০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে যুব মহিলা লীগ নেত্রী রুমানার মৃত্যু

ইমরান মনিম, রাজবাড়ীঃ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুমানা আক্তারের (২৫) মৃত্যু হয়েছে। রুমানা আক্তার মিজানপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মৃত বাবুর মেয়ে। তার ১১ বছর বয়সী এক ছেলে রয়েছে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি ছেলেসহ বাবার বাড়িতে বসবাস করতেন।

মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. টুকু মিজি জানান, রুমানা আক্তার মিজানপুর ইউনিয়ন যুব মহিলালীগের সাধারন সম্পাদক ছিলেন। বুধবার রুমানার ভাই আমাকে ফোনে জানায়, “রুমানার প্রচন্ড জ্বর, তার অবস্থা ভলোন“। তখন আমি শহরের প্রাইভেট মেডিক্যাল সেন্ট্রাল হাসপাতালে নিতে বলি। সেখানে তার ডেঙ্গু ধরা পরে।

পরে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে তার অবস্থার অবনতি হতে থাকলে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। অবস্থা আরে খারাপ হলে ফরিদপুর থেকে তাকে ডাক্তার ঢাকায় উন্নত চিকিৎসা করতে পাঠালে বৃষ্টি ও যানজটের কারনে ঢাকায় পৌছাতে পারেনি। পথিমধ্যে রাস্তায় তার মৃত্যু হয়। পরে ফরিদপুর মেডিক্যালে তাকে আনা হলে ডা. তাকে মৃত ঘোষনা করে। শুক্রবার জুম্মা বাদ রুমানার জানাযা শেষে তার মরদেহ দাফন করা হয়।

পরিবারের সদস্যরা জানায়, বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে তার রক্তের প্লাটিলেট কমে গেলে চিকিৎসকদের পরামর্শে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে বিকেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। অ্যাম্বুলেন্সে করে ঢাকা নেয়ার পথে রাস্তায় যানজট থাকায় দেরি হয়ে যায়। রাত ১১ টার দিকে পদ্মা সেতু পার হবার পর রুমানা আক্তার মারা যান।

এ নিয়ে রাজবাড়ীর ৫ জন ডেঙ্গু রোগী ফরিদপুর মেডিকেল ও ঢাকায় মৃত্যু হয়।

এ দিকে গত ২৪ ঘন্টায় জেলায় আরো ৪২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে।সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২০৪৯ জন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে যুব মহিলা লীগ নেত্রী রুমানার মৃত্যু

পোস্ট হয়েছেঃ ০৬:৫৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩

ইমরান মনিম, রাজবাড়ীঃ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুমানা আক্তারের (২৫) মৃত্যু হয়েছে। রুমানা আক্তার মিজানপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মৃত বাবুর মেয়ে। তার ১১ বছর বয়সী এক ছেলে রয়েছে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি ছেলেসহ বাবার বাড়িতে বসবাস করতেন।

মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. টুকু মিজি জানান, রুমানা আক্তার মিজানপুর ইউনিয়ন যুব মহিলালীগের সাধারন সম্পাদক ছিলেন। বুধবার রুমানার ভাই আমাকে ফোনে জানায়, “রুমানার প্রচন্ড জ্বর, তার অবস্থা ভলোন“। তখন আমি শহরের প্রাইভেট মেডিক্যাল সেন্ট্রাল হাসপাতালে নিতে বলি। সেখানে তার ডেঙ্গু ধরা পরে।

পরে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে তার অবস্থার অবনতি হতে থাকলে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। অবস্থা আরে খারাপ হলে ফরিদপুর থেকে তাকে ডাক্তার ঢাকায় উন্নত চিকিৎসা করতে পাঠালে বৃষ্টি ও যানজটের কারনে ঢাকায় পৌছাতে পারেনি। পথিমধ্যে রাস্তায় তার মৃত্যু হয়। পরে ফরিদপুর মেডিক্যালে তাকে আনা হলে ডা. তাকে মৃত ঘোষনা করে। শুক্রবার জুম্মা বাদ রুমানার জানাযা শেষে তার মরদেহ দাফন করা হয়।

পরিবারের সদস্যরা জানায়, বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে তার রক্তের প্লাটিলেট কমে গেলে চিকিৎসকদের পরামর্শে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে বিকেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। অ্যাম্বুলেন্সে করে ঢাকা নেয়ার পথে রাস্তায় যানজট থাকায় দেরি হয়ে যায়। রাত ১১ টার দিকে পদ্মা সেতু পার হবার পর রুমানা আক্তার মারা যান।

এ নিয়ে রাজবাড়ীর ৫ জন ডেঙ্গু রোগী ফরিদপুর মেডিকেল ও ঢাকায় মৃত্যু হয়।

এ দিকে গত ২৪ ঘন্টায় জেলায় আরো ৪২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে।সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২০৪৯ জন।