০৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দ পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি হলেন নজরুল ইসলাম

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সভাপতি কাকলী নজরুল ওরফে তামান্না সভাপতির দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় ১নং জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে। গত ৮ আগষ্ট কাকলী নজরুল ওরফে তামান্না দায়িত্ব পালনের অপারগতা প্রকাশ করে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিতভাবে আবেদন জানান।

দলীয় সূত্র জানায়, পৌর আওয়ামী লীগের সভাপতি কাকলী নজরুল ওরফে তামান্নার আবেদনের প্রেক্ষিতে দুই দিন পর ১০ আগষ্ট উপজেলা আ.লীগের সভাপতি মো. নুরুজ্জামান মিয়া ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব কুমার ঘোষ স্বাক্ষরিত দলীয় প্যাডে নজরুল ইসলামের ওপর দায়িত্ব পালন করতে বলা হয়।

কাকলী নজরুল আবেদন পত্রে উল্লেখ করেন, গত ২০১৯ সালের ৭ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত দলীয় কাউন্সিলে আমি সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের প্রথম কোন নারী সভাপতি নির্বাচিত হই। বিষয়টি আমার ও আমার পরিবারের কাছে অত্যান্ত সম্মানের। কিন্তু বর্তমানে আমার উচ্চ শিক্ষার জন্য ও পারিবারিক নানা সমস্যার কারণে সভাপতির দায়িত্ব পালন কষ্টকর হয়ে যাচ্ছে। তবে দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বঙ্গবন্ধুর আর্দশের প্রতি সব সময় আমার আনুগত্য প্রকাশ ও ভালোবাসা থাকবে। সময় পেলেই দলীয় কর্মকা-ে অংশ গ্রহণ করবেন।

এদিকে গত বছরের ৭ ডিসেম্বর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলের সময় নজরুল ইসলাম একটি হত্যা মামলায় র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়ে রাজবাড়ী জেলা কারাগারে থাকেন। যে কারণে তিনি সরাসরি কাউন্সিলে অংশ গ্রহণ করতে পারেননি। এসময় নজরুল ইসলামের স্ত্রী কাকলী নজরুল ওরফে তামান্না স্বামীর প্রতিনিধিত্ব করতেই সভাপতি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে কাউন্সিলরদের ভোটে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে গোয়ালন্দ উপজেলায় প্রথম কোন নারী সভাপতি ও সফিকুল ইসলাম সুজ্জল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কাউন্সিলর পরবর্তী সময় দলীয় সভায় সকলের সর্ব সম্মতিক্রমে নজরুল ইসলামকে ১নং জ্যেষ্ঠ সহ-সভাপতি করা হয়। তাঁর স্ত্রী কাকলীর অব্যাহতি ঘোষণায় নজরুল ইসলাম ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন।

নজরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে দলীয় নেতাকর্মীর সকলের সহযোগিতা চাই। বিগত দিনেও যেমন দলের জন্য নিজের শ্রম-ঘাম দিয়েছি। ইনশাআল্লাহ আগামীতেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সর্বত্র কাজ করে যাব।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দ পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি হলেন নজরুল ইসলাম

পোস্ট হয়েছেঃ ০৮:০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সভাপতি কাকলী নজরুল ওরফে তামান্না সভাপতির দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় ১নং জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে। গত ৮ আগষ্ট কাকলী নজরুল ওরফে তামান্না দায়িত্ব পালনের অপারগতা প্রকাশ করে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিতভাবে আবেদন জানান।

দলীয় সূত্র জানায়, পৌর আওয়ামী লীগের সভাপতি কাকলী নজরুল ওরফে তামান্নার আবেদনের প্রেক্ষিতে দুই দিন পর ১০ আগষ্ট উপজেলা আ.লীগের সভাপতি মো. নুরুজ্জামান মিয়া ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব কুমার ঘোষ স্বাক্ষরিত দলীয় প্যাডে নজরুল ইসলামের ওপর দায়িত্ব পালন করতে বলা হয়।

কাকলী নজরুল আবেদন পত্রে উল্লেখ করেন, গত ২০১৯ সালের ৭ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত দলীয় কাউন্সিলে আমি সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের প্রথম কোন নারী সভাপতি নির্বাচিত হই। বিষয়টি আমার ও আমার পরিবারের কাছে অত্যান্ত সম্মানের। কিন্তু বর্তমানে আমার উচ্চ শিক্ষার জন্য ও পারিবারিক নানা সমস্যার কারণে সভাপতির দায়িত্ব পালন কষ্টকর হয়ে যাচ্ছে। তবে দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বঙ্গবন্ধুর আর্দশের প্রতি সব সময় আমার আনুগত্য প্রকাশ ও ভালোবাসা থাকবে। সময় পেলেই দলীয় কর্মকা-ে অংশ গ্রহণ করবেন।

এদিকে গত বছরের ৭ ডিসেম্বর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলের সময় নজরুল ইসলাম একটি হত্যা মামলায় র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়ে রাজবাড়ী জেলা কারাগারে থাকেন। যে কারণে তিনি সরাসরি কাউন্সিলে অংশ গ্রহণ করতে পারেননি। এসময় নজরুল ইসলামের স্ত্রী কাকলী নজরুল ওরফে তামান্না স্বামীর প্রতিনিধিত্ব করতেই সভাপতি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে কাউন্সিলরদের ভোটে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে গোয়ালন্দ উপজেলায় প্রথম কোন নারী সভাপতি ও সফিকুল ইসলাম সুজ্জল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কাউন্সিলর পরবর্তী সময় দলীয় সভায় সকলের সর্ব সম্মতিক্রমে নজরুল ইসলামকে ১নং জ্যেষ্ঠ সহ-সভাপতি করা হয়। তাঁর স্ত্রী কাকলীর অব্যাহতি ঘোষণায় নজরুল ইসলাম ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন।

নজরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে দলীয় নেতাকর্মীর সকলের সহযোগিতা চাই। বিগত দিনেও যেমন দলের জন্য নিজের শ্রম-ঘাম দিয়েছি। ইনশাআল্লাহ আগামীতেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সর্বত্র কাজ করে যাব।