০৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

অরক্ষিত দৌলতদিয়া-পাটুরিয়াঃ ফেরিতে জুয়া ও পন্যবাহী বাল্কহেডে ছিনতাই-চাঁদাবাজির অভিযোগ

রাকিবুল হকঃ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথ অনেকটা অরক্ষিত হয়ে পড়েছে। যে কারণে মাঝেমধ্যে নৌযানগুলিতে ঘটছে দুর্ঘটনা। ফেরিতে জুয়ার আসর বসিয়ে যাত্রীদের টাকা পয়সা, মূল্যবান জিনিসপত্র কেড়ে নিচ্ছে। পন্যবাহি বাল্কহেড থেকে চাঁদাবাজি করছে।

ভুক্তভোগীদের সাথে কথা বলে ও ঘাট সংশ্লিষ্টরা জানায়, দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট দিয়ে প্রতিদিন গড়ে প্রায় চার হাজার যানবাহন এবং প্রায় অর্ধলক্ষ মানুষ পারাপার হয়। যাত্রী ও যানবাহন পারাপার এবং নৌপথ নিরাপদ রাখতে দুই ঘাটে স্থাপন করা হয়েছে নৌ-ফাঁড়ি। নৌযানের নিরাপত্তা প্রদান এবং অপরাধ রোধ করতে নৌপুলিশের নিয়মিত তদারকির কথা থাকলেও তেমনটি দেখা যায়না। এতে অনেকটা অরক্ষিত থাকায় অপরাধীরা সহজেই অপরাধ ঘটিয়ে কেটে পড়ছে।

কুয়াশায় ১৮ জানুয়ারী রাত আড়াইটা থেকে পরদিন বেলা ১১টা পর্যন্ত ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া ৫নম্বর ঘাটে নোঙর করে ছিল বড় ফেরি ভাষা শহীদ বরকত। ঝিনাইদার শৈলকুপা উপজেলা নির্বাচন কার্যালয়ের অফিস সহায়ক খোকন বিশ্বাস অফিসের কাজে  ঢাকায় যাচ্ছিলেন। ফেরিতে ওঠলেও ফেরি বন্ধ থাকায় বাসেই বসে থাকেন। প্রকৃতির ডাকে বাইরে যেতে বাস থেকে নেমে দেখেন ৬-৭জন বাতি জ্বালিয়ে জুয়া খেলছে। কাছে এগোতেই জুয়াড়িরা তার মানিব্যাগ ছিনিয়ে নেয়।

তিনি জানান, তার ঢাকায় যাওয়া আসার ভাড়া হিসেবে মানিব্যাগে ৫ হাজার টাকা ছিল। ছিনতাই, ছিনতাই বলে চিৎকার করে পিছনে দৌড়াতে থাকলেও কেউ এগিয়ে আসেনি। স্থানীয় অনেকেই জানায়, ওদের পিছনে গেলে চাকু ঢুকিয়ে দিতে পারে। পরে রাস্তায় থাকা নৌপুলিশকে বললাম, তারা কর্নপাত করলোনা।

নিয়মিত এমন জুয়া দেখার প্রত্যক্ষদর্শী দিগন্ত পরিবহনের তত্বাবধায়ক সোহাগ মিয়া বলেন, আগে জুয়া তেমন দেখতামনা। নিয়মিত আসা যাওয়ার সময় প্রায় রাতে দেখছি। বিশেষ করে পাটুরিয়া থেকে ফেরি ছাড়লে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে ফেরিতে উঠে বাতি নিয়ে ৫-৭জন তাস নিয়ে বসে পড়ে। যাত্রীরা কৌতুহলে খেলায় অংশ নিলে সবকিছু কেড়ে নিচ্ছে। কেউ দেখতে দাড়ালেও সর্বশ্ব হারাচ্ছে।

৯ জানুয়ারী রাতে মাগুরা থেকে আসা কাভারভ্যান ফেরিতে ওঠার সময় কয়েকজন গাড়ির গতিরোধ করে ১০ হাজার টাকা চাঁদাদাবি করে। দিতে অস্বীকার করলে চালক জহিরুল ইসলাম ও গাড়ির কোম্পানীর সেলসম্যান মো. মোস্তফাকে মারধর করে ৩,৯০০ টাকা কেড়ে নেয়। থানা পুলিশ এ অভিযোগে হান্নান শিকদার (২২) ও ফিরোজ প্রামানিক (২২) নামের দুইজনকে গ্রেপ্তার করে।

