০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দ হাসপাতালে অচেতন অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অচেতন অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তি (৪৫) আজ সেমাবার দুপুরে মারা গেছে। দুপুরে পুলিশ লাশটি হাসপাতাল থেকে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে প্রেরণ করেছে। এর আগে গতকাল রোববার সন্ধ্যার দিকে অচেতন অবস্থায় দৌলতদিয়া ঘাট থেকে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। চিকিৎসারত অবস্থায় আজ সোমবার দুপুরে সে মারা যান।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও নিতাই কুমার ঘোষ জানান, রোববার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানাল ঘাট সংলগ্ন বেসরকারী সংস্থা ‘আশা’ কার্যালয়ের সামনে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে (৪৫) স্থানীয় অটোরিক্সা চালক পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তাকে চিকিৎসা দেওয়া হলেও চিকিৎসারত অবস্থায় আজ সোমবার দুপুর ১২টার দিকে তিনি মারা যান। তার পড়নে শার্ট ও লুঙ্গি ছিল। বিষয়টি গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে অবগত করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে অজ্ঞাত দুর্বৃত্তরা চেতনা নাশক জাতীয় কিছু খাওয়ানোর পর তাকে ওই স্থানে ফেলে রেখে গেছে। সেটা বিষ জাতীয় হতে পারে, আবার ঘুমের ওষুধও হতে পারে। তবে প্রকৃত বিষয়টি ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, অজ্ঞাত কোন স্থান থেকে চেতনা নাশক কিছু খাওয়ানোর পর দুর্বৃত্তরা মধ্য বয়সী ওই ব্যক্তিকে দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় ফেলে যায়। স্থানীয় এক ব্যক্তি উদ্ধার করে হাসপাতালে আনে। আজ দুপুরের দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

তিনি আরো বলেন, তার কোন পরিচয় পাওয়া যায়নি বলে আমরা প্রাথমিকভাবে সকল ধরনের নমুনা সংগ্রহণ করছি। যতে করে পরবর্তীতে প্রয়োজনে ডিএনও পরীক্ষা করেও লাশের পরিচয় শনাক্ত করা যায়। সেই সাথে পরিচয় পাওয়া না গেলে ময়না তদন্ত শেষে আঞ্জুমান মফিদুলের কাছে লাশটির হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দ হাসপাতালে অচেতন অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

পোস্ট হয়েছেঃ ০৭:৩৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অচেতন অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তি (৪৫) আজ সেমাবার দুপুরে মারা গেছে। দুপুরে পুলিশ লাশটি হাসপাতাল থেকে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে প্রেরণ করেছে। এর আগে গতকাল রোববার সন্ধ্যার দিকে অচেতন অবস্থায় দৌলতদিয়া ঘাট থেকে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। চিকিৎসারত অবস্থায় আজ সোমবার দুপুরে সে মারা যান।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও নিতাই কুমার ঘোষ জানান, রোববার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানাল ঘাট সংলগ্ন বেসরকারী সংস্থা ‘আশা’ কার্যালয়ের সামনে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে (৪৫) স্থানীয় অটোরিক্সা চালক পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তাকে চিকিৎসা দেওয়া হলেও চিকিৎসারত অবস্থায় আজ সোমবার দুপুর ১২টার দিকে তিনি মারা যান। তার পড়নে শার্ট ও লুঙ্গি ছিল। বিষয়টি গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে অবগত করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে অজ্ঞাত দুর্বৃত্তরা চেতনা নাশক জাতীয় কিছু খাওয়ানোর পর তাকে ওই স্থানে ফেলে রেখে গেছে। সেটা বিষ জাতীয় হতে পারে, আবার ঘুমের ওষুধও হতে পারে। তবে প্রকৃত বিষয়টি ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, অজ্ঞাত কোন স্থান থেকে চেতনা নাশক কিছু খাওয়ানোর পর দুর্বৃত্তরা মধ্য বয়সী ওই ব্যক্তিকে দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় ফেলে যায়। স্থানীয় এক ব্যক্তি উদ্ধার করে হাসপাতালে আনে। আজ দুপুরের দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

তিনি আরো বলেন, তার কোন পরিচয় পাওয়া যায়নি বলে আমরা প্রাথমিকভাবে সকল ধরনের নমুনা সংগ্রহণ করছি। যতে করে পরবর্তীতে প্রয়োজনে ডিএনও পরীক্ষা করেও লাশের পরিচয় শনাক্ত করা যায়। সেই সাথে পরিচয় পাওয়া না গেলে ময়না তদন্ত শেষে আঞ্জুমান মফিদুলের কাছে লাশটির হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছি।