০৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বিধিনিষেধ উপেক্ষা করে দৌলতদিয়া ঘাট দিয়ে পার হচ্ছে সবাই

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ কঠোরবিধি নিষেধ উপেক্ষা করে উভয় দিক থেকে আসা মানুষের ভিড় পড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে। অনেকে ঈদের সামনে কাজের সন্ধানে ঢাকামুখী হচ্ছেন। আবার অনেকে কঠোর বিধিনিষেধ এড়াতে ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি ফিরছেন। শনিবার সকাল থেকেই এ ধরনের মানুষের আনাগোনা দেখা যায় দৌলতদিয়া ফেরি ঘাটে।

খুলনার বটিয়াপাড়ার আসমারুল হোসেন মনা ঢাকার ধামরাই কাওরাপাড়ার একটি রেস্তোরার সেফে এর কাজ করেন। শনিবার সকালে রেস্তোরার মালিক তাঁকে সাফ জানিয়ে দিয়েছেন সরকার শাট ডাউন দিয়েছে। আপনাদের বসিয়ে বসিয়ে বেতন দিতে পারবো না। আপনারা বাড়ি চলে যেতে পারেন। তাই সকালে বাড়ি রওয়ানা করেছি।

দৌলতদিয়ার ৪নম্বর ফেরি ঘাটে আলাপকালে তিনি ক্ষোভের সাথে বলেন, ‘সরকার যখন তখন লকডাউন দিচ্ছে। জানিনা সরকার কি জন্য করছে। এমপি-মন্ত্রীদের তো কোন সমস্যা নাই। যত নীরিহ মানুষের ওপর চাপ পড়ছে। সরকারের এর দায় দায়িত্ব নিতে হবে। না হলে এরচেয়ে আমাদের গুলি করে মেরে ফেলুক। আমরা কাজ না করলে তো চলতে পারবো না।”

একটি সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী মো. আলাউদ্দিন শনিবার সকালেই নড়াইলের গ্রামের বাড়ি থেকে মাহেন্দ্র ভাড়া করে দৌলতদিয়া পৌছেন ঢাকার উদ্দেশ্যে। নদী পাড়ি দিয়ে যে করেই হোক তাকে ঢাকা পৌছতে হবে। ফেরিতে ওঠার সময় বলেন, “১৬ জুন পারিবারিক কাজে গ্রামের বাড়ি নড়াইলে এসেছিলাম। এরমধ্যে লকডাউন হওয়ায় বাড়িতেই ছিলাম। ছোট্র চাকুরী করি, যে কোন মুহুর্তে নট হয়ে যেতে পারে। নদী পাড়ি দিয়ে পাটুরিয়া থেকে একটি উপায়ে ঢাকা যেতেই পারবো”।

মানিকগঞ্জ শহরে থেকে ফার্নিচারের মিস্ত্রির কাজ করতেন এনামুল হক। লকডাউনের কারনে কাজ বন্ধ হওয়ায় বসে ছিলেন। সোমবার থেকে কঠোর লকডাউনের কথা শুনে আর দেরি না করে গ্রামের বাড়ি মাগুরার উদ্দেশ্যে ছুটছেন। ফেরি ঘাটে আলাপকালে এনামুল হক বলেন, করোনায় এমনিতেই কাজকাম অনেক কম। মাঝে কিছুদিন কাজ করেছিলাম। লকডাউন দেওয়ায় তাও বন্ধ হয়েছে। সোমবার থেকে শুনতেছি অনির্দিষ্টকালের জন্য লক ডাউন শুরু হচ্ছে। কিভাবে মাগুরা যাব সেই চিন্তা করছি।

ফরিদপুরের মাছকান্দি গ্রামের বাড়ি ফিরোজ শেখের। থাকতেন ঢাকার পরিবাগ এলাকায়। পরিবারের মালিক কয়েকদিন আগে আমেরিকায় চলে গেছেন। আগামী সোমবার থেকে আরো কঠোর লকডাউন শুরু হতে যাচ্ছে। তাই বাসায় না থেকে দেরি না করে কষ্ট হলেও গ্রামের বাড়ি ছুটছেন।

ফিরোজ শেখ বলেন, ঢাকা শহর এমনিতে ভয়াবহ অবস্থা। তাছাড়া কঠোর লকডাউন শুরু হচ্ছে। যদি ঈদ পর্যন্ত লকডাউন চলে তখন তো বাড়ি যেতে পারবো না। সকালেই বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করেছি। গাবতলি থেকে ৪৫০ টাকা দিয়ে মোটরসাইকেলে পাটুরিয়া এসেছি। নদী পাড়ি দিয়ে দৌলতদিয়ায় পৌছে যে কোন উপায়ে বাড়ি যেতে হবে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. ফিরোজ শেখ বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ছোট-বড় মিলে ১৪টি ফেরি চলাচল করছে। মানুষজন খুব না থাকলেও পন্যবাহী গাড়ি পারাপার হচ্ছে বেশি। এছাড়া সোমবার থেকে কঠোর লকডাউনের কথা শুনে অনেকে ছুটছেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

