নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে আলোক মিছিল ও কেন্দ্রীয় শহীদ মিনারে আলোকসজ্জা করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আলোক মিছিল বের হয়ে গোয়ালন্দ বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোট গোয়ালন্দ উপজেলা শাখার আয়োজনে আলোক মিছিলের সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক গণেশ পাল। আলোক মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আনসার ক্লাব সংগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। এ সময় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে মোমবাতি প্রজ্বলন করা হয়। পরে সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র নাসির উদ্দিন রনি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান সেলিম বক্তব্য রাখেন।
এসময় ১৪ ডিসেম্বর শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, উপজেলা আ.লীগের সহসভাপতি ও উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, সহসভাপতি অধ্যক্ষ মামুন-অর রশিদ, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয় প্রমূখ উপস্থিত ছিলেন।