পেঁয়াজের মণ কম পক্ষে দুই হাজারের বেশি টাকায় থাকতে হবে তাহলে কিছুটা লাভ থাকবে কৃষকের। আর কৃষক যখন পেঁয়াজ ঘরে তুলবে তখন ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করতে হবে। তাহলে কৃষক বাঁচবে।

আরেক কৃষক আবু বক্কর জানায়, গত বছর পেঁয়াজে ভালো ফলন পেয়েছে তিনি। এবারও ভালো ফলন হবে আশা করছে। তবে শঙ্কায় রয়েছে পেঁয়াজ ঘরে তোলার সময় ভারতের পেঁয়াজ আসলে ন্যায্য দাম পাওয়া নিয়ে। সেজন্য সরকারের কাছে দাবী ভারত থেকে পেঁয়াজ আমদানি না করবার জন্য।

সাদ্দাম হোসেন জানায়, অনেক কৃষকই দরিদ্র। নিজেদের জায়গা জমি না থাকার কারণে অন‍্যের জমি লিজ নিয়ে পেঁয়াজ আবাদ করে থাকে। জেলায় দরিদ্র কৃষকদের সরকারের থেকে কম সুধে ঋণ দিলে তারা আরও বেশি পেঁয়াজের আবাদ করবে। কৃষি বিভাগের তথ্য মতে, এই জেলায় দুই ধরনের পেঁয়াজ আবাদ হয়ে থাকে। মুড়িকাটা ও হালি পেয়াজ। গত বছর জেলায় ৩১ হাজার ৬৬৫ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। এরমধ্যে হালি পেঁয়াজ ২৬ হাজার ১৬৫ হেক্টর এবং মুড়িকাটা পেঁয়াজ ৫ হাজার ৫৫০ হেক্টর জমিতে। লক্ষ মাত্রা ছিলো ৪ লক্ষ ২ হাজার মেট্রিক টন। এবছরও লক্ষমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা কৃষি বিভাগের।

রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের, উপ-পরিচালক এস,এম,শহীদ নূর আকবর বলেন, সারা দেশের মধ্যে পেয়াজ উৎপাদনে রাজবাড়ী জেলা তৃতীয় অবস্থানে রয়েছে। পেঁয়াজ চাষে উদ্বুদ্ধ করতে চাষীদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। সেই সাথে কৃষকদের মাঝে সহজ শর্তে ঋণও দিয়ে থাকে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের বিজয় দিবস পালন

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

গোয়ালন্দে মাদক বিরোধী ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল

রাজবাড়ীতে গাঁজাসহ ‍যুবক গ্রেপ্তার

ফরিদপুরে হাজেরা বিবি পৌষ মেলা ১৭ ডিসেম্বর থেকে শুরু

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শেখ হাসিনার পরিবার দূর্নীতিগ্রস্থ, কোনদিন ক্ষমতায় আসতে পারবে নাঃ আসাদুজ্জামান রিপন

ফরিদপুরে বিআরডিবি কর্মচারী ইউনিয়নের কর্মী সমাবেশ

ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য শস্যক্রয় কেন্দ্র খোলা হবে -রাজবাড়ীতে শহীদুল ইসলাম

স্কুলের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ দুস্হ্য মানুষকে খাবার খাওয়ালো শিক্ষার্থীরা

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনডিপির প্রতিনিধি