বিধিনিষেধ উপেক্ষা করে দৌলতদিয়া ঘাট দিয়ে পার হচ্ছে সবাই

পোস্ট হয়েছেঃ ০৮:৫০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ কঠোরবিধি নিষেধ উপেক্ষা করে উভয় দিক থেকে আসা মানুষের ভিড় পড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে। অনেকে ঈদের সামনে কাজের সন্ধানে ঢাকামুখী হচ্ছেন। আবার অনেকে কঠোর বিধিনিষেধ এড়াতে ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি ফিরছেন। শনিবার সকাল থেকেই এ ধরনের মানুষের আনাগোনা দেখা যায় দৌলতদিয়া ফেরি ঘাটে।

খুলনার বটিয়াপাড়ার আসমারুল হোসেন মনা ঢাকার ধামরাই কাওরাপাড়ার একটি রেস্তোরার সেফে এর কাজ করেন। শনিবার সকালে রেস্তোরার মালিক তাঁকে সাফ জানিয়ে দিয়েছেন সরকার শাট ডাউন দিয়েছে। আপনাদের বসিয়ে বসিয়ে বেতন দিতে পারবো না। আপনারা বাড়ি চলে যেতে পারেন। তাই সকালে বাড়ি রওয়ানা করেছি।

দৌলতদিয়ার ৪নম্বর ফেরি ঘাটে আলাপকালে তিনি ক্ষোভের সাথে বলেন, ‘সরকার যখন তখন লকডাউন দিচ্ছে। জানিনা সরকার কি জন্য করছে। এমপি-মন্ত্রীদের তো কোন সমস্যা নাই। যত নীরিহ মানুষের ওপর চাপ পড়ছে। সরকারের এর দায় দায়িত্ব নিতে হবে। না হলে এরচেয়ে আমাদের গুলি করে মেরে ফেলুক। আমরা কাজ না করলে তো চলতে পারবো না।”

একটি সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী মো. আলাউদ্দিন শনিবার সকালেই নড়াইলের গ্রামের বাড়ি থেকে মাহেন্দ্র ভাড়া করে দৌলতদিয়া পৌছেন ঢাকার উদ্দেশ্যে। নদী পাড়ি দিয়ে যে করেই হোক তাকে ঢাকা পৌছতে হবে। ফেরিতে ওঠার সময় বলেন, “১৬ জুন পারিবারিক কাজে গ্রামের বাড়ি নড়াইলে এসেছিলাম। এরমধ্যে লকডাউন হওয়ায় বাড়িতেই ছিলাম। ছোট্র চাকুরী করি, যে কোন মুহুর্তে নট হয়ে যেতে পারে। নদী পাড়ি দিয়ে পাটুরিয়া থেকে একটি উপায়ে ঢাকা যেতেই পারবো”।

মানিকগঞ্জ শহরে থেকে ফার্নিচারের মিস্ত্রির কাজ করতেন এনামুল হক। লকডাউনের কারনে কাজ বন্ধ হওয়ায় বসে ছিলেন। সোমবার থেকে কঠোর লকডাউনের কথা শুনে আর দেরি না করে গ্রামের বাড়ি মাগুরার উদ্দেশ্যে ছুটছেন। ফেরি ঘাটে আলাপকালে এনামুল হক বলেন, করোনায় এমনিতেই কাজকাম অনেক কম। মাঝে কিছুদিন কাজ করেছিলাম। লকডাউন দেওয়ায় তাও বন্ধ হয়েছে। সোমবার থেকে শুনতেছি অনির্দিষ্টকালের জন্য লক ডাউন শুরু হচ্ছে। কিভাবে মাগুরা যাব সেই চিন্তা করছি।

ফরিদপুরের মাছকান্দি গ্রামের বাড়ি ফিরোজ শেখের। থাকতেন ঢাকার পরিবাগ এলাকায়। পরিবারের মালিক কয়েকদিন আগে আমেরিকায় চলে গেছেন। আগামী সোমবার থেকে আরো কঠোর লকডাউন শুরু হতে যাচ্ছে। তাই বাসায় না থেকে দেরি না করে কষ্ট হলেও গ্রামের বাড়ি ছুটছেন।

ফিরোজ শেখ বলেন, ঢাকা শহর এমনিতে ভয়াবহ অবস্থা। তাছাড়া কঠোর লকডাউন শুরু হচ্ছে। যদি ঈদ পর্যন্ত লকডাউন চলে তখন তো বাড়ি যেতে পারবো না। সকালেই বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করেছি। গাবতলি থেকে ৪৫০ টাকা দিয়ে মোটরসাইকেলে পাটুরিয়া এসেছি। নদী পাড়ি দিয়ে দৌলতদিয়ায় পৌছে যে কোন উপায়ে বাড়ি যেতে হবে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. ফিরোজ শেখ বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ছোট-বড় মিলে ১৪টি ফেরি চলাচল করছে। মানুষজন খুব না থাকলেও পন্যবাহী গাড়ি পারাপার হচ্ছে বেশি। এছাড়া সোমবার থেকে কঠোর লকডাউনের কথা শুনে অনেকে ছুটছেন।