০৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মায় এক জেলের জালে ধরা পড়েছে দুটি বড় আকারের পাঙ্গাস ও কাতল

মোজাম্মেল হোসেন ও মইন মৃধাঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে এক জেলের জালে দুটি বড় আকারের পাঙ্গাস ও কাতল মাছ ধরা পড়েছে। ওই জেলের নাম গোপাল হালদার। সোমবার ভোরের দিকে জালে প্রথমে প্রায় ১৮ কেজি ওজনের পাঙ্গাস এবং বেলা ১১ টার দিকে প্রায় ১৬ কেজি ৫০০ গ্রাম ওজনের কাতল মাছ আটকা পড়ে।

জেলে গোপাল হালদারের কাছ থেকে পাঙ্গাস মাছটি স্থানীয় জেলে লাল চাঁদ ১১০০ টাকা কেজি দরে ১৯ হাজার ৮০০ টাকায় কিনেন। কাতল মাছটি ১৩০০ টাকা কেজি দরে ২১ হাজার ৪৫০ টাকায় স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাজাহান শেখ কিনে নেন।

দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী লাল চাঁদ বলেন, সকালে দৌলতদিয়ার ৬ নম্বর ফেরি ঘাটের কাছে জেলেরা নৌকা ভেড়ালে সেখানে তিনি মাছ কিনতে যান। এসময় গোপাল হালদারের নৌকা থেকে তাকে বড় পাঙ্গাস আছে বলে জানান। নৌকায় দেখতে পান বড় আকারের পাঙ্গাস মাছ। নৌকা থেকে দরদাম করে ১১০০ টাকা কেজি দরে পাঙ্গাস কিনে নেন। এসময় দেখেন মাছটির ওজন প্রায় ১৮ কেজি। তিনি ঢাকায় বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছেন। ১২০০ টাকা কেজি দরে বিক্রি করবেন বলে স্থীর করেছেন বলে জানান।

৫ নম্বর ফেরি ঘাট সংলগ্ন শাকিল সোহান মৎস্য আড়ৎ ঘরের সত্বাধিকারী শাজাহান শেখ বলেন, বেলা এগারটার দিকে ৬ নম্বর ফেরি ঘাটে গোপাল হালদারের জালে বড় কাতল মাছ পেয়েছেন বলে জানতে পেরে তিনি নৌকা থেকে ১৩০০ টাকা কেজি দরে কাতল মাছটি কিনে নেন। নদীর ওপর তুলে ওজন দিয়ে দেখেন কাতলের ওজন প্রায় ১৬ কেজি ৫০০ গ্রাম। মাছটি তিনি আড়ত ঘরে নিয়ে এসে বিক্রির প্রস্তুতি নিতে থাকেন। ঢাকার পরিচিতদের সাথে যোগাযোগ করেন। ঢাকার এক রিক্সা গ্যারেজ মালিকের কাছে ১৩৫০ টাকা দরে বিক্রি করেন। তার আগে তাজা কাতল মাছের একটি ভিডিও ফুটেজ পাঠান। ফুটেজ দেখে তিনি দ্রুত মাছটি পাঠিয়ে দিতে বলেন। তিনি দ্রুত মাছটি পাঠানোর ব্যবস্থা করছেন। একই সাথে তিনটি পদ্মার এক ওজনের ইলিশও পাঠান।

জেলে গোপাল হালদার জানান, রোববার রাতে সহকর্মীদের নিয়ে নদীতে যান। রাতে ভালো মাছ না পেলেও সোমবার ভোরে বাহির চর দৌলতদিয়ার পদ্মা থেকে বড় পাঙ্গাস মাছ জালে আটকা পড়ে। প্রায় ৫ ঘন্টা পর পদ্মা ও যমুনা নদীর মিলনস্থলে কোনা জালে কাতল মাছটি ধরা পড়ে। একত্রে দুটি বড় মাছ তাদের জালে ধরা পড়ায় সবাই চরম খুশি। তার মতে এই বর্ষায় ইদানিং বড় মাছ ধরা পড়ছে। এভাবে মাছ ধরা পড়লে জেলেদের তেমন সমস্যা থাকবে না বলেও তিনি মন্তব্য করেন।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, প্রথম দফায় বন্যার পানি যখন বাড়তে ছিল তখন কিছু মাছ জেলেরা ধরতে পারে। পানি কমতে থাকায় মাছ ওঠা অনেকটা কমে যায়। তিন দিন ধরে নতুন করে দ্বিতীয় দফায় পদ্মায় পানি বাড়তে থাকায় ফের কিছু মাছ ধরা পড়েছে। তবে মাঝেমধ্যে বড় মাছ ধরা পড়ায় এটা সবার জন্য সুখের খবর বলে মনে করছি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

