oplus_0
নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে ৫ আগষ্ট শেখ হাসিনার পতনের পর হতে বিএনপির নাম ব্যবহার করে একটি দুষ্কৃতিকারী গ্রুপ উপজেলার বিভিন্ন স্হানে ভাংচুর, লুটপাট, চাঁদাবাজি, দখলবাজি এবং মাদক সিন্ডিকেড গড়ে তোলে। এ সকল অপকর্মের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় গোয়ালন্দ উপজেলা কোর্ট চত্বর মাঠে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের ব্যনারে এ বিক্ষোভের আয়োজন করা হয়। সেখান থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালল্দ বাসষ্ট্যান্ড পর্যন্ত গিয়ে পুনরায় উপজেলা মাঠে ফিরে আসে। কর্মসূচিতে গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন।
কর্মসূচি হতে ৪ আগষ্ট গোয়ালন্দে সাধারণ ছাত্রদের উপর হামলায় নেতৃত্বদানকারী আওয়ামী লীগের নেতা মোস্তফা মুন্সীসহ দৌলতদিয়া যৌনপল্লীতে মাদক ব্যবসার সাথে জড়িত ঝুমুর বগমসহ অন্যদের গ্রেপ্তারে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়। একই সাথে বিএনপির নাম ব্যবহার করে অপকর্মকারীদের সতর্ক করে দেওয়া হয়।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাইদ মন্ডল, পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, পৌর ছাত্রদলের সভাপতি আজিম ইসলাম প্রমুখ।