৩০ ডিসেম্বর নাজিরগঞ্জ থেকে বালু বোঝাই করে ফরিদপুরগামী বাল্কহেড দুর্ঘটনা এড়াতে রাতে দৌলতদিয়ার লালু মন্ডল পাড়ায় নোঙর করে। পরদিন সন্ধ্যার পর স্থানীয় নিজাম মন্ডল, জব্বার প্রামানিক, আলী, মো. শহিদ, মো. হাবিসহ কয়েকজন চালকের কাছে চাঁদাদাবি করে। দিতে অস্বীকৃতি জানালে চালক আসাদুজ্জামান খান, কর্মচারী মো. মুসা ও মো. বাবুকে মারধর করে টাকা-পয়সা কেড়ে নেয়। খবর পেয়ে নৌপুলিশ হাতেনাতে নিজাম মন্ডলকে আটক করে।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আব্দুল মোন্নাফ বলেন, দৌলতদিয়া-পাটুরিয়ায় ১৬-১৭টি ফেরি চলে। আমার অফিসারসহ ষ্টাফ রয়েছে মাত্র ১৭জন। সব ফেরিতে কিভাবে নিরাপত্তা দেওয়া সম্ভব? জুয়াড়িরা সুযোগ পেলে পাটুরিয়া থেকে ফেরিতে উঠে। তারপরও আমাদের তৎপরতায় কয়েক জুয়াড়িকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

নৌপুলিশ ফরিদপুর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত পুলিশ মোহা. আব্দুল্লাহ আরিফ বলেন, চাঁদাবাজির ঘটনা পাবনা অঞ্চলের মধ্যে। অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে আমাদের অতিরিক্ত পুলিশ সুপারকে সরিয়ে দেওয়া হয়েছে। ফেরিতে জুয়ার বিষয়ে আমরা ফরিদপুরে সভা করেছি। রাজবাড়ী জেলা পুলিশের কাছে জুয়াড়িদের তালিকা চেয়েছি। তালিকা পেলে বাড়ি গিয়ে গ্রেপ্তার করা হবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

অরক্ষিত দৌলতদিয়া-পাটুরিয়াঃ ফেরিতে জুয়া ও পন্যবাহী বাল্কহেডে ছিনতাই-চাঁদাবাজির অভিযোগ

পোস্ট হয়েছেঃ ১০:৪২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১

রাকিবুল হকঃ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথ অনেকটা অরক্ষিত হয়ে পড়েছে। যে কারণে মাঝেমধ্যে নৌযানগুলিতে ঘটছে দুর্ঘটনা। ফেরিতে জুয়ার আসর বসিয়ে যাত্রীদের টাকা পয়সা, মূল্যবান জিনিসপত্র কেড়ে নিচ্ছে। পন্যবাহি বাল্কহেড থেকে চাঁদাবাজি করছে।

ভুক্তভোগীদের সাথে কথা বলে ও ঘাট সংশ্লিষ্টরা জানায়, দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট দিয়ে প্রতিদিন গড়ে প্রায় চার হাজার যানবাহন এবং প্রায় অর্ধলক্ষ মানুষ পারাপার হয়। যাত্রী ও যানবাহন পারাপার এবং নৌপথ নিরাপদ রাখতে দুই ঘাটে স্থাপন করা হয়েছে নৌ-ফাঁড়ি। নৌযানের নিরাপত্তা প্রদান এবং অপরাধ রোধ করতে নৌপুলিশের নিয়মিত তদারকির কথা থাকলেও তেমনটি দেখা যায়না। এতে অনেকটা অরক্ষিত থাকায় অপরাধীরা সহজেই অপরাধ ঘটিয়ে কেটে পড়ছে।

কুয়াশায় ১৮ জানুয়ারী রাত আড়াইটা থেকে পরদিন বেলা ১১টা পর্যন্ত ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া ৫নম্বর ঘাটে নোঙর করে ছিল বড় ফেরি ভাষা শহীদ বরকত। ঝিনাইদার শৈলকুপা উপজেলা নির্বাচন কার্যালয়ের অফিস সহায়ক খোকন বিশ্বাস অফিসের কাজে  ঢাকায় যাচ্ছিলেন। ফেরিতে ওঠলেও ফেরি বন্ধ থাকায় বাসেই বসে থাকেন। প্রকৃতির ডাকে বাইরে যেতে বাস থেকে নেমে দেখেন ৬-৭জন বাতি জ্বালিয়ে জুয়া খেলছে। কাছে এগোতেই জুয়াড়িরা তার মানিব্যাগ ছিনিয়ে নেয়।

