মইনুল হক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাই স্কুল মাঠে রোববার ৫২ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কোরআন তেলাওয়াত, গীতাপাঠ, জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বেলুন উড়ানো, মশাল দৌড় এবং শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী অনুষ্ঠান।
এতে গোয়ালন্দ উপজেলার মাধ্যমিক পর্যায়ে ৫২ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং শপথবাক্য পাঠ করান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান।
জামতলা দাখিল মাদ্রাসার শিক্ষক রেহেনা পারভীন ও দৌলতদিয়া মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক জুয়েল গায়ান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলাম সহ মাধ্যমিক প্রতিষ্ঠানের সকল প্রধান শিক্ষক, সুপার ও ক্রীড়া শিক্ষকবৃন্দ। প্রতিযোগিতায় উপজেলার সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নিচ্ছে।