০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পাংশায় বিএডিসি-ক্ষুদ্র সেচ দপ্তরের সহকারী মেকানিক ফারুক আহমেদ’র ইন্তেকাল

রাজবাড়ীমেইল ডেস্কঃ বিএডিসি (ক্ষুদ্রসেচ) পাংশা জোনের সহকারী মেকানিক ফারুক আহমেদ (৫৭) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল শুক্রবার দুপুর সোয়া দুইটার দিকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা যায়, বেশ কিছুদিন যাবত দুরারোগ্য জটিল রোগে ভুগছিলেন তিনি। ভারতসহ দেশের বিভিন্ন স্থানে তার চিকিৎসা চলে। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানী ঢাকার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

এদিকে, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতেই পাংশা শহরের পূর্ব রেলগেট সংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গনে জানাজার নামাজ শেষে পৌরসভার কেন্দ্রীয় গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। জানাজার নামাজে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা সন্তান এছাড়া ২ ভাই, ৫ বোনসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

বিএডিসি (ক্ষুদ্রসেচ) পাংশা জোনের সহকারী প্রকৌশলী মো. কামাল উদ্দিন ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. ইদ্রিস আলীসহ দপ্তরের কর্মকর্তারা সহকারী মেকানিক ফারুক আহমেদের অকাল মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেন। বিএডিসি (ক্ষুদ্রসেচ) পাংশা জোন অফিসে সুনামের সাথে দায়িত্ব পালন করেন তিনি। তার বাড়ী পাংশা পৌরসভার দক্ষিণ-পূর্ব নারায়নপুর গ্রামে। পিতার নাম মৃত নুরুল ইসলাম।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

পাংশায় বিএডিসি-ক্ষুদ্র সেচ দপ্তরের সহকারী মেকানিক ফারুক আহমেদ’র ইন্তেকাল

পোস্ট হয়েছেঃ ০৬:৩৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ বিএডিসি (ক্ষুদ্রসেচ) পাংশা জোনের সহকারী মেকানিক ফারুক আহমেদ (৫৭) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল শুক্রবার দুপুর সোয়া দুইটার দিকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা যায়, বেশ কিছুদিন যাবত দুরারোগ্য জটিল রোগে ভুগছিলেন তিনি। ভারতসহ দেশের বিভিন্ন স্থানে তার চিকিৎসা চলে। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানী ঢাকার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

এদিকে, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতেই পাংশা শহরের পূর্ব রেলগেট সংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গনে জানাজার নামাজ শেষে পৌরসভার কেন্দ্রীয় গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। জানাজার নামাজে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা সন্তান এছাড়া ২ ভাই, ৫ বোনসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

বিএডিসি (ক্ষুদ্রসেচ) পাংশা জোনের সহকারী প্রকৌশলী মো. কামাল উদ্দিন ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. ইদ্রিস আলীসহ দপ্তরের কর্মকর্তারা সহকারী মেকানিক ফারুক আহমেদের অকাল মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেন। বিএডিসি (ক্ষুদ্রসেচ) পাংশা জোন অফিসে সুনামের সাথে দায়িত্ব পালন করেন তিনি। তার বাড়ী পাংশা পৌরসভার দক্ষিণ-পূর্ব নারায়নপুর গ্রামে। পিতার নাম মৃত নুরুল ইসলাম।