তিনি জানান, তার ঢাকায় যাওয়া আসার ভাড়া হিসেবে মানিব্যাগে ৫ হাজার টাকা ছিল। ছিনতাই, ছিনতাই বলে চিৎকার করে পিছনে দৌড়াতে থাকলেও কেউ এগিয়ে আসেনি। স্থানীয় অনেকেই জানায়, ওদের পিছনে গেলে চাকু ঢুকিয়ে দিতে পারে। পরে রাস্তায় থাকা নৌপুলিশকে বললাম, তারা কর্নপাত করলোনা।

নিয়মিত এমন জুয়া দেখার প্রত্যক্ষদর্শী দিগন্ত পরিবহনের তত্বাবধায়ক সোহাগ মিয়া বলেন, আগে জুয়া তেমন দেখতামনা। নিয়মিত আসা যাওয়ার সময় প্রায় রাতে দেখছি। বিশেষ করে পাটুরিয়া থেকে ফেরি ছাড়লে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে ফেরিতে উঠে বাতি নিয়ে ৫-৭জন তাস নিয়ে বসে পড়ে। যাত্রীরা কৌতুহলে খেলায় অংশ নিলে সবকিছু কেড়ে নিচ্ছে। কেউ দেখতে দাড়ালেও সর্বশ্ব হারাচ্ছে।

৯ জানুয়ারী রাতে মাগুরা থেকে আসা কাভারভ্যান ফেরিতে ওঠার সময় কয়েকজন গাড়ির গতিরোধ করে ১০ হাজার টাকা চাঁদাদাবি করে। দিতে অস্বীকার করলে চালক জহিরুল ইসলাম ও গাড়ির কোম্পানীর সেলসম্যান মো. মোস্তফাকে মারধর করে ৩,৯০০ টাকা কেড়ে নেয়। থানা পুলিশ এ অভিযোগে হান্নান শিকদার (২২) ও ফিরোজ প্রামানিক (২২) নামের দুইজনকে গ্রেপ্তার করে।

৩০ ডিসেম্বর নাজিরগঞ্জ থেকে বালু বোঝাই করে ফরিদপুরগামী বাল্কহেড দুর্ঘটনা এড়াতে রাতে দৌলতদিয়ার লালু মন্ডল পাড়ায় নোঙর করে। পরদিন সন্ধ্যার পর স্থানীয় নিজাম মন্ডল, জব্বার প্রামানিক, আলী, মো. শহিদ, মো. হাবিসহ কয়েকজন চালকের কাছে চাঁদাদাবি করে। দিতে অস্বীকৃতি জানালে চালক আসাদুজ্জামান খান, কর্মচারী মো. মুসা ও মো. বাবুকে মারধর করে টাকা-পয়সা কেড়ে নেয়। খবর পেয়ে নৌপুলিশ হাতেনাতে নিজাম মন্ডলকে আটক করে।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আব্দুল মোন্নাফ বলেন, দৌলতদিয়া-পাটুরিয়ায় ১৬-১৭টি ফেরি চলে। আমার অফিসারসহ ষ্টাফ রয়েছে মাত্র ১৭জন। সব ফেরিতে কিভাবে নিরাপত্তা দেওয়া সম্ভব? জুয়াড়িরা সুযোগ পেলে পাটুরিয়া থেকে ফেরিতে উঠে। তারপরও আমাদের তৎপরতায় কয়েক জুয়াড়িকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

নৌপুলিশ ফরিদপুর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত পুলিশ মোহা. আব্দুল্লাহ আরিফ বলেন, চাঁদাবাজির ঘটনা পাবনা অঞ্চলের মধ্যে। অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে আমাদের অতিরিক্ত পুলিশ সুপারকে সরিয়ে দেওয়া হয়েছে। ফেরিতে জুয়ার বিষয়ে আমরা ফরিদপুরে সভা করেছি। রাজবাড়ী জেলা পুলিশের কাছে জুয়াড়িদের তালিকা চেয়েছি। তালিকা পেলে বাড়ি গিয়ে গ্রেপ্তার করা হবে।