পদ্মায় এক জেলের জালে ধরা পড়েছে দুটি বড় আকারের পাঙ্গাস ও কাতল

পোস্ট হয়েছেঃ ০৮:৩৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০

মোজাম্মেল হোসেন ও মইন মৃধাঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে এক জেলের জালে দুটি বড় আকারের পাঙ্গাস ও কাতল মাছ ধরা পড়েছে। ওই জেলের নাম গোপাল হালদার। সোমবার ভোরের দিকে জালে প্রথমে প্রায় ১৮ কেজি ওজনের পাঙ্গাস এবং বেলা ১১ টার দিকে প্রায় ১৬ কেজি ৫০০ গ্রাম ওজনের কাতল মাছ আটকা পড়ে।

জেলে গোপাল হালদারের কাছ থেকে পাঙ্গাস মাছটি স্থানীয় জেলে লাল চাঁদ ১১০০ টাকা কেজি দরে ১৯ হাজার ৮০০ টাকায় কিনেন। কাতল মাছটি ১৩০০ টাকা কেজি দরে ২১ হাজার ৪৫০ টাকায় স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাজাহান শেখ কিনে নেন।

দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী লাল চাঁদ বলেন, সকালে দৌলতদিয়ার ৬ নম্বর ফেরি ঘাটের কাছে জেলেরা নৌকা ভেড়ালে সেখানে তিনি মাছ কিনতে যান। এসময় গোপাল হালদারের নৌকা থেকে তাকে বড় পাঙ্গাস আছে বলে জানান। নৌকায় দেখতে পান বড় আকারের পাঙ্গাস মাছ। নৌকা থেকে দরদাম করে ১১০০ টাকা কেজি দরে পাঙ্গাস কিনে নেন। এসময় দেখেন মাছটির ওজন প্রায় ১৮ কেজি। তিনি ঢাকায় বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছেন। ১২০০ টাকা কেজি দরে বিক্রি করবেন বলে স্থীর করেছেন বলে জানান।

৫ নম্বর ফেরি ঘাট সংলগ্ন শাকিল সোহান মৎস্য আড়ৎ ঘরের সত্বাধিকারী শাজাহান শেখ বলেন, বেলা এগারটার দিকে ৬ নম্বর ফেরি ঘাটে গোপাল হালদারের জালে বড় কাতল মাছ পেয়েছেন বলে জানতে পেরে তিনি নৌকা থেকে ১৩০০ টাকা কেজি দরে কাতল মাছটি কিনে নেন। নদীর ওপর তুলে ওজন দিয়ে দেখেন কাতলের ওজন প্রায় ১৬ কেজি ৫০০ গ্রাম। মাছটি তিনি আড়ত ঘরে নিয়ে এসে বিক্রির প্রস্তুতি নিতে থাকেন। ঢাকার পরিচিতদের সাথে যোগাযোগ করেন। ঢাকার এক রিক্সা গ্যারেজ মালিকের কাছে ১৩৫০ টাকা দরে বিক্রি করেন। তার আগে তাজা কাতল মাছের একটি ভিডিও ফুটেজ পাঠান। ফুটেজ দেখে তিনি দ্রুত মাছটি পাঠিয়ে দিতে বলেন। তিনি দ্রুত মাছটি পাঠানোর ব্যবস্থা করছেন। একই সাথে তিনটি পদ্মার এক ওজনের ইলিশও পাঠান।

জেলে গোপাল হালদার জানান, রোববার রাতে সহকর্মীদের নিয়ে নদীতে যান। রাতে ভালো মাছ না পেলেও সোমবার ভোরে বাহির চর দৌলতদিয়ার পদ্মা থেকে বড় পাঙ্গাস মাছ জালে আটকা পড়ে। প্রায় ৫ ঘন্টা পর পদ্মা ও যমুনা নদীর মিলনস্থলে কোনা জালে কাতল মাছটি ধরা পড়ে। একত্রে দুটি বড় মাছ তাদের জালে ধরা পড়ায় সবাই চরম খুশি। তার মতে এই বর্ষায় ইদানিং বড় মাছ ধরা পড়ছে। এভাবে মাছ ধরা পড়লে জেলেদের তেমন সমস্যা থাকবে না বলেও তিনি মন্তব্য করেন।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, প্রথম দফায় বন্যার পানি যখন বাড়তে ছিল তখন কিছু মাছ জেলেরা ধরতে পারে। পানি কমতে থাকায় মাছ ওঠা অনেকটা কমে যায়। তিন দিন ধরে নতুন করে দ্বিতীয় দফায় পদ্মায় পানি বাড়তে থাকায় ফের কিছু মাছ ধরা পড়েছে। তবে মাঝেমধ্যে বড় মাছ ধরা পড়ায় এটা সবার জন্য সুখের খবর বলে মনে করছি।